Bartaman Patrika
কলকাতা
 

দুর্গাপুজোয় বৃষ্টির শঙ্কা, সাগরে
ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃষ্টিময় দুর্গাপুজো। উপগ্রহ চিত্রে আকাশের মেজাজ দেখে এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ সরে আসছে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের দিকে। ফলে আগামী দিন দুয়েক কয়েকটি জেলায় মেঘ-বৃষ্টির খেলা চলবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শক্তি আরও বাড়িয়ে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। শুক্রবার, মহাসপ্তমীর দিন সেটি উপকূল অতিক্রম করবে বলে ধারণা। ফলে বৃহস্পতিবার থেকেই মুখ ভার হবে আকাশের। এর প্রভাবে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভালো বৃষ্টি হবে। কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। তা ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার (সর্বোচ্চ ৬০ কিলোমিটার) গতিবেগে বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি ও নদীয়া জেলার কোথাও কোথাও শুক্রবার ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এই জেলাগুলিতেও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টি হলে কলকাতা, শহরতলি ও উপকূলবর্তী তিন জেলার কোনও কোনও এলাকা জলমগ্ন হতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে নদ-নদীতে জল বাড়লেও পুজোর যে আনন্দে ভাটা পড়বে, এব্যাপারে কোনও সন্দেহ নেই।
পুজো উপলক্ষে জারি করা বিশেষ পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় আজ মহাষষ্ঠীর দিন কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। মহাসপ্তমীর দিন কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহাষ্টমীর দিন হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির হতে পারে। হাল্কা বৃষ্টির সম্ভাবনা নবমীর দিনেও।
নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে। তাই আগামীকাল থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, বকখালি, সাগরদ্বীপ প্রভৃতি জায়গায় পর্যটকদের সমুদ্রে না নামার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শুক্র ও শনিবার সুন্দরবন এলাকায় ফেরি পরিষেবা বন্ধ রাখতেও পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথা কয়েকদিন আগেই জানিয়েছিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। মধ্য বঙ্গোপসাগরে মঙ্গলবার নিম্নচাপটি তৈরি হয়। প্রাথমিকভাবে এর অভিমুখ ছিল অন্ধ্র-ওড়িশা উপকূল। বুধবার এটি শক্তি কিছুটা বাড়িয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। নিম্নচাপটি অভিমুখ পরিবর্তন করে ক্রমশ উত্তর ও উত্তর-পূর্বে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে। 
22nd  October, 2020
মণ্ডপে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
বন্ধের নির্দেশ মহকুমাশাসকের 

সংবাদদাতা, বারুইপুর: হাইকোর্টের নির্দেশ না মেনেই পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ বাঁধা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে বারুইপুর মহকুমাশাসক দেবারতি সরকার বারুইপুর নতুনপাড়া সর্বজনীনের পুজো মণ্ডপে পরিদর্শনে গিয়ে উদ্যোক্তাদের সেই সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন।   বিশদ

ধৃত সুজাতের বাড়ির গোপন
কুঠুরিতে চলত অস্ত্র কারখানা 

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাড়ির ভিতর গোপন কুঠুরি বানানো হয়েছিল। সেখানেই চলছিল বেআইনি অস্ত্র তৈরি। শ্রীরামপুরের সুজাত গোস্বামীর বাড়িতে হানা দিয়ে এমন চোরাকুঠুরি ও তাতে অস্ত্র কারখানা দেখে যারপরনাই বিস্মিত পুলিস কর্তারা। বুধবার সেখান থেকে কিছু অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম সহ বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিস। চন্দননগর কমিশনারেটের কর্তাদের মতে, একটি চক্র এই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। বিশদ

22nd  October, 2020
দীঘা ছাড়াও পুজোয় বাঙালির
টান এবার অফ বিট গন্তব্যেও 

সৌম্য নিয়োগী, কলকাতা: ‘এই শহর থেকে আরও অনেক দূরে...।’ পুজো এলেই আম বাঙালির মনে গুনগুনিয়ে ওঠেন মান্না দে। শুরু হয় তল্পিতল্পা গুটানো। গন্তব্য পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে মরুভূমি। ফি বছর পরিচিতদের ভুরু নাচানো প্রশ্নবাণ আসে, ‘কী? পুজোয় এবার কোথায় যাচ্ছেন?’ এই করোনাকালে হঠাৎ হারিয়ে গিয়েছে প্রশ্নটা। কিন্তু বাঙালি অকুতোভয়। শহর থেকে অনেক দূরে না হলেও পুজোর ছুটিটা কাজে লাগানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
বিশদ

22nd  October, 2020
ত্রিধারা, হিন্দুস্থান পার্ক ও দেশপ্রিয়তে
উৎসব পরের বছর, এবার শুধু পুজো 

রাহুল চক্রবর্তী, কলকাতা: গড়িয়াহাট মোড়ে নেমে যে রাস্তাই ধরবেন, তা মিশবে কোনও না কোনও বড় পুজোয়। কোন পুজো আগে দেখতে যাবেন, সেই লিস্ট নিয়ে গত বছরেও কাটাছেঁড়া করেছেন গোসাবা থেকে গাইঘাটার দর্শনার্থীরা। কিন্তু এবার খোদ পুজো কমিটিই বলছে, পারলে বাড়িতে বসে অনলাইনে পুজো দেখুন। বিশদ

22nd  October, 2020
ইটে সপরিবারে মহিষাসুরমর্দিনী খোদাই
করে তাক লাগালেন গয়েশপুরের তপন 

সায়ন্ত ভট্টাচার্য, কল্যাণী: প্রতি বছর এই সময়ে থাকে অসম্ভব ব্যস্ততা। দুর্গা প্রতিমার চাহিদা মেটাতে গিয়ে খাওয়ার সময়ও থাকে না বললেই চলে। সাধারণত এই প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়া হয় পুজোর জন্য না, প্রদর্শনীর জন্য।   বিশদ

22nd  October, 2020
বিধি মানতে অঞ্জলির নানা ব্যবস্থা,
উপায় থাকল না শুধু সিঁদুর খেলার 

অর্ক দে, কলকাতা: করোনার দাপটে বিধি বাম। তাই এবার অষ্টমীতে সকাল সকাল নতুন শাড়ি, কিংবা ধোপদুরস্ত পাজামা-পাঞ্জাবির ঢল নামার আশা অতি অবাস্তববাদীও দেখছেন না। তা বলে কি অঞ্জলি দেব না? হাইকোর্টের কড়া নির্দেশনামার পর এই একটাই প্রশ্ন এখন ছোট-বড় সব মণ্ডপেরই আশপাশে ঘুরে বেড়াচ্ছে। দর্শনার্থীশূন্য মণ্ডপ।   বিশদ

22nd  October, 2020
পাচারের আগেই বসিরহাট সীমান্তে
উদ্ধার বিপুল সংখ্যক বিদেশি পাখি 

নিজস্ব প্রতিনিধি, বারাসত: চোরাচালানের আগে বসিরহাট সীমান্ত থেকে বিপুল পরিমাণ লরিকিট পাখি উদ্ধার করেছে বিএসএফ। উদ্ধার হয়েছে রংবেরঙের ৫৪টি পাখি। বুধবার সকালে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের হাতে পাখিগুলি তুলে দেওয়া হয়েছে।   বিশদ

22nd  October, 2020
গমগমে আওয়াজ উধাও,
শিয়ালদহে হাতেগোনা ঢাকি 

মোটামুটি শিয়ালদহ স্টেশন সংলগ্ন বিদ্যাপতি সেতু থেকেই শোনা যায় ঢাকের বাদ্য। পা ফেলার জো থাকে না। ক্যামেরার শাটারের অহরহ ক্লিক, বারবার ‘বাবু’দের আব্দারে ঢাক বাজিয়ে মহড়া, বায়না নিয়ে অর্থের বায়নাক্কা, দর কষাকষি। তারপর শেষমেশ কারও কপালে শিকে ছেঁড়ে, কোনও দল আবার পুজো জোগাড় করতে না-পেরে একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফেরে। অন্যান্য বছর এই সময় গমগম করে শিয়ালদহ স্টেশন চত্বর। ঢাকের আওয়াজ, পায়ের তাল, আগমনি সুর, সব মিলিয়ে হই হই ব্যাপার। বিশদ

22nd  October, 2020
টাকিতে এবার হবে না
দুই বাংলার বিসর্জন 

করোনা কত কিছু কেড়ে নিল। এবার কেড়ে নিল ইছামতীর বুকে দুই বাংলার প্রতিমা বিসর্জনও। করোনার জেরে ইছামতী নদীতে এবার প্রতিমা বিসর্জন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল টাকি পুরসভা। প্রতিবার একদিনের জন্য দুই বাংলা যেভাবে একাকার হয়ে যায় নদীবক্ষে তা আর এবার হচ্ছে না। দেশ-বিদেশ থেকে বহু পর্যটক বিসর্জন দেখতে ভিড় জমান প্রতিবছর। বিশদ

22nd  October, 2020
হিঙ্গলগঞ্জে দুর্ঘটনায় অর্জুন সিংয়ের কনভয়,
গাড়ি উল্টে জখম ৪ সিআইএসএফ জওয়ান 

নিজস্ব প্রতিনিধি,বারাসত: হিঙ্গলগঞ্জে খুন হওয়া দলীয় কর্মীর বাড়ি যাওয়ার পথে বুধবার সাংসদ অর্জুন সিংয়ের কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। মিনাখাঁর বাসন্তী হাইওয়ের উপর এই দুর্ঘটনায় তিনজন সিআইএসএফ জওয়ান জখম হন।  বিশদ

22nd  October, 2020
সুন্দরবন, বকখালির হোটেলগুলিতে পুজোর
মধ্যেও বুকিং নেই, মাথায় হাত ব্যবসায়ীদের 

করোনার জেরে পুজোর ভরা মরশুমেও খাঁ খাঁ করছে বিভিন্ন পর্যটনকেন্দ্র। সুন্দরবন থেকে বকখালির মতো উইকএন্ড ডেস্টিনেশনগুলি থেকে কার্যত মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। ফলে মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের। অন্যান্য বছর যেখানে হোটেল বুকিংয়ের চাহিদা থাকে তুঙ্গে, এবার সেরকম কোনও পরিস্থিতি তৈরি হয়নি বলে তাঁদের আক্ষেপ। বকখালিতে কয়েকটি হোটেলের...  বিশদ

22nd  October, 2020
উৎসব পালন হোক দায়িত্ববান
হয়ে, পুজোয় বার্তা ইউনিসেফের 

সায়ন নস্কর, কলকাতা: করোনার বিপদ এখনও কাটেনি। কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে ধর্মীয় উৎসব বন্ধ নেই। পশ্চিমবঙ্গেও পালিত হচ্ছে দুর্গাপুজো। এই সঙ্কটময় পরিস্থিতিতে ধর্মীয় উপাসনা, অনুষ্ঠান, উৎসব পালনে আরও বেশি দায়িত্ববান হওয়ার উপরে জোর দিল ইউনিসেফ।   বিশদ

22nd  October, 2020
আর জি কর থেকে শিশু নিখোঁজ,
হদিশ পেতে সিট গড়ল হাইকোর্ট 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাবুন মণ্ডলের সদ্যোজাত সন্তানের খোঁজ পেতে ডিআইজি, সিআইডি ডঃ প্রণব কুমার এবং এন আর এস মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ সৌরভ চট্টোপাধ্যায়কে নিয়ে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল কলকাতা হাইকোর্ট।  বিশদ

22nd  October, 2020
যাদবপুরের টিবি হাসপাতাল ১৩০টি নতুন কোভিড বেড
উপসর্গ থাকলে বাড়িতে নয়, সেফ হোমে 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা রোগীদের চিকিৎসায় যাদবপুরের কেএস রায় টিবি হাসপাতালকে ১৩০ শয্যার কোভিড হাসপাতাল করার পরিকল্পনা নিল রাজ্য সরকার। করোনা চিকিৎসায় আরও ২০০ ডাক্তার ও ১৫০০ নার্স নিয়োগ শুরু করছে রাজ্য।  বিশদ

22nd  October, 2020

Pages: 12345

একনজরে
 একা করোনাতেই রক্ষা নেই। তার উপর দোসর হয়েছে নিম্নচাপ। মহাষষ্ঠীর সকাল থেকেই নীল আকাশ ঢেকে গিয়েছে কালো মেঘে। তবে, সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি নামেনি। ...

নয়াদিল্লি: ভারতের অত্যাধুনিক অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নাগ-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হল বৃহস্পতিবার। রাজস্থানের পোখরান রেঞ্জে এদিন চূড়ান্ত পর্যায়ে ওই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়।  ...

 পুজো নয়, স্যানিটাইজেশনেই জোর দিচ্ছে চকভৃগু প্রগতি সঙ্ঘ। ছোট করে দুর্গাপুজোর আয়োজনের পাশাপাশি বালুরঘাট শহরের এই ক্লাবটি পুজোর দিনগুলিতে পাড়ায় পাড়ায় স্যানিটাইজেশনের কাজ করবে। ...

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পুজো মরশুমে ডেঙ্গুর দাপট সামাল দিতে পুজো মণ্ডপগুলিকেই নজরদারিতে রাখতে চাইছে রাজ্য পুরদপ্তর। রাজ্য নগর উন্নয়ন সংস্থা (সুডা) বুধবারই এ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। পুজোর মণ্ডপের জন্য কোথাও জল জমার সমস্যা হচ্ছে কি না, ভেতরে বা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের কোনও সুখবর আসতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা। গুপ্ত শত্রু থেকে সাবধান। নতুন কোনও প্রকল্পের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭০৭— ব্রিটেনের প্রথম পার্লামেন্টে অধিবেশন শুরু হল
১৯১৭—অক্টোবর বিপ্লবের ডাক দিলেন লেনিন
১৯২৯—নিউ ইয়র্ক শেয়ার বাজারে মহামন্দার সূচনা
১৯৪৪—দ্বিতীয় বিশ্বযুদ্ধ: হাঙ্গেরি প্রবেশ করল সোভিয়েতের লাল ফৌজ
২০০২—মস্কোর থিয়েটারে হানা দিয়ে প্রায় ৭০০ দর্শককে পণবন্দি করল চেচেন জঙ্গিরা
২০১২—সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৮৯ টাকা ৭৪.৬০ টাকা
পাউন্ড ৯৫.১২ টাকা ৯৮.৪৭ টাকা
ইউরো ৮৫.৭৬ টাকা ৮৮.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫২,০৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৯,৪১০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫০,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৩,০৩০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৩,১৩০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ কার্তিক, ১৪২৭, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, সপ্তমী ৩/১৩ দিবা ৬/৫৭। উত্তরাষাঢ়া নক্ষত্র ৪৯/২৯ রাত্রি ১/২৮। সূর্যোদয় ৫/৪০/১৮, সূর্যাস্ত ৫/১/৪৪। অমৃতযোগ দিবা ৬/২৫ মধ্যে পুনঃ ৭/১১ গতে ৯/২৭ মধ্যে পুনঃ ১২/৪৪ গতে ২/৪৬ মধ্যে পুনঃ ৩/৩১ গতে অস্তাবধি। রাত্রি ৫/৫৪ গতে ৯/১৫ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/৯ মধ্যে পুনঃ ৪/০ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩০ গতে ১১/২১ মধ্যে। পূর্বাহ্ন ৬/৫৭ মধ্যে শারদীয়া দুর্গাপুজোর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। 
৬ কার্তিক, ১৪২৭, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, সপ্তমী দিবা ১১/৫৭। পূর্বষাঢ়া নক্ষত্র দিবা ৬/৫১। সূর্যোদয় ৫/৪১, সূর্যাস্ত ৫/৩। অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২৩ গতে ৫/৩ মধ্যে এবং রাত্রি ৫/৪০ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে ও ৪/৭ গতে ৫/৪২ মধ্যে। বারবেলা ৮/৩২ গতে ১১/২২ মধ্যে। দিবা ৮/৩২ মধ্যে শারদীয়া দুর্গাপুজোর নবপত্রিকা প্রবেশ, স্থাপন। রাত্রি ১০/৫৮ গতে ১১/৪৬ মধ্যে দেবীর অর্ধরাত্রবিহিত পূজা। 
৫ রবিয়ল আউয়ল। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
শারদ শুভেচ্ছা ও ছুটি 
মহামারীর বিষাদ, আক্ষেপের সময়ে এই ধরিত্রীতে আপামর মানুষকে রক্ষা করতে ...বিশদ

05:00:00 AM

আজকের দিনটি কেমন যাবে? 
মেষ: সন্তানের কৃতিত্বে সুখলাভ। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। মিথুন: গৃহে অতিথির আগমন ...বিশদ

22-10-2020 - 04:29:40 PM

ইতিহাসে আজকের দিন 
১৯৫৪: কবি জীবনানন্দ দাশের মৃত্যু১৯৮৮: অভিনেত্রী পরিণীতি চোপড়ার জন্ম২০০৮: চিত্রশিল্পী ...বিশদ

22-10-2020 - 04:28:18 PM

 আইপিএল : রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে ৮ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ

22-10-2020 - 11:13:45 PM

 আইপিএল: সানরাইজার্স হায়দরাবাদ ১১৮/২ (১৫ ওভার)

22-10-2020 - 10:41:55 PM

 আইপিএল: সানরাইজার্স হায়দরাবাদ ৪০/২ (৫ ওভার)

22-10-2020 - 09:57:28 PM