Bartaman Patrika
রাজ্য
 
 

 দেবী বরণ। নলহাটির ভদ্রপুরে বোলতলা সার্বজনীন চণ্ডীমণ্ডপে বলরাম দত্ত বণিকের তোলা ছবি

হাইকোর্টের রায়কে স্বাগত জানাল
রাজনৈতিক দল থেকে নাগরিক সমাজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা সংক্রমণের বাড়াবাড়ি রোখার লক্ষ্যে বারোয়ারি দুর্গাপুজোয় জনতার ভিড় নিয়ন্ত্রণ করতে সোমবার কলকাতা হাইকোর্টের দেওয়া রায়কে রাজ্যের নাগরিক সমাজের বড় অংশ স্বাগত জানাল। চিকিৎসক থেকে সমাজকর্মী, রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ—সমাজের সব অংশের তরফেই উৎসবের পর করোনার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা ব্যক্ত করে এই রায়কে প্রশাসনের মান্যতা দেওয়ার পক্ষেই সওয়াল করা হয়েছে। একই সঙ্গে সচেতনার পরিচয় দেওয়ার জন্য সাধারণ মানুষকেও এব্যাপারে বারবার সতর্ক করেছে তারা।
এদিন হাইকোর্টের এই রায়কে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে তৈরি পশ্চিমবঙ্গ নাগরিক সমাজ দু’হাত তুলে স্বাগত জানিয়েছে। দ্রুত ডাকা এক সাংবাদিক বৈঠকে চিকিৎসক সংগঠনগুলির যৌথ মঞ্চের অন্যতম নেতা তথা প্রাক্তন শেরিফ ডাঃ দুলাল বসু ও ডাঃ হীরালাল কোনার, বিশিষ্ট সার্জেন ডাঃ কুণাল সরকার, সমাজকর্মী নব দত্ত ও শাশ্বতী সেনের মতো ব্যক্তিরা নাগরিক সমাজের হয়ে এই মনোভাব ব্যক্ত করেন খোলাখুলি। তাঁদের মতে, বারোয়ারি পুজোগুলিকে গোড়া থেকে সরকারি তরফে উৎসাহ দেওয়া হচ্ছিল এবার। আর্থিক সাহায্য থেকে আরম্ভ করে নানা ধরনের সুবিধার কথা ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষে। কিন্তু যে হারে সংক্রমণ বাড়ছে তাতে মানুষকে পুজোর আনন্দ উপভোগ করার জন্য এভাবে পথে নামতে উৎসাহ দিলে, উৎসবের পরে করোনা সুনামি আসবে রাজ্যে। সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতো পরিকাঠামো বা লোকবল নেই আমাদের। এনিয়ে সরকারকে চিঠি দিয়ে এবং মৌখিকভাবে সতর্ক করা সত্ত্বেও তা আমল পায়নি। শেষ পর্যন্ত জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টকে হস্তক্ষেপ করতে কার্যত বাধ্য হতে হয়েছে। আমরা চাই, আদালতের এই নির্দেশ প্রশাসন বাস্তবায়িত করুক পুরোপুরি। মানুষকে বাঁচাতে এটা করা এখন অনেক বেশি জরুরি।
হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে সিপিএম। দলের দুই শীর্ষস্থানীয় নেতা সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তী এদিন বলেন, রাজ্যের পক্ষে এটা দুর্ভাগ্যের যে মানুষের প্রাণ বাঁচাতে আজ পুজো নিয়ে আদালতকে হস্তক্ষেপ করতে হল। আমরা গোড়া থেকেই বলছি, মানুষ অন্তরের ভক্তি থেকে পুজো করুক। কিন্তু রাজনৈতিক ফয়দা তোলার লক্ষ্যে বারোয়ারি পুজো নিয়ে সরকারপক্ষ এবার বাড়তি উৎসাহ দিতে শুরু করে। মানুষ যাতে সংক্রমণের বেড়াজালে পড়ে কার্যত সেই বন্দোবস্তই করেছিল সরকার। ঈদ, ওনাম বা গনেশ চতুর্থী নিয়ে কিন্তু হাইকোর্টকে কোথাও এভাবে হস্তক্ষেপ করতে হয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেন, আদালতের রায় দুঃখজনক হলেও, বাস্তবের খাতিরে তা সকলকেই মানতে হবে। যেভাবে সরকারের অপদার্থতার জন্য দিন দিন সংক্রমণ বাড়ছে তাতে এই ধরনের পদক্ষেপ ছাড়া আর কোনও উপায়ও সম্ভবত ছিল না। আমরা সকলের কাছে সচেতনতার পরিচয় দিয়ে এই নির্দেশের মান্যতা দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা সাংসদ সৌগত রায় অবশ্য বিরোধীদের মতো সরাসরি হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাননি। তিনি বরং বলেন, এই রায়ে আমি দুঃখিত। কারণ, প্রস্তুতি চূড়ান্ত হওয়ার পর একেবারে শেষ মুহূর্তে এই রায় আসায় পুজো উদ্যোক্তারা ধাক্কা খাবে। তবে আদালতের এই রায়ের মান্যতা দেওয়ার প্রাথমিক দায় উদ্যোক্তাদেরই, প্রশাসনের নয়।

20th  October, 2020
উৎসব আবহে সংক্রমণ বৃদ্ধির
শঙ্কা, বেড বাড়িয়ে প্রস্তুত রাজ্য

 রাত ফুরোলেই বাঙালির সবথেকে বড় উৎসব শুরু। হাইকোর্টের নির্দেশ মানার প্রাণপণ চেষ্টা সত্ত্বেও ভিড়ের পায়ে বেড়ি পরানো মুশকিল। আর তা বিলক্ষণ জানে রাজ্য সরকার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এযাবৎকালের সর্বাধিক। তার মধ্যেই আশঙ্কা বাড়াচ্ছে পুজোর অবাধ মেলামেশা। তাই প্রস্তুতিতে খামতি রাখছে না নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো রাজ্যজুড়ে বাড়ানো হচ্ছে দু’হাজারেরও বেশি কোভিড-শয্যা।
বিশদ

21st  October, 2020
রায়কে মান্যতা, দর্শকশূন্য
মণ্ডপের প্রস্তুতি রাজ্যজুড়ে

ঘড়ির কাঁটা তখন ছ’টার ঘরে। চতুর্থীর ভর সন্ধ্যা। অন্য বছর এ সময় ভিড় নেমে যায় মণ্ডপে মণ্ডপে। এবছরও নেমেছে। তবে ভিড় আর মণ্ডপের মাঝে রয়ে গিয়েছে একটি বোর্ড— ‘নো এন্ট্রি’। আদালতের নির্দেশ। তাই ব্যারিকেডের ওপার থেকেই মাথায় হাত ঠেকিয়ে দর্শনার্থীদের প্রার্থনা, ‘মা, বধ করো এই অসুরকে।’ এও এক নিউ নর্মাল! মুদিয়ালি ক্লাবের সামনে সেজেগুজেই দাঁড়িয়ে ছিলেন অয়ন আর দীপশিখা বন্দ্যোপাধ্যায়। সামনে সারি বাঁধা পুলিসের গার্ডরেল। পাশে দাঁড়ানো পুলিসকর্মী থেকে ক্লাবের কর্মকর্তাদের কড়া নজর।
বিশদ

21st  October, 2020
 খুলল গড়চুমুক পর্যটন কেন্দ্র, পিকনিকে না

চতুর্থীর সকালেই পর্যটকদের মনোরঞ্জনের জন্য খুলে দেওয়া হল গড়চুমুক পর্যটন কেন্দ্র। যদিও এখনই এই পর্যটন কেন্দ্রে পিকিনিকের ছাড়পত্র দেওয়া হচ্ছে না।  বিশদ

21st  October, 2020
এবার রাজ্যে নিখরচে একলপ্তে ২০২টি তথ্য-পরিষেবার সুবিধা
নির্দেশিকা মুখ্যসচিবের, চালু হচ্ছে বাংলা সহায়ক কেন্দ্র

 কথায় আছে জিরে থেকে হীরে সব জিনিসই এক ছাতার তলায় পাওয়া যায় ডিপার্টমেন্টাল স্টোরে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই পথে হেঁটেই এক জানালা পরিষেবা দেবে বাংলা সহায়ক কেন্দ্রের মাধ্যমে। বিশদ

21st  October, 2020
২-৩ দিনেই উত্তরবঙ্গ থেকে বর্ষা বিদায়, দক্ষিণবঙ্গে থাকবে নিম্নচাপের প্রভাব

 বর্ষার বিদায় রেখা দেশে বেশ কিছুদিন ধরে থমকে ছিল। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর মঙ্গলবার জানিয়েছে, আগামী দু’তিন দিনের মধ্যে কয়েকটি রাজ্য থেকে পুরোপুরি বা আংশিকভাবে বর্ষার বিদায় প্রক্রিয়া শুরু হবে। এর মধ্যে উত্তরবঙ্গের উল্লেখও করা হয়েছে। বিশদ

21st  October, 2020
সুযোগ বাড়াতে দুইয়ের বেশি শিক্ষকদের নিয়ে মিউচুয়াল ট্রান্সফারের দাবি

 দু’’জন শিক্ষকের মধ্যে নয়, তার চেয়ে বেশি শিক্ষকদের যুক্ত করে মিউচুয়াল ট্রান্সফার কার্যকর করার দাবি উঠছে। শিক্ষকদের একাংশের দাবি, এতে আরও বেশি করে সুযোগ পাবেন তাঁরা। বিশদ

21st  October, 2020
ফের মস্তিষ্কে রক্তক্ষরণ নির্মল মাজির, করোনা আক্রান্ত পুত্রও

করোনা আক্রান্ত রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী ডাঃ নির্মল মাজির শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে বলে মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে। তাঁর মস্তিষ্কে ফের রক্তক্ষরণ হয়েছে। বিশদ

21st  October, 2020
 মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা এবার সহকারী প্রধান শিক্ষকদেরও

 এবারেই প্রথম সহকারী প্রধান শিক্ষকদের কাছেও গেল মুখ্যমন্ত্রীর শারদীয়া শুভেচ্ছাবার্তা। সোমবার এই শুভেচ্ছাবার্তা পেতে শুরু করেছেন তাঁরা। বিশদ

21st  October, 2020
অনলাইন ক্লাসে পড়ুয়া-শিক্ষকরা আগ্রহ দেখালেও অভাব পরিকাঠামোর
রাজ্যজুড়ে সমীক্ষায় উঠে এল তথ্য

 লকডাউন ও করোনা সংক্রমণ গোটা দেশেই ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করতে বাধ্য করছে। কিন্তু সেই ক্লাসে কাজের কাজ হচ্ছে কি? সম্প্রতি এই প্রশ্নকে সামনে রেখে শুধু পশ্চিমবঙ্গের উপর একটি সমীক্ষা করা হয়। সেখানে দেখা যাচ্ছে, অনলাইন ক্লাস করার বিষয়ে আগ্রহ রয়েছে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের।
বিশদ

20th  October, 2020
ডিএলএডে নিজস্ব ফোন, কম্পিউটার
ব্যবহার করেই উত্তরপত্র জমা পড়ুয়াদের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের স্মার্টফোন বিলি করছেন কর্তৃপক্ষ। শুধু তাই নয়, অনলাইন ক্লাস যাতে মিস না হয় তার জন্য বহু পড়ুয়ার ফোনে রিচার্জও করে দেওয়া হচ্ছে। আর যাদবপুরের পড়ুয়াদের ঠিক উল্টো ছবি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএডের ক্ষেত্রে। দেখা গিয়েছে, শহর এবং শহরতলির কলেজ-বিশ্ববিদ্যালয় যেখানে সমস্যার কথা সামনে এসেছে, সেখানে ডিএলএডের ক্ষেত্রে ব্যাপারটি মিটেছে নির্বিঘ্নে। ৩৫ হাজারেরও বেশি পড়ুয়া প্রযুক্তি ব্যবহার করে উত্তরপত্র জমা দিয়েছেন।
বিশদ

20th  October, 2020
ষষ্ঠী থেকে অষ্টমী কলকাতা সহ
দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার পরোক্ষ প্রভাবে পুজোর কয়েকটি দিন কিছুটা বৃষ্টি হবে রাজ্যে। এমনটাই এখনও মনে করছেন আবহাওয়াবিদরা। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ওই নিম্নচাপটি থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বের হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত থাকবে। এটি রাজ্যের উপকূলবর্তী এলাকার উপর দিয়ে যাবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডঃ জি সি দাস সোমবার জানিয়েছেন।
বিশদ

20th  October, 2020
পুজো নিয়ে নবান্নে
বৈঠক মুখ্যমন্ত্রীর

পুজোর সময় কোনওভাবেই করোনা সংক্রমণ প্রতিরোধে ঢিলেমি দেওয়া যাবে না। সোমবার ফের প্রশাসনিক কর্তাদের এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কোভিড জয়ীদের পুজো মণ্ডপে সেবক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এদিন পুজোকে কেন্দ্র করে নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে ঠিক হয়েছে, পুজো মণ্ডপে সেবক হিসেবে নানা কাজে ব্যবহার করা যাবে সরকারি খাতায় নথিভুক্ত করোনা জয়ীদের।
বিশদ

20th  October, 2020
দর্শকশূন্য মণ্ডপ: হাইকোর্ট

মণ্ডপে প্রতিমা রয়েছে, দর্শনার্থী নেই! প্যান্ডেল রয়েছে জনজোয়ার নেই! মণ্ডপের ভিতর-বাইরে, সর্বত্রই সাধারণের প্রবেশ নিষিদ্ধ। মহামারীর বছরে দর্শকশূন্য পুজোই করতে হবে গোটা রাজ্যে। সোমবার কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর মাথায় হাত উৎসব-উদ্যোক্তাদের। প্রস্তুতির শেষ লগ্নে এসে এখন কী করবেন, ভেবে কূল পাচ্ছেন না তাঁরা। তবে বিশেষজ্ঞ থেকে শুরু করে রাজ্যের একটা বড় অংশের মানুষ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। কোভিডের সংক্রমণ নিয়ন্ত্রণে ‘সময়োপযোগী সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন অনেকেই।
বিশদ

20th  October, 2020
করোনা ও ডেঙ্গু সচেতনতায়
গান বেঁধেছে সরকার

হঠাৎ মনে হতে পারে এটা বোধ হয় পুজোয় কোনও ডুয়েট অ্যালবাম। কিন্তু তা নয় মোটেই। চমকপ্রদ সুরে করোনা ও ডেঙ্গু নিয়ে সচেতনতায় গান বেঁধেছে রাজ্য নগর উন্নয়ন সংস্থা (সুডা)। সোমবারই সুডা অধিকর্তা রাজ্যের সমস্ত কর্পোরেশন ও পুরসভাগুলির কাছে ওই রেকর্ড করা গান পাঠিয়ে দিয়েছেন। অধিকর্তা তাঁর নির্দেশিকায় বলেছেন, রাজ্যের পুরমন্ত্রীর নির্দেশে সহজ, সুরেলা আঙ্গিকে মানুষের কাছে সচেতনতার বার্তা দিতে এই গান তৈরি করা হয়েছে। বিশদ

20th  October, 2020

Pages: 12345

একনজরে
 একা করোনাতেই রক্ষা নেই। তার উপর দোসর হয়েছে নিম্নচাপ। মহাষষ্ঠীর সকাল থেকেই নীল আকাশ ঢেকে গিয়েছে কালো মেঘে। তবে, সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি নামেনি। ...

ইসলামাবাদ: সিন্ধ প্রদেশের পুলিস ইন্সপেক্টর জেনারেলকে (আইজি) ‘অপহরণ’ ঘিরে উত্তপ্ত পাকিস্তানের বন্দর শহর করাচি। বৃহস্পতিবার পাক রেঞ্জার্সের হয়ে সাফাই দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইজাজ আহমেদ শাহ।   ...

সায়ন্ত ভট্টাচার্য, বারাকপুর: দুর্গাপুজোর সঙ্গে বাংলার বনেদিয়ানা অক্ষরে অক্ষরে যুক্ত। জমিদারবাড়ির দালানে দুর্গাপুজোর আয়োজন এবং সেই উৎসব ঘিরে মেতে থাকতেন গ্রামের বাসিন্দারা। এখন বাংলায় সেরকম ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় এক বছর ভারত কোনও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেনি। করোনার কারণে বাতিল হয়েছে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ। ২০২১ সালের আগে ভারত কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলবে না।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের কোনও সুখবর আসতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা। গুপ্ত শত্রু থেকে সাবধান। নতুন কোনও প্রকল্পের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭০৭— ব্রিটেনের প্রথম পার্লামেন্টে অধিবেশন শুরু হল
১৯১৭—অক্টোবর বিপ্লবের ডাক দিলেন লেনিন
১৯২৯—নিউ ইয়র্ক শেয়ার বাজারে মহামন্দার সূচনা
১৯৪৪—দ্বিতীয় বিশ্বযুদ্ধ: হাঙ্গেরি প্রবেশ করল সোভিয়েতের লাল ফৌজ
২০০২—মস্কোর থিয়েটারে হানা দিয়ে প্রায় ৭০০ দর্শককে পণবন্দি করল চেচেন জঙ্গিরা
২০১২—সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৮৯ টাকা ৭৪.৬০ টাকা
পাউন্ড ৯৫.১২ টাকা ৯৮.৪৭ টাকা
ইউরো ৮৫.৭৬ টাকা ৮৮.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫২,০৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৯,৪১০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫০,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৩,০৩০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৩,১৩০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ কার্তিক, ১৪২৭, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, সপ্তমী ৩/১৩ দিবা ৬/৫৭। উত্তরাষাঢ়া নক্ষত্র ৪৯/২৯ রাত্রি ১/২৮। সূর্যোদয় ৫/৪০/১৮, সূর্যাস্ত ৫/১/৪৪। অমৃতযোগ দিবা ৬/২৫ মধ্যে পুনঃ ৭/১১ গতে ৯/২৭ মধ্যে পুনঃ ১২/৪৪ গতে ২/৪৬ মধ্যে পুনঃ ৩/৩১ গতে অস্তাবধি। রাত্রি ৫/৫৪ গতে ৯/১৫ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/৯ মধ্যে পুনঃ ৪/০ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩০ গতে ১১/২১ মধ্যে। পূর্বাহ্ন ৬/৫৭ মধ্যে শারদীয়া দুর্গাপুজোর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। 
৬ কার্তিক, ১৪২৭, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, সপ্তমী দিবা ১১/৫৭। পূর্বষাঢ়া নক্ষত্র দিবা ৬/৫১। সূর্যোদয় ৫/৪১, সূর্যাস্ত ৫/৩। অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২৩ গতে ৫/৩ মধ্যে এবং রাত্রি ৫/৪০ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে ও ৪/৭ গতে ৫/৪২ মধ্যে। বারবেলা ৮/৩২ গতে ১১/২২ মধ্যে। দিবা ৮/৩২ মধ্যে শারদীয়া দুর্গাপুজোর নবপত্রিকা প্রবেশ, স্থাপন। রাত্রি ১০/৫৮ গতে ১১/৪৬ মধ্যে দেবীর অর্ধরাত্রবিহিত পূজা। 
৫ রবিয়ল আউয়ল। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
শারদ শুভেচ্ছা ও ছুটি 
মহামারীর বিষাদ, আক্ষেপের সময়ে এই ধরিত্রীতে আপামর মানুষকে রক্ষা করতে ...বিশদ

05:00:00 AM

আজকের দিনটি কেমন যাবে? 
মেষ: সন্তানের কৃতিত্বে সুখলাভ। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। মিথুন: গৃহে অতিথির আগমন ...বিশদ

22-10-2020 - 04:29:40 PM

ইতিহাসে আজকের দিন 
১৯৫৪: কবি জীবনানন্দ দাশের মৃত্যু১৯৮৮: অভিনেত্রী পরিণীতি চোপড়ার জন্ম২০০৮: চিত্রশিল্পী ...বিশদ

22-10-2020 - 04:28:18 PM

 আইপিএল : রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে ৮ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ

22-10-2020 - 11:13:45 PM

 আইপিএল: সানরাইজার্স হায়দরাবাদ ১১৮/২ (১৫ ওভার)

22-10-2020 - 10:41:55 PM

 আইপিএল: সানরাইজার্স হায়দরাবাদ ৪০/২ (৫ ওভার)

22-10-2020 - 09:57:28 PM