কর্মরতদের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা ও ব্যবহারে সংযত থাকা দরকার। ... বিশদ
জানা গিয়েছে ফুটবল ম্যাচটি শুরু হওয়ার ঠিক আগেই ভেঙে পড়ে স্টেডিয়ামের অস্থায়ী গ্যালারি। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০ জন দর্শক। তবে তাঁদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয় বলে খবর। আহতদের অধিকাংশকে স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের কয়েকজনকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গত ২৯ ডিসেম্বর মালাপ্পুরম জেলার পেরিনতালমান্নাতে অল ইন্ডিয়া সেভেনস টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক তরুণ ফুটবলার আর ধনরঞ্জনের। তাঁর পরিবারকে আর্থিক সাহায্যের উদ্দেশেই গতকাল এই ম্যাচটি আয়োজন করা হয়েছিল। কিন্তু, ম্যাচ শুরুর আগেই বিপত্তি। হঠাৎই ধসে পড়ে স্টেডিয়ামের অস্থায়ী গ্যালারিটি। সে সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রাক্তন দুই ভারতীয় ফুটবলার আই এম বিজায়ন ও বাইচুং ভুটিয়া । তবে, তাঁদের কোনও চোট-আঘাত লাগেনি। তাঁরা সুরক্ষিতই রয়েছেন। পালাকাডের মন্ত্রী ভি কে শ্রীকান্দন জানান, ঠিক ম্যাচ শুরুর আগেই এই দু্র্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী , কেউই গুরুতর আহত হননি । আহতদের সাহায্যের জন্য পুলিস-ভলেন্টিয়ার সবাই দ্রুত এগিয়ে এসে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে।