ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ... বিশদ
পুলিস সূত্রে খবর, আহত যুবকটির নাম প্রসেনজিত রায় (২৩)। প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার পর প্রসেনজিতের বাবা নরেশ চন্দ্র রায় পিঙ্কিকে বিয়ে করেন। অভিযোগ, বিয়ের পর থেকে প্রসেনজিতের উপর বিভিন্ন রকম অত্যাচার করতেন পিঙ্কি। এই নিয়ে প্রসেনজিত তাঁর বাবা নরেশকে একাধিকবার অভিযোগও জানিয়েছিলেন। কিন্তু নরেশ কর্মসূত্রে শিলিগুড়িতে থাকতেন। বৃহস্পতিবার দুপুরে প্রসেনজিত খিদের জ্বালায় পিঙ্কির কাছে ভাত চান। তখনই পিঙ্কি তাঁকে মারধর করে বলে অভিযোগ। কিন্তু তা-ও রাগ না মেটায় তিনি একটি ধারাল অস্ত্র দিয়ে প্রসেনজিতের মাথায় কোপ মারেন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রসেনজিত। এমনকী, তাঁকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার চেষ্টাও করেন বলে অভিযোগ উঠেছে পিঙ্কির বিরুদ্ধে। চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। তাঁরা প্রসেনজিতকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। পিঙ্কি পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে যান। পরে কোতোয়ালি থানার পুলিস তাঁকে আটক করেছে।