মুম্বই, ২৬ সেপ্টেম্বর (পিটিআই): এবার বিমানে মিলবে ‘ইন-ফ্লাইট কানেক্টিভিটি’-র সুবিধা। সৌজন্যে জিও। এতদিন পর্যন্ত বিমানে সফররত অবস্থায় ইন-ফ্লাইট ওয়াইফাইয়ের উপরই নির্ভর করতে হত। এবার থেকে একদিনের বৈধতায় ৪৯৯ টাকা খরচ করে ইন-ফ্লাইট কানেক্টিভিটির সুবিধা নিতে পারবেন জিও ইউজাররা। কিন্তু বিমানে ওঠার আগে কী ভাবে চালু করা যাবে পরিষেবা! সংস্থা সূত্রে খবর, বিমানে ওঠার আগেই নির্দিষ্ট মূল্যের প্যাকগুলির কোনও একটি রিচার্জ করতে হবে। তারপর বিমান মাটি থেকে প্রায় ২০ হাজার ফুট উচ্চতায় উঠলে গ্রাহকের ফোন আপনা থেকেই অ্যারোমোবাইল রোমিং নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তখন প্যাকের সমস্ত সুবিধা উপভোগ করতে পারবেন সফররত ওই যাত্রী। কয়েকদিন আগেই জিও পোস্টপেড গ্রাহকদের জন্য প্ল্যান ঘোষণা করার সময় এই অভিনব অফারের বিষয়ে জানিয়েছিল সংস্থা। জানা গিয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক রুটে এই ইন-ফ্লাইট পরিষেবা দিতে উদ্যোগী হয়েছে জিও। তার জন্য ইতিমধ্যেই বিশ্বের ২২টি বিমানসংস্থার সঙ্গে গাটছড়াও বেঁধে ফেলেছেন তাঁরা। এই বিমান সংস্থাগুলির তালিকায় রয়েছে, এয়ার লিঙ্গাস, এয়ার সাইবেরিয়া, আলইটালিয়া, এশিয়ানা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ, ক্যাথে প্যাসিফিক, ইজিপ্ট এয়ার, এমিরেটস, ইউরো উইংস, ইভা এয়ার, কুয়েত এয়ারওয়েজ, মালয়েশিয়ান এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স। তবে নির্দিষ্ট রুট অনুযায়ীই মিলবে ইন-ফ্লাইট কানেক্টিভিটি। আন্তর্জাতিক ফ্লাইটে চড়ার পর নির্দিষ্ট টাকার বিনিময়ে জিওর প্রিপেড বা পোস্টপেড গ্রাহকরা এই সুবিধা ভোগ করতে পারবেন। সংস্থার ডিরেক্টর আকাশ আম্বানির দাবি, প্রথম ভারতীয় সংস্থা হিসেবে আন্তর্জাতিক বিমানে মোবাইল পরিষেবা চালু করতে চলেছে জিও। এই পরিষেবা দিতে পেরে আমরা গর্বিত।
জিও-র পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত তিনটি প্যাক লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৪৯৯ টাকায় ২৫০ এমবি ডেটা, ১০০ মিনিট আউট গোয়িং কল ও ১০০টি এসএমএসের সুবিধা পাওয়া যাবে। ৬৯৯ টাকায় মিলবে ৫০০ এমবি ডেটা, ১০০ মিনিট আউটগোয়িং কল ও ১০০টি এসএমএসের সুবিধা। ৯৯৯ টাকায় আপনি ১ জিবি ডেটা, ১০০ মিনিট আউটগোয়িং কল ও ১০০টি এসএমএসের সুবিধা পাওয়া যাবে। সব প্ল্যানের ক্ষেত্রেই বৈধতা একদিনের। চুক্তিবদ্ধ সমস্ত এয়ারলাইন্সেই এসএমএস ও ডেটা পরিষেবা পাওয়া যাবে। তবে ভয়েস কলের সুবিধা বর্তমানে নির্দিষ্ট কয়েকটি এয়ারলাইন্সেই চালু করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। তবে প্রয়োজনে বিমানের কেবিন ক্রুরা এই সার্ভিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এমনকী, প্রয়োজনে তা বন্ধও করে দেওয়া যাবে। কিন্তু যাত্রীরা যদি কানেক্টিং ফ্লাইট নেন তাহলে উপায় কী? জানা গিয়েছে, সেই যাত্রী যদি একের বেশি বিমানে যাত্রা করেন এবং সেই বিমানটি যদি একই সংস্থার হয় তাহলে এক দিনের টাকাই চার্জ করা হবে। আর যদি অন্য সংস্থার বিমান হয় তাহলে ইন-ফ্লাইট কানেক্টিভিটির জন্য দু'দিনের টাকা চার্জ করা হবে।