বিদ্যার্থীদের উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। ব্যবসাতে যুক্ত ... বিশদ
করোনা মহামারীর সঙ্কটজনক পরিস্থিতিতে আমেথিবাসীর পাশে নেই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। গত দু’বছরের মধ্যে দু’দিন মাত্র কয়েক ঘণ্টার জন্য নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছিলেন তিনি। দাবি মহিলা কংগ্রেসের। ট্যুইটারেই এই অভিযোগের জবাব দিয়ে স্মৃতি ইরানি বলেছেন, গত কয়েকদিনে ২২ হাজার ১৫০ জন আমেথির বাসিন্দা বাসে ফিরেছেন। পাশাপাশি, ট্রেনে ফিরেছেন ৮ হাজার ৩২২ জন। এঁদের প্রত্যেকের নাম-ঠিকানা আমি বলে দিতে পারি। সোনিয়াজি কি রায়বেরিলির পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে কোনও তথ্য দিতে পারবেন? একইসঙ্গে কেন তিনি লকডাউন পর্বে একবারও আমেথি যাননি, তার ব্যাখ্যাও দিয়েছেন স্মৃতি। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, কোনও ভুল উদাহরণ তৈরি করতে চাইনি। মন্ত্রীরা যদি লকডাউন নিয়ম ভাঙে, তাহলে দেশবাসীর কাছে ভুল বার্তা যাবে। কংগ্রেসে চাইছে, আমি নিয়ম ভেঙে সাধারণ মানুষকে বাড়ি থেকে বেরনোর জন্য উৎসাহিত করি। আপনারা মানুষের জীবন নিয়ে খেলা করছেন। সোনিয়া গান্ধীর উদ্দেশে তিনি বলেন, আপনি আমেথিকে ভালোবাসেন না। আমি আমেথিবাসীর মঙ্গল চাই। আপনি ট্যুইটারে খেলা করছেন।
স্মৃতি ইরানির আগে ভোপালের এমপি প্রজ্ঞা ঠাকুরের নামেও ‘নিখোঁজ’ পোস্টার পড়েছিল।