Bartaman Patrika
খেলা
 
 

রবিবার বারাকপুরে মঙ্গল পাণ্ডে উদ্যানে ৬৮তম বি এন মৌলিক স্মৃতি সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। পাশে প্রাক্তন ফুটবলার আই এম বিজয়ন। ছিলেন বারাকপুর পুলিস কমিশনার মনোজ ভার্মা, ডিসি জোন(এক) অজয় ঠাকুর সহ অন্যান্য পুলিস আধিকারিকও। এই অনুষ্ঠানে এসেও তিনি দিল্লির অগ্নিকাণ্ড নিয়ে শোক প্রকাশ করে বলেন, দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা দুঃখজনক। আমরা এ রাজ্যে নতুন ফায়ার বল নিয়ে আসছি। যেখানে আমাদের দমকল কর্মীরা পৌঁছতে পারেন না, সেখানে এই ফায়ার বল ছুঁড়ে আগুন নিয়ন্ত্রণে আনা যাবে। 

ক্যাচ ফেলে ক্যারিবিয়ানদের ম্যাচ ‘উপহার’ ভারতের 

ভারত ১৭০/৭  ওয়েস্ট ইন্ডিজ ১৭৩/২

তিরুবনন্তপুরম, ৮ ডিসেম্বর: ক্যাচ ফেলে ম্যাচ হারল ভারত। পঞ্চম ওভারে ভুবনেশ্বর কুমারের দ্বিতীয় ডেলিভারিতে লেন্ডল সিমন্সের (৬) সহজ ক্যাচটি ধরতে ব্যর্থ হন ওয়াশিংটন সুন্দর। গত ম্যাচেও দু’টি ক্যাচ গলিয়েছিলেন তিনি। ভুবির চতুর্থ বলে এভিন লুইস (১৬) কট বিহাইন্ড হয়ে মাঠ ছাড়লে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। কিন্তু উইকেটরক্ষক ঋষভ পন্থ চেষ্টা করেও ক্যাচটি তালুবন্দি করতে পারেননি। তার ফলে যা হওয়ার তাই হল। দ্বিতীয় টি-২০ ম্যাচে ৮ উইকেটে জিতে সহজেই সিরিজে সমতা (১-১) ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।
জীবন পাওয়ার পর আর পিছন ফিরে তাকাননি দুই ক্যারিবিয়ান ওপেনার লুইস ও সিমন্স। তাঁরা ৭৩ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে পালটা চাপে ফেলে দেন। শেষ পর্যন্ত ৪০ রানে সুন্দরের বলে আউট হন লুইস। তবে দুরন্ত ফর্মে থাকা হেটমায়ার নেমেই চালিয়ে খেলা শুরু করেন। জাদেজার বলে পর পর দু’টি ছক্কা হাঁকিয়ে তিনি ২৩ রানে আউট হন। বাউন্ডারি লাইনের ধারে হেটমায়ারের দুরন্ত ক্যাচ ধরেন কোহলি।
দিনের নায়ক সিমন্স। গত ম্যাচের ব্যর্থতা কাটিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি। ৪৫ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন ক্যারিবিয়ান ওপেনারটি। চারটি করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিও হাঁকিয়েছেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন পুরান। মাত্র ১৮ বলে ৩৮ রান যোগ করেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল দু’শোর উপর। জয়ের জন্য ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। দু’টি ম্যাচেই ব্যর্থ ভারতীয় বোলাররা। এই বোলিং নিয়ে টি-২০ বিশ্বকাপ জেতার স্বপ্ন না দেখাই ভালো ‘টিম ইন্ডিয়া’র।
হতাশার দিনে উজ্জ্বল ভারতীয় ক্রিকেটের নতুন সূর্য শিবম দুবে। গত ম্যাচে মাত্র এক ওভার বল করার সুযোগ পেয়েছিলেন। ব্যাট করতে পাননি। তারকাদের ভিড়ে শিবমের মতো তরুণ ক্রিকেটারকে দূরবীন দিয়ে খুঁজতে হয়েছিল হায়দরাবাদে। কিন্তু রবিবার কেরলে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় টিম ম্যানেজমেন্টের একটা সিদ্ধান্তই বদলে দিল শিবমের ক্রিকেট জীবন। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে তিনি কঠিন সময়ে উইকেট তুলে নিয়ে দলের জয় প্রশস্ত করেছিলেন। আর এদিন, তিন নম্বরে নেমে শিবম আন্তর্জাতিক টি-২০’তে প্রথম অর্ধশতরান পূর্ণ করেন।
গত ম্যাচে দারুণ ব্যাট করেছিলেন লোকেশ রাহুল। এদিন ১১ রানে তিনি আউট হয়ে যান। সাধারণত তিন নম্বরে ব্যাট করেন কিং কোহলি। গত ম্যাচে ৫০ বলে ৯৪ রানে অপরাজিত থেকে তিনি দলকে জেতানো সত্ত্বেও এদিন তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয় শিবম দুবেকে। যাঁর মধ্যে অনেকেই যুবরাজ সিংকে খোঁজার চেষ্টা করেন। সুযোগটা দারুণ কাজে লাগালেন মুম্বইয়ের ২৬ বছরের অলরাউন্ডারটি। শুরুতে কিছুটা জড়তা থাকলেও ছন্দে ফিরতে খুব বেশি সময় নেননি শিবম। নবম ওভারে তিনি রীতিমতো কাঁদিয়ে ছাড়েন ক্যারিবিয়ান ক্যাপ্টেন কিয়েরন পোলার্ডকে। ওই ওভারে ভারত মোট ২৬ রান তোলে। তার মধ্যে তিনটি বিশাল ছক্কা হাঁকান শিবম। ১৮ বলে ২৪ রান থেকে এক ধাক্কায় তিনি ২৪ বলে ৪৭ রানে পৌঁছে যান। তাঁর এই ধুন্ধুমার ব্যাটিং কোহলির মুখে হাসি ফুটিয়েছে। ৩০ বলে তিনটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রান করে আউট হন শিবম।
শুরুটা ভালো করেও ১৫ রানে হোল্ডারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ‘হিটম্যান’ রহিত শর্মা। ক্যাপ্টেন বিরাট কোহলি ১৯ রানে কেসরিক উইলিয়ামসের বলে সিমন্সের হাতে ধরা পড়তেই মুহূর্তের জন্য গ্যালারিতে স্বজন হারানোর শোকের ছায়া নেমে আসে। গত ম্যাচে এই উইলিয়ামসের ডেলিভারিতে ছক্কা হাঁকানোর পর বিরাটের ‘নোটবুক সেলিব্রেশন’ নজর কেড়েছিল ক্রিকেট দুনিয়ার। ক্যারিবিয়ান বোলারটি যেন তার বদলা নিলেন। তবে এদিন তিনি বাড়তি কোনও উচ্ছ্বাস দেখাননি তিনি।
ঋষভ পন্থ চওড়া ব্যাটেই জবাব দিলেন সমালোচকদের। চাপের মুখে ২২ বলে ৩৩ রানে অপরাজিত ইনিংস খেলে দলের রান ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন তিনি। তবে ক্যারিবিয়ান বোলারদের প্রশংসা করতেই হবে। দ্রুত তারা ম্যাচে ফিরে আসে। ভারতকে ১৭০/৭ রানেই আটকে রাখতে সক্ষম হয়। শ্রেয়াস আয়ার (১০) ফের ব্যর্থ। পরের ম্যাচে খেলানো উচিত মণীশ পাণ্ডেকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন উইলিয়ামস ও ওয়ালশ।
 

সবুজ-মেরুন ব্রিগেডের রক্ষণ ও আক্রমণ ভাগের দুর্বলতা প্রকট
প্লাজার জোড়া গোল, শোচনীয় হার মোহন বাগানের 

জয় চৌধুরি, কল্যাণী : রবিবার দুপুর থেকে কল্যাণী স্টেডিয়ামে শিয়ালদহ থেকে আসা ট্রেনগুলিতে মোহন বাগান সমথর্কদের স্রোত। হাল্কা শীতে প্রিয় দলের ম্যাচ দেখতে স্টেডিয়াম প্রায় ভরে গিয়েছিল। কিন্তু দিনের শেষে তাঁরা প্রবল যন্ত্রণা ও ব্যথা নিয়ে বাড়ি ফিরলেন।
বিশদ

কোলাডোদের ক্লান্তি দূর করাই লক্ষ্য কোচ আলেজান্দ্রোর 

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একরাশ ক্লান্তি ও পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে ড্রয়ের স্বস্তি নিয়ে রবিবার সন্ধ্যাবেলায় গুয়াহাটিতে পৌঁছল ইস্ট বেঙ্গল ফুটবলাররা। এদিন সকালবেলা লুধিয়ানা ছাড়েন কাসিম-কোলাডোরা। গুয়াহাটি যাওয়ার আগেই ইস্ট বেঙ্গল কোচ দিনের সূচি তৈরি করে নিয়েছেন।
বিশদ

গঙ্গাবক্ষে ১৪ কিমি সাঁতারে সেরা অপূর্ব ও মেঘমালা 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাটখোলা ক্লাবের ১০০ বছর উপলক্ষে রবিবার গঙ্গায় সারা বাংলা ১৪ কিমি দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এই প্রতিযোগিতায় মোট ৩৩ জন মহিলা ও পুরুষ অংশগ্রহণ করেন। সাঁতার শুরু হয় দুপুর ১টায় আর শেষ হয় বাগবাজার-কুমারটুলি গঙ্গাঘাটে।  
বিশদ

এই মরশুমেই বাগানে খেলতে চেয়েছিলেন প্লাজা 

কল্যাণী থেকে নিজস্ব প্রতিনিধি: রবিবার কল্যাণী স্টেডিয়ামের দুটি ভিভিআইপি বক্সের একটিতে ছিলেন চার্চিল আলেমাও, তাঁর মেয়ে ভালেঙ্কা এবং ছেলে স্যাভিও। ছোট ভাই জোয়াকিম আলেমাও এখন টিমের সঙ্গে যুক্ত নন। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিল এখন ক্ষমতায় নেই। স্যাভিও আর ভালেঙ্কাই দল চালান। 
বিশদ

ম্যাঞ্চেস্টার ডার্বিতে হেরে খেতাবের আশা ছাড়লেন পেপ গুয়ার্দিওলা 

লন্ডন, ৮ ডিসেম্বর: মর্যাদার লড়াইয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে হার মানসিকভাবে বড়সড় ধাক্কা দিয়েছে ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলাকে। শনিবার রাতে রেড ডেভিলদের কাছে ২-১ গোলে হারের পর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের আশা কার্যত ছেড়ে দিয়েছেন তিনি। 
বিশদ

রোনাল্ডোকে টপকে লা লিগায় সর্বাধিক হ্যাটট্রিক মেসির 

মাদ্রিদ, ৮ ডিসেম্বর: ম্যাচ শুরুর আগে ষষ্ঠ ব্যালন ডি’ওর শূন্যে তুলে ধরলেন লায়োনেল মেসি। তাঁর লক্ষ্য, নু-ক্যাম্পে হাজির ফুটবল অনুরাগীরা। এমন একটা দিনে নিজেকে ছাপিয়ে গেলেন মেসি। স্প্যানিশ লা লিগায় এমএলটেনের হ্যাটট্রিকের দৌলতে বার্সেলোনা ৫-২ গোলে চূর্ণ করল রিয়াল মায়োরকাকে। 
বিশদ

রোনাল্ডোর গোলে এগিয়ে গিয়েও হার জুভেন্তাসের 

তুরিন (ইতালি), ৮ ডিসেম্বর: ম্যাচের ২৫ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে এগিয়ে গিয়েও সিরি ‘এ’ লিগে লাজি’র কাছে ১-৩ গোলে হেরে গেল জুভেন্তাস। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাসের এটি মরশুমের প্রথম হার। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবলে দু’নম্বরে অবস্থান করছে মরিসিও সারির দল। 
বিশদ

ঘরে ফিরলেন খো খো খেলায় স্যাগে সোনা জেতা চুঁচুড়ার মেয়ে ঈশিতা 

বিএনএ, চুঁচুড়া: খো খো প্রতিযোগিতায় দেশকে জিতিয়ে ঘরে ফিরলেন চুঁচুড়ার সোনার মেয়ে ঈশিতা। ঈশিতা বিশ্বাস সাউথ এশিয়ান গেমসের সোনাজয়ী ভারতীয় খো খো দলের সদস্য ছিলেন। শুধু তাই নয়, সর্বকনিষ্ঠ এই খেলোয়াড় ভারতীয় দলে বাংলার একমাত্র প্রতিনিধি ছিলেন। দলের সর্বোচ্চ স্কোরও তাঁরই। 
বিশদ

ক্লাবে কোচ বদলের হওয়া, গো-ব্যাক স্লোগান শুনতে হল কিবু ভিকুনাকে 

কল্যাণী থেকে নিজস্ব প্রতিনিধি: গত ১ জুলাই মোহন বাগানের দায়িত্ব নিয়ে বড় বড় ডায়ালগ দিয়েছিলেন মোহন বাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। মোহন বাগান তাঁবুতে সচিবের ঘরে বসে বলেছিলেন,‘আমি মোহন বাগানকে ট্রফি দিতে এখানে এসেছি। ভিক্টোরিয়া বা ইকো পার্ক দেখতে কলকাতায় আসিনি। 
বিশদ

মনবীরের গোলে জয় গোয়ার 

হায়দরাবাদ, ৮ ডিসেম্বর: রবিবার আইএসএলের ম্যাচে এফসি গোয়া ১-০ গোলে হারাল হায়দরাবাদ এফসি’কে। ৬৮ মিনিটে এফসি গোয়ার হয়ে জয়সূচক গোলটি করেন মনবীর সিং। সপ্তম ম্যাচে তৃতীয় জয় পেল গোয়া। তারা ১২ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবলে তিন নম্বরে অবস্থান করছে। 
বিশদ

অশোক দিন্দার ৩ উইকেট 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যপ্রদেশের বিরুদ্ধে ইডেনে প্রস্তুতি ম্যাচে বল হাতে ফের জ্বলে উঠলেন বাংলার তারকা পেসার অশোক দিন্দা। রবিবার, ম্যাচের প্রথম দিনে দিন্দা তুলে নিয়েছেন তিনটি উইকেট। তিনি বুঝিয়ে দিলেন, কেন তাঁকে এখনও বাংলা দলের দরকার।  
বিশদ

আজ শুরু রনজি ট্রফি 

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর: আপাতত সামনে কোনও টেস্ট সিরিজ নেই। সেই ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর। তাই আপাতত ম্যাচ প্র্যাকটিসের সুযোগ কাজে লাগাতে রনজি ট্রফিতে খেলবেন ভারতীয় টেস্ট দলের তারকারা। সৌরাষ্ট্রের হয়ে ব্যাট হাতে নামবেন চেতেশ্বর পূজারা। মুম্বইকে ভরসা জোগাবেন অজিঙ্কা রাহানে। 
বিশদ

সাক্ষীর সোনা 

কাঠমান্ডু, ৮ ডিসেম্বর: ওলিম্পিকসে ব্রোঞ্জ জয়ী কুস্তিগির সাক্ষী মালিক সাউথ এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিলেন। সাক্ষী ৬২ কেজি ক্যাটাগরিতে সোনা পেলেন।  বিশদ

 বোলিং নিয়ে চিন্তার মাঝেও আজ সিরিজে চোখ বিরাটের

তিরুবনন্তপুরম, ৭ ডিসেম্বর: বিরাট বিক্রমে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে উড়িয়ে দেওয়ার পর এখন টি-২০ সিরিজে চোখ ‘টিম ইন্ডিয়া’র। রবিবার, দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ২০৮ রানের রেকর্ড টার্গেট তাড়া করে সহজে ম্যাচ জেতায় ভারতীয়দের মনোবল তুঙ্গে।
বিশদ

08th  December, 2019

Pages: 12345

একনজরে
বিএনএ, সিউড়ি ও সংবাদদাতা, শান্তিনিকেতন: লাভপুরে একই পরিবারের তিন ভাইয়ের হত্যা মামলায় নতুন করে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল পুলিস। নতুন করে চার্জশিটে নাম জুড়ল বিজেপি নেতা মনিরুল ইসলামের।  ...

সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডে নির্মিত পুরসভার প্যাথলজিক্যাল পরীক্ষাগার বেসরকারিকরণ হতে চলেছে। ‌বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গেছে। এই বিষয়ে ...

প্রসেনজিৎ কোলে, কলকাতা: এক সপ্তাহের মাথায় দেশজুড়ে টোলপ্লাজাগুলিতে কেবলমাত্র একটি করে লেনে ছাড় দিয়ে বাধ্যতামূলকভাবে চালু হতে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে টোল সংগ্রহের ব্যবস্থা। এই ব্যবস্থা চালু করতে গেলে গাড়িতে থাকতেই হবে ফাস্ট্যাগ।  ...

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর: চলতি বছরের নভেম্বর মাসে গাড়ির উৎপাদন ৪.৩৩ শতাংশ বৃদ্ধি করল মারুতি সুজুকি ইন্ডিয়া (এমএসআই)। বাজারে চাহিদা না থাকায় টানা ন’মাস ধরে গাড়ির উৎপাদন কমিয়ে এনেছিল সংস্থাটি। মারুতি সুজুকি ইন্ডিয়া তরফে জানানো হয়েছে, নভেম্বর মাসে ১ লক্ষ ৪১ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মাঝে মধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযো ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৮৩: অন্ধকবি সুরদাসের জন্ম
১৮৯৮: বেলুড় মঠ প্রতিষ্ঠিত হল
১৬০৮: ইংরেজ কবি জন মিলটনের জন্ম
১৯৪৬: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জন্ম
১৯৪৬: অভিনেতা শত্রুঘ্ন সিনহার জন্ম
২০১১: আমরি হাসপাতালে আগুন 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৪৯ টাকা ৭২.১৯ টাকা
পাউন্ড ৯২.২০ টাকা ৯৫.৫৪ টাকা
ইউরো ৭৭.৭৫ টাকা ৮০.৭৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
07th  December, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮, ৩৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬, ৪২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬, ৯৬৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৩, ৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৩, ৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
08th  December, 2019

দিন পঞ্জিকা

২২ অগ্রহায়ণ ১৪২৬, ৯ ডিসেম্বর ২০১৯, সোমবার, দ্বাদশী ৯/২৩ দিবা ৯/৫৪। ভরণী ৫৭/৯ শেষ রাত্রি ৫/০। সূ উ ৬/৮/৫৩, অ ৪/৪৮/২৯, অমৃতযোগ দিবা ৭/৩৩ মধ্যে পুনঃ ৮/৫৮ গতে ১১/৬ মধ্যে। রাত্রি ৭/২৮ গতে ১১/২ মধ্যে পুনঃ ২/৩৫ গতে ৩/৩০ মধ্যে, বারবেলা ৭/২৭ গতে ৮/৪৮ মধ্যে পুনঃ ২/৮ গতে ৩/২৮ মধ্যে, কালরাত্রি ৯/৪৮ গতে ১১/২৮ মধ্যে। 
২২ অগ্রহায়ণ ১৪২৬, ৯ ডিসেম্বর ২০১৯, সোমবার, দ্বাদশী ৭/১০/১১ দিবা ৯/২/২২। ভরণী ৫৭/৩১/১০ শেষরাত্রি ৫/১০/২৬, সূ উ ৬/১০/১৮, অ ৪/৪৯/১, অমৃতযোগ দিবা ৭/৩৯ মধ্যে ও ৯/৪ গতে ১১/১১ মধ্যে এবং রাত্রি ৭/৩১ গতে ১১/৫ মধ্যে ও ২/৪০ গতে ৩/৩৪ মধ্যে, কালবেলা ৭/৩০/৮ গতে ৮/৪৯/৫৯ মধ্যে, কালরাত্রি ৯/৪৯/৩০ গতে ১১/২৯/৪০ মধ্যে।
১১ রবিয়স সানি 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। বৃষ: কারও সঙ্গে পুরানো সম্পর্ক থাকলে তা ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৪৮৩: অন্ধকবি সুরদাসের জন্ম১৮৯৮: বেলুড় মঠ প্রতিষ্ঠিত হল১৬০৮: ইংরেজ কবি ...বিশদ

07:03:20 PM

এটিএম জালিয়াতির ঘটনায় দিল্লিতে গ্রেপ্তার রোমান নাগরিক 

06:22:00 PM

ফি বৃদ্ধির প্রতিবাদে জেএনইউ পড়ুয়াদের মিছিলে লাঠিচার্জ করল পুলিস 

04:29:13 PM

ডোপিংয়ের অভিযোগে ওলিম্পিক থেকে চার বছরের জন্য নির্বাসিত রাশিয়া 

04:12:10 PM

কর্ণাটক বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের হার, পরিষদীয় দলনেতার পদ থেকে পদত্যাগ সিদ্দারামাইয়ার

03:56:19 PM