ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ... বিশদ
অভিযোগকারী পাবড়া গ্রামের ঠিকাদার বিশ্বজিৎ শিকদার বলেন, কয়েকদিন আগে হঠাৎ একটি অচেনা নম্বর থেকে আমাকে ফোন করা হয়। সে নিজেকে পিএইচই দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেয়। সে জানায়, পাড়ার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তাই সে আমাকে পাইপ লাইনের কাজ দিতে চায়। প্রতারকের কথায় আমি বিশ্বাস করে ফেলি। কারণ বিধায়ক আমার এলাকার ছেলে এবং আমার বন্ধুর মতো। তাই কোনও কিছু খেয়াল না করে প্রতারকের কথায় বিশ্বাস করে ৪ এবং ৫ নভেম্বর তিন দফায় একটি অ্যাকাউন্টে ১ লক্ষ ৩৬ হাজার ৫০০ টাকা দিই। পরে বিষয়টি বিধায়ককে জানাই। কিন্তু, বিধায়ক জানান তিনি তো কাউকে আমার ফোন নম্বর দেননি। বিধায়ক আমাকে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করতে বলেন। তিনি নিজেও পুলিসকে বিষয়টি নিয়ে কথা বলেন।
বিধায়ক বলেন, বিশ্বজিতের কথা শোনার পরেই আমি হতবাক হয়ে যাই। তাই আমি ওকে থানায় অভিযোগ জানানোর জন্য বলি। রাজ্যে নানাভাবে মানুষ প্রতারণার শিকার হচ্ছে। তবে এভাবে প্রতারণা করা হবে ভাবতেই পারছি না। পুলিস তদন্ত করে দোষীদের খুঁজে বের করুক।