Bartaman Patrika
দেশ
 

অনড় দু’পক্ষই, আজ কৃষক সংগঠনের
সঙ্গে ফের বৈঠকে বসছে মোদি সরকার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অনড় দু’পক্ষই। কৃষকদের দাবি, অবিলম্বে আইন বাতিল করা হোক। সরকারের বক্তব্য, আইনে কোথায় আপত্তি বলুন। এই পরিস্থিতিতেই আজ বৃহস্পতিবার ফের মুখোমুখি বসছেন আন্দোলনরত কৃষক সংগঠনের প্রতিনিধি এবং মোদি সরকার। এই নিয়ে চতুর্থ দফার বৈঠকে বসতে চলেছেন উভয়পক্ষ। কৃষক সংগঠনের  সঙ্গে বৈঠকের আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে আলোচনায় বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 
তবে শুধু কৃষি আইনই নয়, সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ সংশোধন বিল খারিজের দাবিও। কোনওভাবেই এই  বিল আনা যাবে না বলে সরব হয়েছেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা। গত মঙ্গলবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে এই বিষয়ে আভাসও দেওয়া হয়েছে। এবার তা নিয়েও চাপ বাড়ানো হবে। কৃষক সংগঠনের অভিযোগ, এই বিল সং঩শোধন হয়ে আইন হলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার পুরোটাই পুঁজিবাদীদের হাতে চলে যাবে। আরও বিপদে পড়বেন কৃষকরা। তাই এই বিলও প্রত্যাহার করতে হবে। 
কৃষি আইনের ক্ষেত্রে তাঁদের বক্তব্য, ঩নিশ্চিত করতে হবে এমএসপিও (ন্যূনতম সহায়ক মূল্য)। হয় নতুন আ‌ই঩নের কোনও ধারায় তা যুক্ত হোক, আর তা সম্ভব না হলে নতুন করে আনা হোক এমএসপি সংক্রান্ত আইন। মোটের উপর কৃষকের উৎপাদন খরচের বেশি অর্থ নিশ্চিত করতে সরকারি সিলমোহর চান কৃষকরা। যদিও সরকার কৃষকদের চাপে আইন বাতিল করতে রাজি নয়। প্রয়োজনে কিছু সংশোধন হতে পারে মাত্র। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের বক্তব্য, তিনটি আইনই কৃষকদের ভালোর জন্য। তাও যদি আইনের কোনও অংশ নিয়ে কৃষকদের মনে আশঙ্কা থাকে, তা নিয়ে আলোচনা করতে সরকারের দরজা সব সময় খোলা। কিন্তু আইন বাতিলের প্রশ্নই নেই। 
অন্যদিকে, আন্দোলনরত কৃষক সংগঠনের পাল্টা মন্তব্য, যে আইনের পুরোটাই খারাপ, তার আবার সংশোধন কী? আন্দোলনরত সংগঠনের অন্যতম অল ইন্ডিয়া কিষাণ সভার সাধারণ সম্পাদক তথা সিপিএমের প্রাক্তন এমপি হান্নান মোল্লা বলেন, ‘এই তিনটি আইনই আসলে ধাপ্পাবাজি। কৃষকদের উপার্জন বৃদ্ধির নামে জুমলা। তাই এর কোনও সংশোধন নয়, পুরোটাই বাতিল করতে হবে। নইলে আন্দোলন চলবে।’ প্রয়োজনে সংসদের বিশেষ অধিবেশন ডেকে আইন বাতিলের দাবিও করেছে সংগঠনের একাংশ। ওদিকে, এই ইস্যুকে সমর্থন করে আগামীদিনে  মোটর ট্রান্সপোর্ট সংগঠন ধর্মঘটের হুমকি দিয়েছে। সরকার কৃষকদের দাবি না মানলে আগামী ৮ ডিসেম্বর দেশজুড়ে এই ধর্মঘট হতে পারে। ফলে সব মিলিয়ে প্রবল চাপে মোদি সরকার। কৃষক সংগঠনের সঙ্গে চতুর্থ দফার আলোচনায় বসার আগে বুধবার ফের নিজেদের মধ্যে স্ট্র্যাটেজি বৈঠক সারেন অমিত শাহ, পীযূষ গোয়েল এবং নরেন্দ্র সিং তোমার। এরই মধ্যে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে রাহুল গান্ধী বলেছেন, কৃষকদের ধোঁকা দেওয়া বন্ধ করো। সুর চড়িয়ে এআইসিসি মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার দাবি, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃষকদের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে হবে। 
03rd  December, 2020
সক্রিয় ভ্যাকসিন জাল চক্র,
সতর্ক করল ইন্টারপোল

ভ্যাকসিন আসার আগেই জাল ওষুধ চক্র নিয়ে নিয়ে গভীর আশঙ্কা শুরু হয়ে গেল। ইন্টারপোল খবর পেয়েছে, নকল প্রতিষেধকে ছেয়ে যেতে পারে বাজার। অর্থাৎ একবার বিভিন্ন সংস্থার ভ্যাকসিন সাধারণ মানুষের ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়ে আসতে শুরু করলেই জাল করার চক্র সক্রিয় হয়ে উঠবে। আর তাই রাষ্ট্রসঙ্ঘের সদস্য ১৯৪টি দেশকেই সতর্ক করে দিয়েছে এই আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা। ভারতেও এসে পৌঁছেছে সেই সতর্কবার্তা। বিশদ

সরকার-কৃষক বৈঠক
নিস্ফলা, কাল ফের কথা

আন্দোলনরত কৃষক সংগঠনের ৪০ জন নেতার সঙ্গে তিন কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক চলল প্রায় সাত ঘণ্টা। কিন্তু কৃষক প্রতিনিধিদের মন জয়ে এবারও ব্যর্থ হলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী নরেন্দ্র সিং তোমার ও খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল। মিলল না সমাধান। উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সোম প্রকাশ সহ কেন্দ্রীয় কৃষি সচিব সঞ্জয় আগরওয়ালও। অনড় কৃষকদের দাবি, আইন বাতিল করতেই হবে। বিশদ

রক্ত দিয়ে চিঠি লিখব মোদিকে,
হুঁশিয়ারি বিক্ষোভরত কৃষকদের

‘এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখব রক্ত দিয়ে।’ বৃহস্পতিবার যখন দিল্লিতে কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে কেন্দ্রীয় সরকার, তখনই দিল্লি-হরিয়ানা সীমানার তিক্রিতে অবরোধ করে রাখা কৃষকেরা এই হুঁশিয়ারি দিয়েছেন। স্পষ্টতই ওই হুমকি রক্তচাপ বাড়িয়েছে সরকার পক্ষের। পরিস্থিতি যাতে ফের উত্তপ্ত হয়ে না ওঠে, সেই কারণে তিক্রিতে বন্দোবস্ত করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তার। বিশদ

কৃষকের উপর লাঠি চালানোর
ছবি নিয়ে সরগরম দিল্লি

সত্যিই দিল্লি-হরিয়ানা সীমানায় সিংঘুতে বিক্ষোভরত কৃষকদের উপর চড়াও হয়েছিল সিআরপিএফ। চলেছিল জল কামান। আর তাতে জখম হয়েছিলেন অনেকে। জখম কৃষকদের মধ্যে রয়েছেন সুখদেব সিং। লাঠি উঁচিয়ে তাঁর দিকে সিআরপিএফ জওয়ানের তেড়ে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে। আর সেই সঙ্গে দেখা দিয়েছে বিতর্ক। সেই ছবি দেখিয়ে বিরোধীরা কৃষকদের উপর মোদি সরকারের দমননীতির তীব্র সমালোচনা করে। বিশদ

সরকারের মধ্যাহ্নভোজনের
অনুরোধ ফেরালেন কৃষকরা

দেশের অন্নদাতাদের অন্ন সংস্থানই সঙ্কটের মধ্যে পড়বে। এই আশঙ্কায় কৃষি আইনের বিরোধিতায় মুখর কৃষকরা। আটদিন ধরে দিল্লি সীমানায় তাঁরা অবস্থান করছেন। সেই আবহে সরকারের মধ্যাহ্নভোজনের প্রস্তাবকে বৃহস্পতিবার ফিরিয়ে দিলেন বিক্ষোভরত কৃষকরা। বিশদ

এ কে ৫৬ থেকে এম ৪ কার্বাইন,
অত্যাধুনিক অস্ত্র উদ্ধারে বড় সাফল্য

এম ৪ কার্বাইন। একটি গ্যাস অপারেটেড ক্লোজ কমব্যাট ওয়েপন। আধা-স্বয়ংক্রিয়। তিন রাউন্ড বার্স্ট মোডে গুলি ছুঁড়তে সক্ষম। মার্কিন সেনাবাহিনীর হাতে থাকা সরাসরি যুদ্ধের উপযোগী এই অত্যাধুনিক অস্ত্রই ঢুকে পড়েছে কাশ্মীরে। গত তিন বছর ধরে তা জঙ্গিদের কাঁধে। বিষয়টি নজরে আসার পর থেকেই সতর্ক নিরাপত্তা বাহিনী। পাক সেনার যোগসাজসের ইঙ্গিত স্পষ্ট। চলতি বছরে জঙ্গিদমন অপারেশনে উপত্যকা থেকে ৫টি এম ৪ কার্বাইন উদ্ধার হয়েছে। বিশদ

জানুয়ারিতেই দলের যাত্রা
শুরুর ঘোষণা রজনীকান্তের

রহস্য জিইয়ে রেখেছিলেন বহু বছর ধরে। চর্চা ও জল্পনার অন্ত ছিল না। অবশেষে অবসান হল সব জল্পনার। বৃহস্পতিবার সুপারস্টার রজনীকান্তের ঘোষণা, জানুয়ারি মাসেই যাত্রা শুরু হচ্ছে তাঁর রাজনৈতিক দলের। লড়বে তামিলনাড়ুর আসন্ন বিধানসভা ভোটেও। অর্থাৎ রাজনীতির ময়দানে ‘থালাইভা’র অভিষেক হতে চলেছে নতুন বছরের শুরুতেই। রজনীকান্তের এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তাঁর অগণিত অনুরাগী। বিশদ

করোনায় প্রাণ হারালেন ভোপাল
গ্যাস দুর্ঘটনায় বেঁচে যাওয়া শতাধিক ব্যক্তি

বেঁচে গিয়েছিলেন ৩৬ বছর আগে ইউনিয়ন কার্বাইডের লিক হওয়া মারণ গ্যাসের হাত থেকে। কিন্তু করোনা ভাইরাসের থাবা থেকে বাঁচতে পারলেন না। করোনায় আক্রান্ত হয়ে ভোপালে মৃত ৫১৮ জনের মধ্যে ১০২ জনই বিষাক্ত গ্যাস সারভাইভার। বিশদ

চীনের মোকাবিলায় তৈরি
ভারত: নৌসেনা প্রধান

চীন সহ যে কোনও দেশের হুমকি মোকাবিলায় প্রস্তুত ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার নৌসেনা দিবস উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিং। বিশদ

প্রয়াত মশালা কিং

একসময় দিল্লি স্টেশন থেকে কুতুব রোড অথবা করোলবাগ থেকে বড় হিন্দু রোড পর্যন্ত টাঙ্গা চালিয়ে উপার্জন করতেন পাকিস্তানের শিয়ালকোট থেকে আসা যুবকটি। বেশিদিন অবশ্য সেই কাজ করেননি তিনি। বিশদ

বিতর্কিত পিএফআইয়ের বিরুদ্ধে
দেশজুড়ে অভিযান চালাল ইডি

আর্থিক তছরুপ মামলায় দেশজুড়ে বিতর্কিত সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার (পিএফআই) অফিস ও শীর্ষ কর্তাদের বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরাজ্যে মুর্শিদাবাদ ও কলকাতার বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে আর্থিক লেনদেনের প্রচুর নথিপত্র। এই সংগঠনের বিরুদ্ধে নাগরিকত্ব সংশোধনী আইন, দিল্লির হাঙ্গামায় অংশ নেওয়া বিক্ষোভকারীদের আর্থিক মদত দেওয়ার অভিযোগ রয়েছে বলে দাবি ইডির। পাশাপাশি সন্ত্রাসবাদী কাজকর্মে এই সংস্থা অর্থ জোগাচ্ছে বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের বক্তব্য।  বিশদ

এইচডিএফসি ব্যাঙ্ককে নতুন ক্রেডিট কার্ড
ইস্যু না করার জন্য নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের

আপাতত নতুন ক্রেডিট কার্ড ইস্যু না করার জন্য এইচডিএফসি ব্যাঙ্ককে নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি, ব্যাঙ্কের ডিজিটাল ২.০ কর্মসূচির অন্তর্গত যাবতীয় ব্যবসায়িক উদ্যোগ স্থগিত রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। তবে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ২ ডিসেম্বরের এই নির্দেশিকার জন্য ব্যাঙ্কের চালু ক্রেডিট কার্ড ও ডিজিটাল লেনদেনের উপর কোনও প্রভাব পড়বে না বলেই এইচডিএফসি ব্যাঙ্কের তরফে গ্রাহকদের আশ্বস্ত করা হয়েছে। বিশদ

লাদাখের একাংশ চীনের, উইকিপিডিয়ার
মানচিত্রের কড়া প্রতিক্রিয়া দিল দিল্লি

ট্যুইটারের পর এবার বিতর্কের কেন্দ্রে উইকিপিডিয়া। সংস্থার ওয়েবসাইটে আকসাই চীনকে জি জিনপিংয়ের দেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। এই ‘ভুল মানচিত্র’ সামনে আসতেই তীব্র ক্ষোভপ্রকাশ করেছে ভারত। অবিলম্বে তা সরিয়ে দেওয়ার জন্য নয়াদিল্লির তরফে এই মার্কিন সংস্থাকে কড়া বার্তা দেওয়া হয়েছে।  বিশদ

মালেগাঁও বিস্ফোরণ মামলা: আদালতে
গরহাজির অভিযুক্ত সাংসদ প্রজ্ঞা সিং

২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলার শুনানিতে বৃহস্পতিবার আদালতে হাজিরা দিলেন না অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। বিজেপির এই সাংসদ ছাড়াও ওই মামলার আরও তিন অভিযুক্ত রমেশ উপাধ্যায়, সুধাকর দ্বিবেদী এবং সুধাকর চতুর্বেদিও এদিন আদালতে হাজিরা দেননি। বিশদ

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ভাঙা রাস্তায় মর্নিং ওয়াকে বেরিয়ে হোঁচট খাচ্ছেন বৃদ্ধ-বৃদ্ধারা। বাচ্চাদের নিয়ে অত্যন্ত সাবধানে যাতায়াত করতে হয়। বেহাল রাস্তায় গাড়ির গতি একটু বেশি হলেই রয়েছে দুর্ঘটনার সম্ভাবনা।  ...

নয়া কৃষি আইনের প্রয়োগ রাজ্যে রুখে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছে বাম ও কংগ্রেস। তারা চায় অবিলম্বে বিধানসভার অধিবেশন ডাকা হোক। আলোচনার মাধ্যমে রাজ্যস্তরে তৈরি করা হোক একটি পাল্টা আইন। ...

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ভালো ফল করাই এখন লক্ষ্য টিম ইন্ডিয়ার। একদিনের সিরিজের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দলকে আরও শক্তপোক্ত করার চেষ্টা করবেন বলে ...

সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অভিযোগে জামাত উদ দাওয়ার মুখপাত্র ইয়াহিয়া মুজাহিদকে ১৫ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের একটি সন্ত্রাস দমন আদালত। মুজাহিদ ছাড়াও বুধবার জামাতের শীর্ষ নেতা জাফর ইকবালকে ১৫ বছর এবং হাফিজের শ্যালক আব্দুল রহমান মাক্কিকে ছ’মাসের কারাদণ্ড দিয়েছে লাহোরের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অতি সত্যকথনের জন্য শত্রু বৃদ্ধি। বিদেশে গবেষণা বা কাজকর্মের সুযোগ হতে পারে। সপরিবারে দূরভ্রমণের যোগ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

ভারতীয় নৌ দিবস
১১৩১- পারস্যের কবি ও দার্শনিক ওমর খৈয়ামের মৃত্যু
১৮২৯- সতীদাহ প্রথা রদ করলেন লর্ড বেন্টিঙ্ক
১৮৮৪- ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের জন্ম
১৯১০- ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি আর বেঙ্কটরামনের জন্ম
১৯২৪- মুম্বইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ার উদ্বোধন হল
১৯৭৭- ক্রিকেটার অজিত আগরকরের জন্ম  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৯৯ টাকা ৭৪.৭০ টাকা
পাউন্ড ৯৭.১৫ টাকা ১০০.৫৫ টাকা
ইউরো ৮৭.৯২ টাকা ৯১.১০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫০, ০৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭, ৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮, ২১০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৩, ৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৩, ৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৮ অগ্রহায়ণ, ১৪২৭, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০, চতুর্থী ৩৪/৫৫ রাত্রি ৮/৪। পুনর্বসু নক্ষত্র ১৮/৫২ দিবা ১/৩৯। সূর্যোদয় ৬/৬/৩, সূর্যাস্ত ৪/৪৭/৩৯। অমৃতযোগ দিবা ৬/৪৮ মধ্যে পুনঃ ৭/৩২ গতে ৯/৪০ মধ্যে পুনঃ ১১/৪৮ গতে ২/৩৯ মধ্যে পুনঃ ৩/২৩ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪১ গতে ৯/১৪ মধ্যে পুনঃ ১১/৫৪ গতে ৩/২৭ মধ্যে পুনঃ ৪/২০ গতে উদয়াবধি। বারবেলা ৮/৪৫ গতে ১১/২৬ মধ্যে। কালরাত্রি ৮/৬ গতে ৯/৪৬ মধ্যে।
১৮ অগ্রহায়ণ, ১৪২৭, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০, চতুর্থী রাত্রি ৫/৪৫। পুনর্বসু নক্ষত্র দিবা ১২/২৮। সূর্যোদয় ৬/৭, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৭/২ মধ্যে ও ৭/৪৪ গতে ৯/৫০ মধ্যে ও ১১/৫৭ গতে ২/৫১ মধ্যে ও ৩/২৭ গতে ৪/৪৮ মধ্যে এবং রাত্রি ৫/৪৫ গতে ৯/২১ মধ্যে ও ১২/৩ গতে ৩/৩৮ মধ্যে ও ৪/৩২ গতে ৬/৮ মধ্যে। বারবেলা ৮/৪৭ গতে ১১/২৮ মধ্যে। কালরাত্রি ৮/৮ গতে ৯/৪৮ মধ্যে। 
১৮ রবিয়ল সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আপনার আজকের দিনটি 
মেষ: সৃষ্টিশীল কাজে কৃতিত্বের সুযোগ। বৃষ: একাধিক উপায়ে অর্থাগমের সুযোগ। ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিনে 
ভারতীয় নৌ দিবস১১৩১- পারস্যের কবি ও দার্শনিক ওমর খৈয়ামের মৃত্যু১৮২৯- ...বিশদ

04:28:18 PM

আইএসএল: চেন্নাইকে ১-০ গোলে হারাল বেঙ্গালুরু 

09:32:56 PM

আইএসএল: চেন্নাই ০ বেঙ্গালুরু ১ (৫৫ মিনিট) 

08:52:01 PM

ফ্রান্সে বিজয় মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত
ফ্রান্সে বিজয় মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। যার আনুমানিক মূল্য ...বিশদ

07:31:00 PM

প্রথম টি-২০: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১ রানে জিতল ভারত

05:33:31 PM