Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

সেঙ্গোল যেন কোনও মতেই নত না হয়
পি চিদম্বরম

মাননীয় প্রধানমন্ত্রী, বিকৃতিতে ওস্তাদগণ এবং বিজেপির বাজনদারদের দেওয়া সেঙ্গোলের চমকপ্রদ ব্যাখ্যা শুনে 
থাকলে তাঁদের সমাধি থেকেই উঠে আসবেন তিরুবল্লুবর, এলাঙ্গো আদিগল, আভাইয়ার এবং সঙ্গম কবিরা। প্রধানমন্ত্রী এবং তাঁর বাজনদারদের ব্যাখ্যায় সেঙ্গোল হয়ে উঠেছে এক অস্থায়ী শক্তির প্রতীক। একজন পুরোহিত কিংবা একজন বিদায়ী শাসকের হাত থেকে নতুন শাসককে সেঙ্গোলের কাল্পনিক হস্তান্তরকে ক্ষমতা হস্তান্তর হিসেবে চিত্রিত করা হয়েছে।
কীভাবে ইতিহাস এবং একটি নীতিশাস্ত্রীয় প্রণালী নির্লজ্জভাবে বিকৃত করা যায় তারই প্রদর্শনী হল ২৮ মে। একদল লোক ভেরি বাজাল, দরবারি লোকজন শাসকের প্রতি গদগদ হল এবং সংসদের দুটি কক্ষের জন্য একটি নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠান রূপান্তরিত হল প্রকারান্তরে রাজ্যাভিষেকে। লর্ড মাউন্টব্যাটেন এবং চক্রবর্তী রাজাগোপালাচারীকে (রাজাজি) একটি রাজকীয় অনুষ্ঠানের সাক্ষী 
হওয়ার জন্য তলব করা হয়েছিল, সেটি একটি গণতান্ত্রিক সাধারণতন্ত্রের পক্ষে অসঙ্গতিপূর্ণ ছিল। যে অনুষ্ঠানটির আয়োজন ধর্মনিরেপক্ষ হওয়াই কাম্য ছিল, সেখানে শৈব অধিনাম বা মঠগুলির 
নিভৃতচারী প্রধানদের আমন্ত্রণ জানিয়ে তার মধ্যে ব্যাপক মাত্রায় ধর্মীয় ভাবাবেগ যোগ করা হল, এই ঘটনা দুর্ভাগ্যজনক।
টেলিভিশনের পর্দায় এই অনুষ্ঠান দেখার সময় দর্শকরা  নিশ্চয়, গত ২৫ জুলাই রাষ্ট্রপতি মুর্মুর সাদামাঠাভাবে শপথ গ্রহণের সঙ্গে  এদিনের রাজকীয় আয়োজনের বৈপরীত্য খেয়াল করেছেন। এবং জনগণ, বিশেষ করে কর্ণাটকবাসী এই ভেবে বিস্মিত হবেন যে, ‘কে কাকে ক্ষমতা হস্তান্তর করলেন?’
সেঙ্গোলের সংজ্ঞা দিয়েছেন কবি
প্রখ্যাত তামিল কবি ও দার্শনিক তিরুবল্লুবর ৩১ খ্রিস্টপূর্বাব্দে তাঁর যে অমর পদগুলি লিখেছিলেন সেগুলি বিখ্যাত তিরুক্কুরাল গ্রন্থে পাওয়া যায়। ‘সম্পদ’ নামক অংশে সন্নিবেশিত হয়েছে সেঙ্গোনমাই (ন্যায় রাজদণ্ড) এবং কোডুঙ্গোনমাই (নিষ্ঠুর রাজদণ্ড) শিরোনামের দুটি অধ্যায়। তার দুই চরণের ৫৪৬ সংখ্যক শ্লোকে রয়েছে—
       ‘বেলান্দ্রি বেন্দ্রি তরুবতু মন্নবন
       কোল আদুউম কোদতু এনিন’
কোল হল রাজদণ্ড। শ্লোকটির অর্থ হল—‘এটি তেমন কোনও বর্শা নয় যে শাসকের জন্য জয় এনে দেবে, এটি হল সেই কোল বা রাজদণ্ড’। তবে কবির লেখা শেষ তিনটি শব্দ চিহ্নিত করা যায়: এ হল 
সেই কোল বা রাজণ্ড যেটি কোনওভাবেই নত হবে না। এই রাজদণ্ড অবশ্যই ঋজুশির থাকবে। এটা কোনওভাবেই নত করা উচিত নয়। একই চিন্তাভাবনা প্রধানমন্ত্রীর শপথগ্রহণেও অনুসৃত হয়—‘... সংবিধান ও আইন অনুসারে সব ধরনের 
মানুষকে ন্যায়বিচার দেব—এইসময় আমার মধ্যে কোনও প্রকার ভয় অথবা পক্ষপাতিত্ব, স্নেহ কিংবা অসদুদ্দেশ্য ক্রিয়াশীল থাকবে না।’ কোল হল ন্যায়দণ্ডের প্রতীক—তার বেশিও নয়, কমও নয়। যদি নত না-হয়, তবেই এটি সেঙ্গোল আর নত হলেই নিষ্ঠুর দণ্ড।
সেঙ্গোল হল ন্যায়ের শাসনের প্রতীক, কোনওভাবেই ক্ষমতার প্রতীক নয়। যে শাসক রাজদণ্ড ধারণ করেন তিনি ন্যায়সঙ্গত শাসন করারই প্রতিশ্রুতি দেন। তিরুবল্লুবর সেঙ্গোলকে শাসকের চারটি গুণের মধ্যে একটি বলেছেন: ‘একজন ভালো রাজার চারটি গুণ হল—দান, করুণা, ন্যায়পরায়ণ শাসন এবং দুর্বলের (দরিদ্রদের) সুরক্ষা’ (কুরাল ৩৯০)। সেঙ্গোনমাইয়ের বিপরীত একটি অধ্যায়ের শিরোনাম কোডুঙ্গোনমাই, এটিকে একটি নিষ্ঠুর বা অন্যায় শাসন হিসেবে বর্ণনা করা হয়েছে।
সেঙ্গোলের প্রশস্তিমূলক সঙ্গীত
কিংবদন্তি চোল রাজা করিকালানকে তাঁর ‘অরণোদু পুনর্ন্দা তিরনারী সেঙ্গোল’-এর জন্য প্রশংসা করেন এক সঙ্গম কবি, যার অর্থ হল তাঁর জ্ঞানী শাসনের সঙ্গে নীতির বিবাহ হয়েছিল। অন্য এক সঙ্গম কবি শাসককে ‘ইরেরকু নিজন্দ্র কোলিন’ বলে বর্ণনা করেছেন। এই কথার অর্থ হল—শাসক নিশ্চিত করেছেন যে, যেসব কৃষক খাদ্য উৎপাদন করেছেন তাঁদের কোনওরকম দুর্দশার সম্মুখীন হতে হবে না। মহাকাব্য শীলপ্পা঩টিকারমের রচয়িতা জৈন সন্ন্যাসী এলাঙ্গো আদিগল। কান্নাগীর প্রতি অবিচারের জন্য শোক প্রকাশ করেছিলেন তিনি এবং যে-রাজার কারণে সেঙ্গোল নত হয়েছিল সেই রাজার পতনেরও ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি।
জনগণের কবি আভাইয়ার সহজ ভাষায় কবিতা রচনা করেছেন। তাঁর একটি বিখ্যাত কবিতা এইরকম:
     ‘যখন বাঁধ উঁচু হবে, তখন তাতে বেশি জল সঞ্চিত হবে,/     যখন জলধারণ বেড়ে যাবে, তখন বেশি ধান ফলবে,/     যখন ধান বেশি উঠবে, পরিবারগুলির শ্রীবৃদ্ধি ঘটবে,/      যখন পরিবারগুলির শ্রীবৃদ্ধি ঘটবে,/তখন উঁচুতে উঠবে রাজদণ্ড,/      এবং, যখন রাজদণ্ড ঋজুশির হয়ে উঠবে, তখন উঠে দাঁড়াবেন শাসকও। 
যে রাজদণ্ড বেঁকে বা নত হয়ে গিয়েছে, সেটি অন্যায় বা নিষ্ঠুর শাসনের চিহ্ন। কোনও একটি অংশের পক্ষে কিংবা অন্য একটি অংশের বিপক্ষে পক্ষপাতিত্ব করা যাবে না। কোনও সম্প্রদায়, ধর্ম বা ভাষার বিরুদ্ধে বদমতলব চরিতার্থ করার  কোনও জায়গা নেই।
সমসাময়িক কিছু দৃষ্টান্ত হল—ঘৃণার ভাষণ, নজরদারি, লাভ জিহাদ বা বুলডোজার বিচার—এগুলির কোনও স্থান হতে পারে না। নাগরিকত্ব সংশোধনী আইনেরও (সিএএ) কোনও জায়গা থাকতে পারে না। কারণ এই আইন প্রতিবেশী 
দেশের মুসলমান, নেপালের খ্রিস্টান ও বৌদ্ধ এবং শ্রীলঙ্কার তামিলদের প্রতি বৈষম্যমূলক। যে ‘কৃষি আইন’ দেশের কৃষকদের, ব্যবসায়ী ও একচেটিয়া কারবারিদের করুণার পাত্র করে রাখে, তার কোনও জায়গা হতে পারে না। মহারাষ্ট্র থেকে একটি 
প্রকল্প ছিনিয়ে গুজরাতে নিয়ে যাওয়ার যে মানসিকতা, কোনও জায়গা হতে পারে না তারও। একজন ন্যায়পরায়ণ শাসকের রাজনৈতিক দল কোনও নির্বাচনে মুসলিম বা খ্রিস্টান সম্প্রদায়কে 
সম্পূর্ণ উপেক্ষা করে প্রার্থী বাছাই করতে পারে না, যেমনটা দেখা গেল সদ্য সমাপ্ত কর্ণাটক রাজ্য বিধানসভার নির্বাচনে। কিংবা, বিচারপ্রার্থী পদকজয়ী ক্রীড়াবিদদের শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনকে একজন ন্যায়পরায়ণ শাসকের পুলিস বলপূর্বক ভেঙে দিতে পারে না। 
সেঙ্গোলকে অপবিত্র করবেন না
রাজদণ্ডকে ক্ষমতার সঙ্গে সমান করে দেখার অর্থ, সেঙ্গোলের ধারণাকে অপবিত্র করা। এই প্রসঙ্গে লর্ড মাউন্টব্যাটেন এবং রাজাজিকে টেনে আনা মানে শুধুমাত্র ইতিহাসকে বিকৃত করা নয়, বরং একজন বাস্তববাদী ভাইসরয় ও একজন জ্ঞানী পণ্ডিত-রাজনীতিককে ছোট করা এবং তাঁদের সাধারণজ্ঞানকেও কটাক্ষ করা। 
স্পিকারের উপবেশনের স্থানে পোডিয়ামের ঔজ্জ্বল্য সেঙ্গোল বা঩ড়িয়ে তুলুক। এটি হয়ে উঠুক সংসদের কার্যক্রমের নীরব সাক্ষী। সেঙ্গোল সোজা হয়ে দাঁড়াবে—যদি সংসদ মুক্ত বিতর্কের জায়গা হয়; যদি সংসদ বাকস্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য পূর্ণরূপে উন্মুক্ত থাকে; সংসদে যদি দ্বিমত ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতা থাকে; এবং যদি অবিচার বা অসাংবিধানিক আইনের বিরুদ্ধে সংসদে ভোট দেওয়ার স্বাধীনতা থাকে। আসুন, আমরা আশা করি, সেঙ্গোল এবং তার অর্থ—সেঙ্গোনমাই (সুশাসন)—জয়ী হবে।
 লেখক সাংসদ ও ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী। মতামত ব্যক্তিগত
মাত্র ৩৫ বছর বয়সেই
এক নেতার অভিষেক
হিমাংশু সিংহ

‘যিনি মানুষের মনে আশা জাগাতে পারেন তিনিই নেতা।’ কথাটা আমার নয়। বলে গিয়েছেন নেপোলিয়ন বোনাপার্ট। সেখানে অবশ্য আদর্শ নেতার বয়সের কোনও উল্লেখ 
তিনি করেননি। কিন্তু বাংলার মানুষের মনে গত ৩৯ দিন ধরে ক্রমাগত সেই আশারই সঞ্চার করে চলেছেন এক তরুণ। ক্রমাগত কেন্দ্রের বঞ্চনা। বিশদ

04th  June, 2023
নবজোয়ারেই তৈরি হচ্ছে নতুন প্রজন্মের ভিত

কেউ বলছেন, সার্কাস হচ্ছে। তাই পড়েছে তাঁবু। কেউ বলছেন, কয়লা, গোরু পাচার ও নিয়োগ দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। আবার কারও মতে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘জননেতা’ বানানোর গেমপ্ল্যান।
বিশদ

03rd  June, 2023
দশ বছরেও ধর্মই তাস!
সমৃদ্ধ দত্ত

নরেন্দ্র মোদি এক কথার মানুষ। তিনি তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন হাই ভোল্টেজ হিন্দুত্বকে সামনে রেখে। লালকৃষ্ণ আদবানির রথযাত্রার রোডম্যাপ কী হবে সেই পরিকল্পনা করেছিলেন প্রমোদ মহাজন। কিন্তু সেই প্ল্যান সুষ্ঠুভাবে প্রয়োগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল গুজরাত বিজেপির এক যুবক নেতাকে। বিশদ

02nd  June, 2023
নির্জলা নিয়তির অপেক্ষা!
মৃণালকান্তি দাস

মাত্র তিন মাসের মধ্যে জলশূন্য হয়ে যাবে গোটা কেপটাউন শহর! বিশেষজ্ঞদের এই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল ২০১৮ সালেই। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের প্রায় ৪০ লক্ষ নাগরিক রীতিমতো যুদ্ধের মুখোমুখি হয়েছিল। জল বাঁচানোর লড়াইয়ে নেমেছিল গোটা শহর। যুদ্ধে শামিল সাধারণ মানুষ থেকে বড় বড় সংস্থাও।
বিশদ

01st  June, 2023
পুরাণের রাজার প্রত্যাবর্তন
হারাধন চৌধুরী

মহাভারতে যুধিষ্ঠির জানতে চেয়েছিলেন, রাজার উৎপত্তি কীভাবে? উত্তর দিতে গিয়ে পিতামহ ভীষ্ম যা বলেছিলেন, তার সারকথা হল—মানুষের লোভ আর মোহ থেকেই রাজার জন্ম। পৃথিবীর সূচনায় প্রতিটি মানুষ আপন শৃঙ্খলায় সুখে বসবাস করত। কিন্তু একদিন তাদের মনে লোভ বাসা বাঁধল, মানুষ মোহান্ধ হয়ে উঠল, তখনই সমাজে দেখা দিল বিশৃঙ্খলা, সেটা ক্রমে গড়াল মাৎস্যন্যায় পর্যন্ত।
বিশদ

31st  May, 2023
সরকারের পক্ষে জোরদার তালির বন্দোবস্ত হয়েছে
পি চিদম্বরম

আইপিএল ২০২৩-এর সেরা পাঁচ বোলারের মধ্যে চারজন স্পিনার—রশিদ খান, ওয়াই চাহাল, পীযূষ চাওলা এবং বরুণ চক্রবর্তী। একজন সাধারণ মানুষকে ব্যাপারটা অবাকই করেছে, কারণ তিনি জানেন যে, টি-টোয়েন্টি খেলাটি এমন দাপুটে ব্যাটসম্যানদের কথা মাথায় রেখেই সাজানো, যাঁরা স্পিন বোলারদের পিটিয়ে মাঠছাড়া করে দিতে মরিয়া।
বিশদ

29th  May, 2023
গণতন্ত্রই বিপন্ন, ইট-কাঠ-পাথরের সংসদে লাভ কী?
হিমাংশু সিংহ

আচ্ছে দিন মরীচিকা হয়ে থাকলেও আচ্ছে সংসদ ঘোর বাস্তব হয়েই ধরা দিচ্ছে। কীর্তি, সাফল্য তাঁর পিছু ছাড়ে না। ভক্তকুল নানা অবতারে তাঁর গরিমাকে তুলে ধরে। তবু সাধারণ মানুষের সমস্যা কমে না। বিতর্ক তাড়া করে প্রতি মুহূর্তে। সংবিধান ও গণতন্ত্রের সূতিকাগৃহ হল সংসদ। বিশদ

28th  May, 2023
সংগঠন নেই বঙ্গে, ধামাকাই
কি বিজেপির ভরসা?
তন্ময় মল্লিক

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পরপর তিনটি রাজ্যে হেরেছিল বিজেপি। আর তাতেই নরেন্দ্র মোদির দ্বিতীয়বার ক্ষমতায় ফেরা নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। ঠিক সেই সময়ে ঘটেছিল পুলওয়ামায় সেনা জওয়ানদের গাড়িতে জঙ্গি হামলা। তারপরই পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক। বিশদ

27th  May, 2023
রাষ্ট্র দেশবাসীকে অনিশ্চয়তাই দিয়ে চলেছে
সমৃদ্ধ দত্ত

ঠিক রাগ, দুঃখ, ক্ষোভ নয়। আসলে একটা ভয়ের জন্ম হয়। যখন আমরা জানতে পারি রাষ্ট্র তার দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে। আবার রাষ্ট্রকে দেশবাসী বিশ্বাসও করছে না। রাষ্ট্র তার দেশবাসীকে মানুষ হিসেবে নয়, পুতুল হিসেবে দেখছে। রাষ্ট্র ভাবছে, আমি যখন যা করব, সেটা দেশবাসীর মেনে নেওয়াই ভবিতব্য। বিশদ

26th  May, 2023
কাশ্মীরে শ্মশানের শান্তি
মৃণালকান্তি দাস

পাক-অধিকৃত কাশ্মীরে মুজফফরাবাদ থেকে ১৬০ কিলোমিটার দূরে নীলম উপত্যকায় রয়েছে ১৮টি মহাশক্তি পীঠের অন্যতম শারদাপীঠ এবং শারদা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। এক সময়ে সেই শারদাপীঠের উদ্দেশে তীর্থযাত্রা শুরু হতো কাশ্মীরের তিতওয়াল গ্রাম থেকে। বিশদ

25th  May, 2023
ব্যুমেরাং হচ্ছে মোদিজির সার্জিক্যাল স্ট্রাইক
সন্দীপন বিশ্বাস

মোদি সরকারের কফিনে প্রথম পেরেকটি মেরে দিল কর্ণাটক। দক্ষিণের এই রাজ্যটি চূর্ণ বিচূর্ণ করে দিল মোদি ম্যাজিকের শূন্যগর্ভ অহঙ্কার।
বিশদ

24th  May, 2023
রাজনীতি যখন মার্কেটিং
শান্তনু দত্তগুপ্ত

সাবানের বিজ্ঞাপন। আটের দশকের শেষে দূরদর্শনে খেলা বা সিনেমা দেখার ফাঁকে উদয় হতো তার। সেই সময়ের নামজাদা কোনও নায়িকা, তিনি সাবান মাখছেন, আর সুন্দর হয়ে উঠছেন।
বিশদ

23rd  May, 2023
একনজরে
খিদিরপুর সুইমিং ক্লাবের শতবর্ষ উদাযাপনে বিশেষ উদ্যোগ। স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্রাণা’র সঙ্গে যৌথভাবে এক মহৎ কর্মযজ্ঞে ...

মৃত মহিলার যৌন নিগ্রহ ধর্ষণ নয়। এমনই রায় দিল কর্ণাটক হাইকোর্ট। ২০১৫ সালে টুমকুর জেলার ২১ বছরের এক তরুণীকে গলা কেটে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে। ...

দীর্ঘদিন থেকে এলাকার রাস্তা বেহাল হয়ে পড়ে থাকায় চরম সমস্যায় পড়তে হচ্ছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার বাসিন্দাকে। ...

ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় গ্রামের তিন যুবককে হারিয়ে শোকস্তব্ধ কাটোয়ার কড়ুই। রবিবার সন্ধ্যায় তিনজনের দেহ গ্রামে আসতেই কান্নায় রোল ওঠে। গোটা গ্রামজুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ছোট ও মাঝারি ব্যবসায় উন্নতি। বেচাকেনা আর উপার্জন বাড়বে। যে কোনও কাজে ব্যস্ততা বৃদ্ধির যোগ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব পরিবেশ দিবস
৪৬৯ খ্রীষ্টপূর্ব: গ্রিক দার্শনিক সক্রেটিসের জন্ম
১৮৮৯: ভারতবর্ষে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রথম প্রচারক রাজেন্দ্রচন্দ্র দত্তের মৃত্যু
১৯১০: মার্কিন লেখক ও হেনরির মৃত্যু
১৯৪০: প্রথম রাবারের টায়ার প্রদর্শিত হয়
১৯৫২: বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক মুকেশ ভাটের জন্ম
১৯৬১: ভারতের টেনিস তারকা রমেশ কৃষ্ণানের জন্ম
১৯৭২: স্টকহোম বৈঠকে প্রতিবছর এই দিনে বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত হয়
১৯৭২: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্ম
১৯৭৬: বলিউডের বিশিষ্ট অভিনেত্রী রম্ভার জন্ম
১৯৮৪: অমৃতস্বর স্বর্ণ মন্দিরে ভারতীয় সামরিক বাহিনীর হামলা, উগ্রপন্থী ছয় শত হিন্দু নিহত
২০০৪: মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগনের মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৫৬ টাকা ৮৩.৩০ টাকা
পাউন্ড ১০০.৯৩ টাকা ১০৪.৪০ টাকা
ইউরো ৮৬.৭০ টাকা ৮৯.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
04th  June, 2023
পাকা সোনা (১০ গ্রাম) ৬০,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৫০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭১,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭২,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
04th  June, 2023

দিন পঞ্জিকা

২১ জ্যৈষ্ঠ, ১৪৩০, সোমবার, ৫ জুন ২০২৩। প্রতিপদ ৪/২১ দিবা ৬/৪০ পরে দ্বিতীয়া ৫৭/১৬ রাত্রি ৩/৫০। মূলা নক্ষত্র ৫১/১০ রাত্রি ১/২৩। সূর্যোদয় ৪/৫৫/১৫, সূর্যাস্ত ৬/১৪/৩০। অমৃতযোগ দিবা ৮/২৮ গতে ১০/১৪ মধ্যে। রাত্রি ৯/৫ গতে ১১/৫৬ মধ্যে পুনঃ ১/২১ গতে ২/৪৭ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ৩/২৯ গতে ৪/১২ মধ্যে। বারবেলা ৬/৩৫ গতে ৮/১৫ ম঩ধ্যে পুনঃ ২/৫৫ গতে ৪/৩৪ মধ্যে। কালরাত্রি ১০/১৫ গতে ১১/৩৫ মধ্যে। 
২১ জ্যৈষ্ঠ, ১৪৩০, সোমবার, ৫ জুন ২০২৩। প্রতিপদ দিবা ৭/৩১। মূলা নক্ষত্র রাত্রি ৩/২১। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৬। অমৃতযোগ দিবা ৮/৩১ গতে ১০/১৯ মধ্যে এবং রাত্রি ৯/১১ গতে ১২/০ মধ্যে ও ১/২৫ গতে ২/৪৯ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ৩/৩২ গতে ৪/১৪ মধ্যে। কালবেলা ৬/৩৬ গতে ৮/১৬ মধ্যে ও ২/৫৬ গতে ৪/৩৬ মধ্যে। কালরাত্রি ১০/১৬ গতে ১১/৩৬ মধ্যে।
১৫ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ফুরফুরা শরিফে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

05:25:00 PM

৭ ঘণ্টার মুক্তি মণীশ সিশোদিয়ার
অসুস্থ স্ত্রীকে দেখে আসার জন্য ৭ ঘণ্টা ছাড়া হল দিল্লির ...বিশদ

04:19:16 PM

মৃত্যুকে ধামাচাপা দেওয়ার প্রতিযোগিতা চলছে: মুখ্যমন্ত্রী

04:05:10 PM

যাঁরা ট্রমায় আছেন তাঁদের চারমাস ২ হাজার টাকা দেওয়া হবে: মুখ্যমন্ত্রী

04:03:00 PM

জখমদের দেখতে কাল কটক ও ভূবনেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

04:02:25 PM

মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার সাহায্য করা হবে: মুখ্যমন্ত্রী

04:01:47 PM