Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 
 

বিশ্ব পরিবেশ দিবসে কোলাঘাটে রূপনারায়ণ নদীর তীরে সবুজায়নে সচেতনতার বার্তা। -নিজস্ব চিত্র 

উম-পুনের তাণ্ডবে কয়েকশো পুরনো গাছ ভেঙে পড়ায় শ্রী হারিয়েছে মহিষাদল রাজবাড়ি 

সংবাদদাতা, হলদিয়া: উম-পুনের তাণ্ডবে কয়েকশো পুরনো গাছ ভেঙে ও উপড়ে যাওয়ায় শ্রীহীন হয়ে পড়েছে পর্যটনকেন্দ্র মহিষাদল রাজবাড়ি। বিধ্বংসী ঝড়ে সম্পূর্ণ তছনছ হয়ে গিয়েছে শতবর্ষ প্রাচীন রাজবাড়ির আমবাগান, সুদীর্ঘ পাম সরণি, বিদেশি নানা ধরনের গাছের সম্ভার, মন্দির চত্বরের পঞ্চবটি বাগান। মহিষাদলের পুরনো রাজবাড়ি রঙ্গীবসান প্যালেস ও নতুন ফুলবাগ প্যালেসের মূল আকর্ষণ ছায়াঘেরা সবুজবীথি কার্যত উধাও। গাছ সরানো নিয়ে টানাপোড়েন চলায় ঝড়ের দু’সপ্তাহ পরেও রাজবাড়ি চত্বরজুড়ে ছড়িয়ে রয়েছে উপড়ে পড়া বড় বড় গাছ। চারিদিকে ধ্বংসলীলার ছবি। 
রাজপরিবারের সদস্য হরপ্রসাদ গর্গ বলেন, ঝড়ে রাজবাড়ির তেমন কোনও ক্ষতি না হলেও প্রচুর গাছ নষ্ট হয়েছে। একশো বছরের বেশি পুরনো পামগাছের সারি ছিল রাজরাড়ির সৌন্দর্য। বেশির ভাগ গাছই ঝড়ে ভেঙে গিয়েছে বা উপড়ে পড়ছে। ফুলবাগ প্রাসাদের সামনে রাজা সতীপ্রসাদ গর্গের মূর্তি ঝড়ে ভেঙে পড়েছে। গাছ পড়ে ঐতিহ্যবাহী দুর্গামণ্ডপের ক্ষতি হয়েছে। রাজবাড়ির পর্যটন কেন্দ্রের সৌন্দর্য ফেরাতে সবাইকে দায়িত্ব নেওয়ার আবেদন জানান হরপ্রসাদবাবু।  রাজবাড়ির কর্মচারী স্বপন চক্রবর্তী বলেন, রাজবাড়ির কুলদেবতা মদনগোপালজিউর মন্দির প্রাঙ্গণে একটি পঞ্চবটি বাগান ছিল। প্রায় দু’শো বছরের পুরনো বট, অশ্বত্থ, বেল, অশোক ও আমলকী, পাঁচটি গাছের সমাহারে একটি বিশাল ছায়াঘেরা বনবীথি ছিল। কয়েকটি গাছ মরে গেলেও বট ও অশ্বত্থ গাছটি বহু বিপর্যয় সামলে দিয়েছে দশকের পর দশক ধরে। এবারের ঝড়ে সেই পঞ্চবটি উপড়ে পড়ায় সকলেরই মন খারাপ। 
মহিষাদলের উদ্যোগপতি দেবাশিস মাইতি, চিকিৎসক নীলাঞ্জন চক্রবর্তী, স্থানীয় বাসিন্দা সন্দীপ গুড়িয়া বলেন, ঝড়ের পর আর রাজবাড়ির বাগানের দিকে তাকানো যাচ্ছে না। আমবাগান বা পামের বীথি স্থানীয়দের কাছে শুধু নয়, পর্যটকদেরও খুবই প্রিয়। রাজবাড়িকে ঘিরে সিনেমার শ্যুটিংয়ে এই বাগানগুলির বহু স্মৃতি রয়েছে। দশকের পর দশক ধরে এখানে সাহিত্যিক জলধর সেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মতো সাহিত্য ও সংস্কৃতি জগতের বহু নামী ব্যক্তিত্ব এসেছেন। হিন্দি সাহিত্যের প্রখ্যাত কবি নিরালার স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে। ঝড়ের তাণ্ডবে মুহূর্তে সেই ইতিহাস লোপাট হয়ে গেল। 
মহিষাদল ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গেঁওখালি ত্রিবেণী নদী সঙ্গম, বাঙালি পর্তুগিজ গ্রাম ও মহিষাদল রাজবাড়িকে ঘিরে সার্কিট ট্যুরিজমের পরিকল্পনা করেছে রাজ্য পর্যটন দপ্তর ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। রাজবাড়ির অধিগৃহীত কয়েক একর জমি হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ কিছুদিন আগে পর্যটন দপ্তরকে হস্তান্তর করে। এখানে পর্যটনের উন্নয়নে কয়েক কোটি টাকাও দেয় হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ। দু’শো বছরের পুরনো রাজবাড়ি রঙ্গীবসান প্যালেসকে হেরিটেজ ঘোষণা করে এর মেরামতির জন্য ৬ কোটি টাকা বরাদ্দ করা হয়। তবে নতুন রাজবাড়ি ফুলবাগ প্যালেস সহ রাজবাড়ির জমির একাংশ রাজপরিবারের হাতেই রয়েছে। 
মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক চক্রবর্তী বলেন, উম-পুনের ক্ষতিপূরণ দেওয়া এবং বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হলেই কিছুদিনের মধ্যে রাজবাড়ি চত্বর পরিষ্কার করা হবে। মহিষাদলের গর্বের পর্যটনের জায়গা বিধ্বস্ত হয়ে গিয়েছে। প্রশাসন দ্রুত এর পুনর্গঠনের উদ্যোগ নেবে। রাজবাড়ি চত্বর সবুজায়নে এগিয়ে এসেছে স্থানীয় ছাত্র সমন্বয় ও মহিষাদলের মাইগ্রেন্ট ওয়ার্কার্স সলিডারিটি নেটওয়ার্ক নামে দুই সংগঠন। ছাত্র সমন্বয়ের পক্ষে শ্যামসুন্দর সামন্ত ও বিক্রম চট্টোপাধ্যায় বলেন, রাজবাড়ি প্রাঙ্গণে ছাতিম, বট, বকুল গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
 
মিলছে না বেতন, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা 

সংবাদদাতা, তেহট্ট: করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনের জেরে জুন মাসের শেষ পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছে রাজ্য স্কুলশিক্ষা দপ্তর। সরকারি স্কুলের সঙ্গে বেসরকারি সমস্ত স্কুলও বন্ধ। এদিকে স্কুল বন্ধ থাকায় এপ্রিল মাস থেকে বেতন পাচ্ছেন না বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।   বিশদ

বোলপুর থেকে দূরে কোয়ারেন্টাইন সেন্টার করতে প্রতিষ্ঠান খুঁজছে পুরসভা ও প্রশাসন 

সংবাদদাতা, শান্তিনিকেতন: বোলপুর শহরের মধ্যে কোয়ারেন্টাইন সেন্টার করার ক্ষেত্রে অসুবিধা রয়েছে। তাই শহরের বাইরে অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় সেন্টার করার জন্য যৌথভাবে প্রতিষ্ঠান খুঁজছে পুরসভা ও প্রশাসন।   বিশদ

‘কেন পালিয়েছেন’, মৃত্যুর ৩ দিন পর হাসপাতাল থেকে রোগীর বাড়িতে ফোন
তেহট্ট

সৌরভ ভট্টাচার্য  তেহট্ট, সংবাদদাতা: তিনদিন আগে হাসপাতালে মারা গিয়েছেন এক প্রৌঢ়। হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়েছে। অথচ তিনদিন পর মৃতের মোবাইলে কল করে হাসপাতাল থেকে এক কর্মী বলেন, ওই রোগী কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে পালিয়েছেন।  বিশদ

লকডাউনের সুযোগে কাটোয়া শহরে বেড়েছে বেআইনি নির্মাণ
নোটিস দিচ্ছে পুরসভা 

সংবাদদাতা, কাটোয়া: লকডাউনের সুযোগে কাটোয়া শহরজুড়ে বেড়েছে বেআইনি নির্মাণ কাজ। পুরসভার পক্ষ থেকে বাসিন্দাদের নোটিস পাঠিয়ে তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হচ্ছে। তাছাড়া বেআইনি নির্মাণ কাজের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেবে পুরসভা। প্রয়োজনে পুরসভা কর্তৃপক্ষ এলাকায় গিয়ে তা ভেঙে দেবে বলে জানা গিয়েছে।  বিশদ

মুরারইয়ে আড়াই বছর তালাবন্ধ পিগারি ফার্ম, খোলার দাবিতে সরব বাসিন্দারা 

সংবাদদাতা, রামপুরহাট: নির্মাণের পরও চালু হয়নি। প্রায় আড়াই বছর ধরে মুরারইয়ে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে রাজ্যের দ্বিতীয় বৃহৎ পিগারি ফার্ম। ফলে, গ্রামীণ অর্থনীতির বিকাশের উদ্দেশ্য বিফলে যেতে বসেছে। দ্রুত ফার্ম চালু করার দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ।  বিশদ

ঝড়ে তছনছ সবুজ, ৩০০০ নতুন গাছের দত্তক নিচ্ছেন মুরারইয়ের দুই বাসিন্দা 

সংবাদদাতা, রামপুরহাট: একের পর এক ঝড়ে তছনছ হয়েছে সুবজ। বদলে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাই ১৬ কিলোমিটার রাস্তাজুড়ে ৩০০০ নতুন গাছের দত্তক নিচ্ছেন মুরারইয়ের দুই বাসিন্দা। আজ, শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে সেই চারা রোপণের কাজ শুরু হবে।  বিশদ

সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু না হওয়ায় সঙ্কটে পূর্ব বর্ধমানের চাষিরা 

সংবাদদাতা, বর্ধমান: সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু না হওয়ায় চরম সঙ্কটে পড়েছেন শস্যগোলা পূর্ব বর্ধমানের কৃষকরা। একদিকে প্রকৃতির রক্তচক্ষু, অন্যদিকে সরকারি সহায়তা না পাওয়ায় বেসামাল কৃষকরা। খামারেই পড়ে আছে ধান। এবছর মাঠের বোরোধান পাকার আগে থেকেই শুরু হয় কালবৈশাখীর ঝড়বৃষ্টি।   বিশদ

খেলার মাঠের স্টেজে ঠাঁই হওয়া মুম্বই ফেরত মল্লারপুরের ৩ শ্রমিককে উদ্ধার 

সংবাদদাতা, রামপুরহাট: সংক্রমণের আশঙ্কায় গ্রামের লোক ঢুকতে দেয়নি। তাই মুম্বই ফেরত মল্লারপুরের তিন শ্রমিকের ঠাঁই হয়েছিল গ্রাম থেকে দূরের খেলার মাঠের স্টেজে। ঝড়বৃষ্টি উপেক্ষা করেই সেখানেই আটদিন ধরে দিন কাটাচ্ছিলেন তাঁরা।  বিশদ

বর্ধমান মেডিক্যালের মর্গের এসি ড্রয়ার, ফ্যান বিকল, দেহ সংরক্ষণে সমস্যা 

সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের এসি ড্রয়ার বেশ কিছুদিন খারাপ অবস্থায় পড়ে রয়েছে। এছাড়াও মর্গের কক্ষের এসিটিও খারাপ হয়ে গিয়েছে। এমনকী ফ্যানটিও বিকল হয়ে পড়ে আছে। এর ফলে মৃতদেহ সংরক্ষণে অসুবিধা হচ্ছে। মৃতদেহে পচন ধরে যাচ্ছে। এনিয়ে মৃতদের পরিবারের লোকজন ক্ষুব্ধ।  বিশদ

মুর্শিদাবাদে মহামারীর আবহে
সীমান্তে বন্ধ জালনোট পাচার, অস্ত্র কারবার 

সুখেন্দু পাল  বহরমপুর: করোনাকে হার মানাতে বাংলাদেশ সীমান্তে বাহিনী ‘যুদ্ধের’ মেজাজে অবতীর্ণ হতেই বন্ধ হয়ে গিয়েছে পাচার। সীমান্তবর্তী এলাকাগুলিতে এখন শান্তি বিরাজ করছে। এমনটাই বলছেন স্থানীয়রা। গোরু, জালনোট বা অস্ত্র পাচারকারীরা বেকায়দায় পড়ে গিয়েছে। মাদকের কারবারও অনেকটাই কমে গিয়েছে।   বিশদ

১২টি বড় রাস্তা সংস্কারের কাজ শুরু করছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ 

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দীর্ঘ লকডাউনের গেরো কাটিয়ে ১২টি বৃহৎ রাস্তা সংস্কারের মধ্যে দিয়ে জোরকদমে কাজ শুরু করতে চলেছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ। জেলার গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলির বেহাল দশা রয়েছে, তা সংস্কারের জন্য ৩ কোটি ৬৩ লক্ষ টাকার কাজ কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে।
বিশদ

মারিশদায় পথ দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু, সংঘর্ষের জেরে গাড়িতে আগুন 

সংবাদদাতা, কাঁথি: বৃহস্পতিবার বিকেলে মারিশদার গয়াগিরিতে দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে এটিএম রিফিলিংয়ের একটি গাড়ির সঙ্গে বাইক ও স্কুটির সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হল। এই ঘটনায় জখম হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার জেরে এটিএম রিফিলিংয়ের গাড়িটিতে আগুন লেগে যায়। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে।   বিশদ

খড়্গপুরে প্রশাসকের দায়িত্ব গ্রহণের পরই নিকাশি নিয়ে বৈঠকে প্রদীপ 

সংবাদদাতা, খড়্গপুর: পুরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেই বৃহস্পতিবার শহরের জল-নিকাশি নিয়ে রেল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন খড়্গপুর পুরসভার বিদায়ী চেয়ারম্যান তথা বিধায়ক প্রদীপ সরকার। এদিন মহকুমা শাসক বৈভব চৌধুরীর উপস্থিতিতে তাঁর অফিসেই এই বৈঠক ডাকা হয়েছিল।   বিশদ

উম-পুনে আরামবাগ মহকুমাতেই ক্ষতিগ্রস্ত ১০০ কোটি টাকার ফসল 

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বিধ্বংসী ঝড় উম-পুনে আরামবাগ মহকুমাতেই প্রায় ১০০ কোটির বেশি টাকার ফসল নষ্ট হয়েছে। পরে আবারও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। সামান্য কয়েক দিনের ব্যবধানে একই জমিতে ক্ষতি হওয়ায় তার হিসেব করা যাবে না বলে জানিয়েছে কৃষিদপ্তর।   বিশদ

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লকডাউনে দেশের সর্বত্র গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি আটকে রয়েছে। ব্যতিক্রম নয় প্রতিরক্ষা ক্ষেত্রও। প্রতিরক্ষা মন্ত্রকের কর্তাদের চিন্তা বাড়িয়েছে দেশীয় প্রযুক্তিতে প্রথম তৈরি হতে চলা ...

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বৃহস্পতিবার মালদহে তিনজনের মৃত্যু হল বজ্রপাতে। তাঁরা হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন বিনু ওঁরাও (৫৫), সুলতান আহমেদ (২৩) ও মিঠু কর্মকার (৩৩)। বিনুর বাড়ি বাইশা গ্রামে। সুলতানের বাড়ি নারায়ণপুর গ্রামে ও মিঠুর বাড়ি দক্ষিণ ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাসখানেক হল চালু হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ কোভিড হাসপাতাল। চালু হয়েছে করোনা রোগীদের সুপার স্পেশালিটি ব্লক বা এসএসবি বাড়ি। কিন্তু, এরই মধ্যে কোভিডে মৃত ব্যক্তির মোবাইল উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ জমা পড়েছে মেডিক্যালের সিকিউরিটি অফিসারের ...

বেজিং, ৪ জুন (পিটিআই): চীনে একটি প্রাথমিক স্কুলে ছুরিকাহত হলেন পড়ুয়া ও শিক্ষক মিলিয়ে কমপক্ষে ৪০ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ গুয়াংজি প্রদেশের ওঝাউ শহরের একটি সরকারি স্কুলে ওই ঘটনা ঘটেছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক, কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৩২: শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের রচনাকার মহেন্দ্রনাথ গুপ্তের (শ্রীম) মৃত্যু
১৯৩৬: অভিনেত্রী নূতনের জন্ম
১৯৫৯: শিল্পপতি অনিল আম্বানির জন্ম
১৯৭৪: অভিনেতা অহীন্দ্র চৌধুরির মৃত্যু
১৯৭৫ - মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জন্ম
১৯৮৫: জার্মান ফুটবলার লুকাস পোডোলোস্কির জন্ম

04th  June, 2020


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৭৪ টাকা ৭৬.৪৫ টাকা
পাউন্ড ৯৩.১৩ টাকা ৯৬.৪৪ টাকা
ইউরো ৮৩.২২ টাকা ৮৬.৩১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

দৃকসিদ্ধ: ২২ জ্যৈষ্ঠ ১৪২৭, ৫ জুন ২০২০, শুক্রবার, পূর্ণিমা ৪৯/২৮ রাত্রি ১২/৪২। অনুরাধা নক্ষত্র ২৯/৩১ অপঃ ৪/৪৪। সূর্যোদয় ৪/৫৫/১২, সূর্যাস্ত ৬/১৪/৩২। অমৃতযোগ দিবা ১২/১ গতে ২/১৪ মধ্যে। রাত্রি ৮/২২ মধ্যে পুনক্ষ ১২/৩৮ গতে ২/৪৭ মধ্যে পুনঃ ৩/২৯ গতে উদয়াবধি। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৫ গতে ১০/১৫ মধ্যে।
২২ জ্যৈষ্ঠ ১৪২৭, ৫ জুন ২০২০, শুক্রবার, পূর্ণিমা ১/১। অনুরাধা নক্ষত্র অপরাহ্ন ৫/১২। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৬। অমৃতযোগ দিবা ১২/৬ গতে ২/৪৭ মধ্যে এবং রাত্রি ৮/২৯ মধ্যে ও ১২/৪২ গতে ২/৪৮ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৬ মধ্যে। বারবেলা ৮/১৬ গতে ১১/৩৬ মধ্যে কালরাত্রি ৮/৫৬ গতে ১০/১৬ মধ্যে।
১২ শওয়াল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: শেয়ার বা ফাটকাতে লাভ হবে। বৃষ: ব্যবসায় শুভ। মিথুন: কর্মে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
বিশ্ব পরিবেশ দিবস১৯১০: মার্কিন লেখক ও হেনরির মৃত্যু১৯৬১: ভারতের টেনিস ...বিশদ

07:03:20 PM

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯৪ 
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৭২ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

07:03:39 PM

করোনা: ইরানে একদিনে আক্রান্ত ২৮৮৬ জন
 

ইরানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৮৮৬ জন। মৃত্যু ...বিশদ

05:40:15 PM

উত্তরপাড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে লুট ১৮ লক্ষ টাকা 
উত্তরপাড়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে লুট হল ১৮ লক্ষ টাকা। ...বিশদ

04:29:00 PM

দুর্যোগ নিয়েও রাজনীতি করা হচ্ছে: মমতা 

04:20:00 PM