কর্মরতদের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা ও ব্যবহারে সংযত থাকা দরকার। ... বিশদ
বার্সেলোনা, ২০ জানুয়ারি: নতুন কোচ কিকে সেতিয়েনের প্রশিক্ষণে প্রথম ম্যাচে জয় পেল বার্সেলোনা। রবিবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গ্রানাডার বিরুদ্ধে জয়সূচক গোলটি লিও মেসিরই। ম্যাচে প্রায় ৮৭ শতাংশ বল পজেশন রাখলেও ন্যূনতম ব্যবধানে জিততে হল কাতালন ক্লাবটিকে। তবে এই জয়ের সুবাদে ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে ফের বার্সেলোনা।
আর্নেস্তো ভালভার্দে চলে যাওয়ার পর সেতিয়েনের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল ক্লাব ম্যানেজমেন্ট। ফুটবলারদের মাধ্যমে তিনি চেষ্টা করেছেন আক্রমণাত্মক ফুটবল মেলে ধরতে। তবে লুই সুয়ারেজের অনুপস্থিতি চোখে পড়েছে বিশেষজ্ঞদের। নতুন কোচ এদিন আপফ্রন্টে মেসি ও গ্রিজম্যানের সঙ্গে ব্যবহার করেন প্রতিশ্রুতিসম্পন্ন আনসুমানা ফাতিকে। মাঝমাঠে ইভান র্যাকিটিচ, সের্গিও বুস্কেতস, আর্তুরো ভিদালদের উপর ভরসা রেখেছিলেন সেতিয়েন। ম্যাচের শুরু থেকে আক্রমণের ঝড় বইয়ে দিলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। মেসি-ফাতিরা একাধিক সুযোগ নষ্ট করেছেন। এছাড়া গ্রানাডার ফুটবলাররা রাফ ফুটবল খেলায় অঙ্কুরে বিনষ্ট হয়েছে বার্সেলোনার বেশ কয়েকটি আক্রমণ। ১১ মিনিটে মেসির পাস থেকে অবশ্যই গোল করা উচিত ছিল ফাতির। কিন্তু তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের পর কোচ সেতিয়েন বলেছেন, ‘পরিণত হয়ে ওঠার জন্য ফাতিকে সময় দিতে হবে। আর তারজন্যই ওকে এদিন শুরু থেকে ব্যবহার করেছি। চোটের জন্য লুই সুয়ারেজ নেই। তাই মেসি ও গ্রিজম্যানের সঙ্গে ওকে দ্রুত মানিয়ে নিতে হবে।’ প্রথমার্ধে জর্ডি আলবা ও সের্গি রবার্তো বারবার ওভারল্যাপে উঠে বিপক্ষ ডিফেন্ডারদের ব্যস্ত রেখেছিলেন। কিন্তু গ্রিজম্যান এই ম্যাচেও নিষ্প্রভ।
বিরতির পরেও ম্যাচের গতি প্রকৃতিতে তেমন বদল আসেনি। ব্যক্তিগত নৈপুণ্যে বারবার মেসি ভাঙার চেষ্টা করেছেন গ্রানাডার রক্ষণ। কিন্তু কাঙ্ক্ষিত সাপোর্টিং প্লে’র অভাব ছিল সুস্পষ্ট। উল্লেখ্য, এই ম্যাচে মেসির নেওয়া সবক’টি ফ্রি-কিকই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ৬৭ মিনিটে দুরন্ত প্রতি-আক্রমণ থেকে গোল প্রায় করে ফেলেছিল গ্রানাডা। এটেকির নেওয়া শট বার্সা দুর্গপ্রহরী মার্ক আন্দ্রে টার স্টেগেনকে হার মানিয়ে পোস্টের ধাক্কা খায়। এই ম্যাচে স্যামুয়েল উমতিতিকে পাশে নিয়ে রক্ষণকে নেতৃত্ব দিয়েছেন জেরার্ড পিকে। ৬৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গ্রানাডার জার্মান স্যাঞ্চেজ। এরপরেই আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ কাজে লাগায় সেতিয়েন-ব্রিগেড। ৭৬ মিনিটে ভিদালের পাস থেকে ডান পায়ের শটে জাল কাঁপান মেসি (১-০)। বলা বাহুল্য, নতুন কোচকে এই জয় উপহার দিয়েছেন আর্জেন্তাইন মহাতারকাটি। ম্যাচের পর সেতিয়েন বলেন, ‘দল পরিকল্পনামাফিক খেলেছে। আমার গেম প্ল্যান রূপায়িত করতে মেসিদের কোনও সমস্যা হয়নি। গ্রানাডাকে হারিয়ে তিন পয়েন্ট পেয়েছি। এবার এই জয়ের ধারা বজায় রাখতে হবে। লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, দু’টি প্রতিযোগিতাতেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে চাই।’