Bartaman Patrika
কলকাতা
 

করোনা জৌলুস কাড়লেও প্রাণের
আবেগে মাতৃ বন্দনায় প্রস্তুত বারাসত 

বিশ্বজিৎ মাইতি, বারাসত: করোনা মহামারি পুজোর জৌলুস ও জাঁকজমকে থাবা বসালেও, প্রানের উৎসবের আবেগ কেড়ে নিতে পারেনি। সেকারণে,মাতৃ আরাধনার মন্ত্রে এবার করোনা জয়ে বদ্ধপরিকর বারাসত ও মধ্যমগ্রামের বিভিন্ন পুজো উদ্যোক্তারা। কোথাও রাজবাড়ির আদলে তৈরি হচ্ছে মণ্ডপ, কোথাও আবার মা বসবেন একচালার খোলা মণ্ডপে। কোথাও ডাকের সাজে মা আসবেন সনাতনী রূপে, কোথাও আবার সন্তানদের কষ্টে মা আসবেন সাদামাটা গ্রাম্য বধূর সাজে। তবে প্রতিটি মণ্ডপেই করোনা নিয়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। পুজোর খরচ বাঁচিয়ে সামাজিক কর্মকাণ্ডে প্রত্যেকেই কমবেশি নানান কর্মসূচি নিয়েছে। বারাসতের চারের পল্লি সর্বজনীনের পুজো এবার ৩৯বছরে পা দিয়েছে। তাদের বাজেট প্রায় ১২লক্ষ টাকা। থিম ‘আবার অলিন্দে’। পুরাতন রাজবাড়ির আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। রাজবাড়ির জৌলুস ও জাঁকজমক ফুটিয়ে তোলা হবে মণ্ডপের ছত্রে ছত্রে। মণ্ডপের বাইরে থাকবে তুলসিতলা। মা আসবেন রাজকীয় ডাকের সাজে। পুজো কমিটির কর্মকর্তা সুরজিৎ চট্টোপাধ্যায় বলেন, বাজেট গত বারের থেকে অনেক কমাতে হয়েছে। তারমধ্যে করোনা সচেতনতা, মাস্ক বিলি, দুঃস্থদের বস্ত্র বিতরণ সহ অন্যান্য সামাজিক কাজ করা হবে। শ্বেতপুকুর সার্বজনীন পুজো সমিতির দুর্গাপুজো এবার ৬৬বছরে পড়েছে। গতবারের প্রায় ২০লক্ষ টাকার বাজেট এবার কমিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা করা হয়েছে। সরকারি নিয়ম মেনে তিন দিক খোলা একচালার মণ্ডপে মা আসবেন সাবেকি ডাকের সাজে। মণ্ডপে উদ্যোক্তাদের পক্ষ থেকে যাঁরা থাকবেন, তাঁদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার সর্বক্ষণের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। পুজো কমিটির কর্ণধার সুব্রত সেন বলেন, এবার থিমের মণ্ডপ, জমকালো উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ রাখা হয়েছে। সরকারি নিয়ম মেনে পুজো ও সামাজিক কর্মকাণ্ডের দিকে জোর দেওয়া হয়েছে। বিবেকানন্দ সেবা সমিতির পুজো ৬০ বছরে পা দিয়েছে। বাজেট প্রায় চার লাখা টাকা। এক চালার মণ্ডপে মা আসবেন ডাকের সাজে। ক্লাবের সভাপতি তথা বারাসত পুরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেন, করোনা পরিস্থিতিতে অনাড়ম্বর পুজোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর খরচ বাঁচিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে। মধ্যমগ্রামের দেবীগড় বিজলি পার্ক সবর্জনীনের পুজো ৩০ বছরে পা দিয়েছে।
এবার তাদের থিম রাজবাড়ি। তবে রাজবাড়ির জৌলুসের মধ্যেও মা আসবেন সাবেকি গ্রাম্য গৃহবধূর সাজে। লাল পাড় সাদা শাড়ি পরানো হবে মাকে। মায়ের শরীরে অলঙ্কার থাকবে না। মায়ের গলায় থাকবে রুদ্রাক্ষের মালা। এছাড়া পুজোর কয়েক দিন এলাকার দুঃস্থদের পাশে দাঁড়াতে নানান উদ্যোগ নেওয়ার কথা ভাবা হয়েছে। পুজো কমিটির কর্ণধার শান্তনু সর বলেন, দীর্ঘ লকডাউন ও করোনা সঙ্কটে নিশ্চয়ই মর্মাহত। সন্তানদের এই হাহাকারের মাঝে মায়ের সাজগোজে তেমন আগ্রহ থাকবেনা। সেকারণে মাকে আমরা গ্রাম্যবধূর সাজে সাজাব। উদয়রাজপুর পেয়ারাবাগানের পুজো এবার ৫২বছরে পড়েছে। তাদের বাজেট প্রায় ৪ লক্ষ টাকা। সাবেকি মণ্ডপে মা আসবেন ডাকের সাজে। সমস্ত অনুষ্ঠান ও জাঁকজমক বাতিল করা হয়েছে। পুজো কমিটির যুগ্ম সম্পাদক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, হাইকোর্টের নির্দেশে দর্শনার্থীদের মণ্ডপে ঢুকতে দেওয়া হবেনা। তাঁরা যাতে নিরাপদ দূরত্ব থেকেই প্রতিমা দর্শন করতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে।  বারাসত নবপল্লি কাঠালতলা সর্বজনীনের প্রতিমা। 
পুজোয় ‘হাই অ্যালার্ট’ সরকারি ও
বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম  

পুজো বলে বিরাম থাকে না রোগভোগের। তবে উৎসব মরশুমের মেজাজ এবার আলাদা। করোনার উপদ্রবের ঠেলায় ‘হাই অ্যালার্ট’ সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবাক্ষেত্র। গত বছর ডিসেম্বর থেকে শীত-গ্রীষ্ম, ধনী-দরিদ্র—কিছুই মানেনি কোভিড। পুজোপার্বন বা উৎসবকেই বা কেন ছাড় দেবে সে! রা‌জ্য সরকার ইতিমধ্যেই পুজোর সময় স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের যাবতীয় ছুটি... বিশদ

অনলাইনে আবেদন করলেই অষ্টমীর
ভোগ পৌঁছে দেবে ‘চেতলা অগ্রণী’ 

মহানগরীর পুজো আয়োজকদের মধ্যে ‘অগ্রণী’ যারা, অনলাইনে আবেদন করলেই সেই ‘চেতলা অগ্রণী’র মাতৃ আরাধনার অষ্টমী পুজোর ভোগ সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে। কোভিড-১৯’এর যাবতীয় সুরক্ষাবিধি মেনে ছোঁয়াচ এড়িয়ে দশভুজার ভোগ আপনার দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসবেন অগ্রণীর সদস্যরাই। বিশদ

হাওড়া-হুগলি
করোনার দাপটে চেনা ভিড় উধাও,
মহাষষ্ঠীর সন্ধ্যায় ফাঁকা পুজোমণ্ডপ 

ষষ্ঠীর বোধন হয়ে গেল, কিন্তু ভিড়ের বোধন হল না। করোনাসুরের দাপটে আগেই বাদ পড়েছে পুজোর নানা আয়োজন। ফিকে হয়েছে বাঙালির সেরা উৎসবের জৌলুস। এবার দামাল ভিড়েও রাশ টানল আতঙ্ক। ষষ্ঠীর সন্ধ্যায় শুধু মণ্ডপ খাঁ খাঁ করেছে তাই নয়, পথঘাটও দুর্গাপুজোর আবহের সঙ্গে মানানসই ছিল না। আলোর রোশনাই থাকলেও তা যেমন বাঁধনহারা হয়নি... বিশদ

ইমিউনিটি বর্ধক মিষ্টি দিয়েই
এবার সাজছে পুজোর রেকাব 

করোনার সঙ্গে লড়তে হবে। তাই চাই ইমিউনিটি। সেই রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে কসরতের অন্ত নেই। কেউ সকাল-বিকেল তুলসিপাতা চিবোচ্ছেন, তো কেউ চায়ের সঙ্গে মেশাচ্ছেন লবঙ্গ-দারচিনি। মধু, অশ্বগন্ধা, যষ্টিমধু বা কাবাবচিনিও লুটেপুটে নিচ্ছেন অনেকে। আমবাঙালির ইমিউনিটি চর্চার এই বাজার ধরতে আসরে নেমেছেন মিষ্টান্ন ব্যবসায়ীরা। তাই ভিয়েনঘরে গত কয়েক মাস...  বিশদ

দুই ২৪ পরগনা
মণ্ডপে ছোট ছোট জটলা, সেলফি
তুলেই বাড়ির পথ ধরলেন বহু মানুষ 

দ্বিতীয়া থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছিলেন দর্শনার্থীরা। কিন্তু তারপর হাইকোর্টের রায় বেরতেই পুজো মণ্ডপগুলি ‘নো এন্ট্রি’ জোন হয়ে যায়। স্বভাবতই ফিকে হতে শুরু করে ভিড়। একে করোনার আতঙ্ক, তার উপর বাধ সেধেছে আকাশ। ফলে ভিড় পরিণত হয়েছে ছোট ছোট জটলায়। চেনা ছন্দে দেখা যায়নি ষষ্ঠীকে। দুই ২৪ পরগনাতেই এই চিত্র দেখা গিয়েছে বৃহস্পতিবার।   বিশদ

শেষলগ্নে বাজার উঠলেও ঘাটতি
থেকেই গেল, বলছেন ব্যবসায়ীরা 

গত কয়েকদিন ধরে দুর্গাপুজোকে ঘিরে আদালতের রায় নিয়ে বিতর্ক-পাল্টা বিতর্ক কম হচ্ছে না। কিন্তু তাই বলে কেনাকাটা বন্ধ হয়নি। দিন পনেরো ধরে শহরের বিভিন্ন বাজারে ভিড় বেড়েছিল। বিক্রিবাট্টাও ছিল কিছুটা ঊর্ধ্বমুখী। তবে, অন্যান্য বছরের তুলনায় এবারে ক্রেতার অভাবে অন্তত ৫০ শতাংশ ঘাটতি থেকেই গেল বলে মনে করছেন ব্যবসায়ীরা। দুর্গোৎসবের আগে শেষ রবিবারও ক্রেতার অভাব... বিশদ

দশভুজার আবাহনে
বরানগরে বনেদিয়ানা 

সায়ন্ত ভট্টাচার্য, বারাকপুর: দুর্গাপুজোর সঙ্গে বাংলার বনেদিয়ানা অক্ষরে অক্ষরে যুক্ত। জমিদারবাড়ির দালানে দুর্গাপুজোর আয়োজন এবং সেই উৎসব ঘিরে মেতে থাকতেন গ্রামের বাসিন্দারা। এখন বাংলায় সেরকম রাজবাড়ি গুটিকয়েকই রয়ে গিয়েছে।   বিশদ

ভার্চুয়ালেই শোরগোল
ফেলে দিল বড়িশা ক্লাব 

উদ্বোধনের পরই ভার্চুয়াল মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে বড়িশা ক্লাব। বেহালা সখেরবাজার চত্বরের অন্যতম পুজোয় প্রতিমা এবার অন্যরকম। মাতৃমূর্তি এখানে রক্তমাংসের মায়ের রূপ পেয়েছে। সার্বিকভাবে বলতে গেলে, পরিযায়ী শ্রমিক মা তার সন্তানদের নিয়ে বেরিয়েছেন অন্নসংস্থানের খোঁজে। লকডাউন এবং তার পরে বহু মানুষ প্রতিদিন দু’বেলা খেতে পাননি। সেই পরিস্থিতির নিরিখে চলতি বছরে বড়িশা ক্লাবের... বিশদ

ভিড় নিয়ন্ত্রণেই বাড়তি জোর, কাকদ্বীপ ও
ডায়মন্ডহারবারের পুজো এবার জৌলুসহীন 

সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: এক সময় থিমের পুজো করে কলকাতার পুজোগুলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিত তারা। করোনাকালে এবার এসব আর হচ্ছে না। কাকদ্বীপ এবং ডায়মন্ডহারবারের একাধিক পুজো কমিটি এবার ছোট করেই পুজো সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।   বিশদ

গাইঘাটার সীমান্তে ২১টি বিদেশি
কাকাতুয়া উদ্ধার করল বিএসএফ 

নিজস্ব প্রতিনিধি,বারাসত: স্বরূপনগরের পর গাইঘাটা সীমান্তে ফের বিদেশি পাখি উদ্ধার করল বিএসএফ। বুধবার রাতে জওয়ানরা দুই প্রজাতির ২১টি কাকাতুয়া উদ্ধার করেন। ওই পাখিগুলিকে বৃহস্পতিবার আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।   বিশদ

দড়ি হাতে ওঁরা আছেন বলেই
প্রতিমা পৌঁছে যাচ্ছে মণ্ডপে 

ওঁরা কুমোরটুলির আশপাশ চত্বরে এসে ভিড় জমিয়েছেন এক সপ্তাহ আগে। কেউ এসেছেন ক্যানিং, বাসন্তী, গোসাবা থেকে, কেউ বসিরহাট, সন্দেহখালি, দেগঙ্গা থেকে। বাঁশ, কাঠের বাটাম, পেল্লাই মোটা দড়ি দিয়ে প্রতিমা বেঁধে পৌঁছে দিচ্ছেন এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে। আবার কখনও লরি, ম্যাটাডোরে তুলে দিচ্ছেন প্রতিমা। করোনা আবহেও প্রতিমা তোলার ভালো বরাত পেয়ে মদন সাঁতরা... বিশদ

শোভনকে উপহার মমতার 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উপহার, পাল্টা উপহার! মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারদোৎসব উপলক্ষে উপহার পাঠিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে।   বিশদ

হয় ছেলেকে ফিরিয়ে দিক, নয়তো
কঠোর শাস্তি হোক বিমল গুরুংয়ের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমল গুরুং প্রকাশ্যে আসতেই রাজনৈতিক আলোচনা যেমন দীর্ঘায়িত হচ্ছে, তেমনই নিহত পুলিশকর্মী অমিতাভ মালিকের পরিবার সরাসরি দাবি করেছে তাঁর কঠোর শাস্তির।   বিশদ

শহরে সক্রিয় রেল টিকিটের
কালোবাজারি, গ্রেপ্তার দুই 

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আইআরসিটিসি আইডির সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছিল রেল মন্ত্রক। লক্ষ্য ছিল, টিকিট বুকিংয়ের কালোবাজারি বন্ধ করা।   বিশদ

Pages: 12345

একনজরে
নয়াদিল্লি: ভারতের অত্যাধুনিক অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নাগ-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হল বৃহস্পতিবার। রাজস্থানের পোখরান রেঞ্জে এদিন চূড়ান্ত পর্যায়ে ওই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়।  ...

 পুজো নয়, স্যানিটাইজেশনেই জোর দিচ্ছে চকভৃগু প্রগতি সঙ্ঘ। ছোট করে দুর্গাপুজোর আয়োজনের পাশাপাশি বালুরঘাট শহরের এই ক্লাবটি পুজোর দিনগুলিতে পাড়ায় পাড়ায় স্যানিটাইজেশনের কাজ করবে। ...

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পুজো মরশুমে ডেঙ্গুর দাপট সামাল দিতে পুজো মণ্ডপগুলিকেই নজরদারিতে রাখতে চাইছে রাজ্য পুরদপ্তর। রাজ্য নগর উন্নয়ন সংস্থা (সুডা) বুধবারই এ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। পুজোর মণ্ডপের জন্য কোথাও জল জমার সমস্যা হচ্ছে কি না, ভেতরে বা ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় এক বছর ভারত কোনও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেনি। করোনার কারণে বাতিল হয়েছে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ। ২০২১ সালের আগে ভারত কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলবে না।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের কোনও সুখবর আসতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা। গুপ্ত শত্রু থেকে সাবধান। নতুন কোনও প্রকল্পের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭০৭— ব্রিটেনের প্রথম পার্লামেন্টে অধিবেশন শুরু হল
১৯১৭—অক্টোবর বিপ্লবের ডাক দিলেন লেনিন
১৯২৯—নিউ ইয়র্ক শেয়ার বাজারে মহামন্দার সূচনা
১৯৪৪—দ্বিতীয় বিশ্বযুদ্ধ: হাঙ্গেরি প্রবেশ করল সোভিয়েতের লাল ফৌজ
২০০২—মস্কোর থিয়েটারে হানা দিয়ে প্রায় ৭০০ দর্শককে পণবন্দি করল চেচেন জঙ্গিরা
২০১২—সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৮৯ টাকা ৭৪.৬০ টাকা
পাউন্ড ৯৫.১২ টাকা ৯৮.৪৭ টাকা
ইউরো ৮৫.৭৬ টাকা ৮৮.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫২,০৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৯,৪১০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫০,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৩,০৩০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৩,১৩০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ কার্তিক, ১৪২৭, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, সপ্তমী ৩/১৩ দিবা ৬/৫৭। উত্তরাষাঢ়া নক্ষত্র ৪৯/২৯ রাত্রি ১/২৮। সূর্যোদয় ৫/৪০/১৮, সূর্যাস্ত ৫/১/৪৪। অমৃতযোগ দিবা ৬/২৫ মধ্যে পুনঃ ৭/১১ গতে ৯/২৭ মধ্যে পুনঃ ১২/৪৪ গতে ২/৪৬ মধ্যে পুনঃ ৩/৩১ গতে অস্তাবধি। রাত্রি ৫/৫৪ গতে ৯/১৫ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/৯ মধ্যে পুনঃ ৪/০ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩০ গতে ১১/২১ মধ্যে। পূর্বাহ্ন ৬/৫৭ মধ্যে শারদীয়া দুর্গাপুজোর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। 
৬ কার্তিক, ১৪২৭, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, সপ্তমী দিবা ১১/৫৭। পূর্বষাঢ়া নক্ষত্র দিবা ৬/৫১। সূর্যোদয় ৫/৪১, সূর্যাস্ত ৫/৩। অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২৩ গতে ৫/৩ মধ্যে এবং রাত্রি ৫/৪০ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে ও ৪/৭ গতে ৫/৪২ মধ্যে। বারবেলা ৮/৩২ গতে ১১/২২ মধ্যে। দিবা ৮/৩২ মধ্যে শারদীয়া দুর্গাপুজোর নবপত্রিকা প্রবেশ, স্থাপন। রাত্রি ১০/৫৮ গতে ১১/৪৬ মধ্যে দেবীর অর্ধরাত্রবিহিত পূজা। 
৫ রবিয়ল আউয়ল। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
শারদ শুভেচ্ছা ও ছুটি 
মহামারীর বিষাদ, আক্ষেপের সময়ে এই ধরিত্রীতে আপামর মানুষকে রক্ষা করতে ...বিশদ

05:00:00 AM

আজকের দিনটি কেমন যাবে? 
মেষ: সন্তানের কৃতিত্বে সুখলাভ। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। মিথুন: গৃহে অতিথির আগমন ...বিশদ

22-10-2020 - 04:29:40 PM

ইতিহাসে আজকের দিন 
১৯৫৪: কবি জীবনানন্দ দাশের মৃত্যু১৯৮৮: অভিনেত্রী পরিণীতি চোপড়ার জন্ম২০০৮: চিত্রশিল্পী ...বিশদ

22-10-2020 - 04:28:18 PM

 আইপিএল : রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে ৮ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ

22-10-2020 - 11:13:45 PM

 আইপিএল: সানরাইজার্স হায়দরাবাদ ১১৮/২ (১৫ ওভার)

22-10-2020 - 10:41:55 PM

 আইপিএল: সানরাইজার্স হায়দরাবাদ ৪০/২ (৫ ওভার)

22-10-2020 - 09:57:28 PM