Bartaman Patrika
রাজ্য
 

ঘরে খাবার নেই, তবলিগের খোঁচায় প্রাণ ওষ্ঠাগত
বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের

জীবানন্দ বসু, কলকাতা: করোনা কেন্দ্রিক লকডাউনের জেরে গত কয়েকদিনে তাঁদের স্বাভাবিক জীবনযাপন অনেকটাই দুর্বিষহ হয়ে উঠেছে। পর্যাপ্ত খাদ্য-রসদের অভাবই যে তার অন্যতম কারণ, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু গোদের উপর বিষফোঁড়ার মতো দিল্লির নিজামুদ্দিনে অনুষ্ঠিত তবলিগি জামাতে অংশগ্রহণকারীদের থেকে সারা দেশে করোনা ছড়িয়েছে— এই প্রচারের পর এখন স্থানীয় পুলিসের পাশাপাশি এলাকার বাসিন্দাদের হুমকির মুখে পড়তে হচ্ছে রোজ। নুন-তেল আনতে এক ঝলকের জন্য বস্তির ঘর থেকে বেরনোর কারণে লাঠিপেটাও খেতে হয়েছে কয়েকজনকে। পেটের তাগিদে গিয়ে এখন এটা দস্তুর হয়ে দাঁড়িয়েছে বাংলার নানা জেলা থেকে যাওয়া কয়েক হাজার সংখ্যালঘু গরিব মানুষের।
এই নিদারুণ অমানবিক অথচ বাস্তব পরিস্থিতির ছবি এখন লক্ষ্য করা যাচ্ছে রাজধানী দিল্লির লাগোয়া দুই বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ ও হরিয়ানায়। আরও নির্দিষ্টভাবে বললে নয়ডা, গাজিয়াবাদ, গুরগাঁও-এর মতো তল্লাটে। এই সব বর্ধিষ্ণু শিল্পাঞ্চল এলাকায় বাংলার কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ, নদিয়া প্রভৃতি জেলার বাসিন্দা কয়েক হাজার দিনমজুর মানুষের অনেকের ক্ষেত্রে এই অভিজ্ঞতা জুটেছে গত তিন-চার দিন ধরে। সংখ্যালঘুদের জন্য করোনা সর্বত্র ছড়িয়েছে— এই প্রচার চাউর করেই এলাকার সংখ্যাগুরু এবং বিত্তবান মানুষ এদের কার্যত এখন একঘরে করে দিয়েছে। পুলিসও মাঝে-মধ্যে এসে হুমকি দিয়ে যাচ্ছে, যাতে তাঁরা এক মুহূর্তের জন্যও তাঁদের এক চিলতে ঘরের চৌকাঠ না পেরন। ন্যূনতম রসদ ফুরানোর জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনতে গিয়ে দোকানের সামনে তাদের আলাদা লাইনে দাঁড় করানো হচ্ছে কোথাও কোথাও। দোকানদার সবাইকে আগে মাল সরবরাহের পর তবে দৃষ্টি দিচ্ছে তাদের দিকে। মুখে মাস্ক পরা থাকলেও কয়েকটি ক্ষেত্রে পুলিসের লাঠির ঘা’ও খেতে হয়েছে কাউকে কাউকে রাস্তায় বেরনোর অপরাধে।
নিজেদের এই করুণ অবস্থার কথা জানাচ্ছিলেন গুরগাঁও-এর ৪৬ নম্বর সেক্টরের ঝুপড়িবাসী নূর ইসলাম ব্যাপারী, নয়ডার ৪৯ নম্বর সেক্টরের অস্থায়ী বাসিন্দা আয়ুব আলি, গাজিয়াবাদে ডেরা বাঁধা সোনু এবং রুবেল হকরা। এঁদের সকলেরই মূল ভিটে কোচবিহারের দিনহাটা মহকুমার নানা গ্রামে। একইভাবে টেলিফোনে অবস্থার বর্ণনা দিয়েছেন মালদহের আদি বাসিন্দা জহিরুল মোল্লা, নদিয়ার ইয়াসিনের মতো পরিযায়ী শ্রমিকরা। এঁরা সকলেই কেউ কোনও স্থানীয় কারখানায় কাজ করেন, কেউ বা রাজমিস্ত্রি এবং জোগাড়ে। পরিবারে বেশি রোজগারের লক্ষ্যে এঁদের অনেকের সঙ্গে যাওয়া স্ত্রী’রা এই সব কাজে সাহায্যের পাশাপাশি কেউ কেউ বিত্তবানদের গৃহ পরিচারিকার দায়িত্বও সামলান। নূর, সোনু, আয়ুবরা মঙ্গলবার বললেন, লকডাউনের জন্য কাজ হারিয়ে কোনওক্রমে এতদিন কাটিয়েছি। নানা জায়গায় খবর দেওয়া সত্ত্বেও স্থানীয় প্রশাসনের তরফে ত্রাণ বলতে কিছু পাইনি। থানা কেবল নাম লিখেই দায়িত্ব সেরেছে। মজুত রসদ ফুরিয়ে যাওয়ায় দারুণ সমস্যায় পড়েছি আমরা। সবচেয়ে বড় কথা, কাছে থাকা হাতে গোনা টাকা দিয়ে কিছু কিনতে যাওয়ারও উপায় নেই এখন। বাইরে বেরলেই কখনও পুলিস, কখনও বা স্থানীয় মাতব্বররা লাঠি নিয়ে রে রে করে আসছে। বলছে, নিজামুদ্দিনের ঘটনা প্রমাণ করেছে যে দেশে সংখ্যালঘুদের জন্যই করোনা বেশি ছড়িয়েছে। তাই আমরা খেতে পাই বা না পাই, ঘরের বাইরে এক কদমও রাখা চলবে না। গুরগাঁও-তে স্থানীয় চৌকির পুলিস আমাদের বলে দিল, কয়েকদিন না খেলে কিছু হবে না। দিন কয়েক এই অবস্থায় থাকার পর ফের খোঁজ নিও ত্রাণের ব্যাপারে। আবার আমাদের বউরা কাজের বাড়িতে গেলেও একই ব্যবহার পেয়েছে। গৃহকর্তারা মাস মাইনে ধরিয়ে আর তাদের বাড়িমুখো না হওয়ার ফতোয়া দিয়েছে। একই দেশের নাগরিক আমরা। কী অমানবিক ভাবুন এখানকার স্থানীয় মানুষ থেকে প্রশাসন। মোবাইলের কথাবার্তা শেষে ওঁদের সকলেরই আর্জি একটাই— প্লিজ দিদিকে বলুন আমাদের এই অবস্থার কথা।

আক্রান্ত বেড়ে ৬৯, আগে মৃত আরও
দু’জন করোনারই শিকার, জানাল রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৯। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্য জানিয়ে বলেন, এর মধ্যে ৯টি পরিবার থেকেই ৬০ জন সদস্য রয়েছেন। বিশদ

কোথায় ভাঙছে লকডাউন,
ড্রোন উড়িয়ে খুঁজবে রাজ্য পুলিস

 শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: কোথায় কোথায় লকডাউন ভাঙা হচ্ছে, তা দেখতে ড্রোন ওড়ানোর পরিকল্পনা নিল পুলিস। তাতে যে চিত্র ধরা পড়বে, তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য পুলিস সূত্রে ইঙ্গিত মিলেছে। তাই হাতে থাকা ড্রোনগুলির অবস্থা কী, তা নিয়ে খোঁজখবর শুরু হয়েছে। একই সঙ্গে বিভিন্ন জেলা থেকে ড্রোন চেয়ে সদর দপ্তরে অনুরোধ আসছে বলেও জানা যাচ্ছে।
বিশদ

খোলা বাজারে চাল সরবরাহ বজায় নিশ্চিত
করতে রাইস মিলগুলি চালু রাখার উদ্যোগ

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের ভাঁড়ারে এখন যে পরিমাণ চাল আছে, তাতে আগামী কয়েক মাস রেশনে সরবরাহ করতে কোনও সমস্যা হবে না। কিন্তু, খোলা বাজারে সরবরাহ বজায় রাখতে লকডাউন পরিস্থিতিতে রাইস মিলগুলি চালু রাখতে সক্রিয় হয়েছে রাজ্য সরকার। বিশদ

গত আট মাসে রেকর্ড ফোন
‘করোনা’ নিয়ে ফোনের
বন্যা ‘দিদিকে বলো’তে

 অর্ক দে, কলকাতা: নানা রকমের সরকারি ভাতা না পাওয়া থেকে শুরু করে প্রকল্পে ঘর না মেলার অভিযোগ, কাটমানি কিংবা এলাকায় শাসকদলের একাংশের তোলাবাজি, গত সাত-আট মাসের সেইসব চেনা ফোন উঠাও। ‘দিদিকে বলো’র ফোন এখন শুধুই ‘করোনা’ময়।
বিশদ

হোম কোয়ারেন্টাইনে কলকাতা
পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ির চেম্বারে এক্স-রে রিপোর্ট নিয়ে এসেছিলেন রোগী। স্বাভাবিকভাবে সেই রোগীর এক্স-রে রিপোর্ট দেখেছিলেন কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য বিভাগের উপদেষ্টা ডাঃ তপন মুখোপাধ্যায়। এরপর সেই রোগী অ্যাপোলো হাসপাতালে বুকে সংক্রমণের সমস্যা নিয়ে ভর্তি হন। বিশদ

 মুখ্যমন্ত্রীর তৈরি কমিটিতে নতুন আরও ৪ বিশেষজ্ঞ

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অর্থনীতির দিশা দিতে সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষজ্ঞ কমিটি তৈরির ঘোষণা করেন। সেই কমিটিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা ডঃ স্বরূপ সরকারকে রাখার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদ

 মমতার করোনা তহবিলের জন্য মন্ত্রী,
বিধায়কদেরও ৩০% প্রাপ্য কাটা হোক
ধনকারের আর্জিতে সায় বিরোধীদের

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা সংক্রমণ রুখতে প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামো তৈরি ও লকডাউন জনিত আর্থিক দুরবস্থার হাল থেকে দেশবাসীকে রক্ষা করতে তামাম এমপি এবং কেন্দ্রীয় মন্ত্রীদের বেতন-ভাতায় ৩০ শতাংশ কোপ পড়েছে। বিশদ

আঞ্চলিক ভাষার পরীক্ষা বাতিল করে হিন্দির
আধিপত্যই চাইছে দিল্লি, মত শিক্ষামহলের

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হিন্দি যে ভারতের রাষ্ট ভাষা নয়, তা সাম্প্রতিককালে ওঠা বিভিন্ন বিতর্কে মানুষ জেনে গিয়েছে। কিন্তু বাংলা সহ আঞ্চলিক ভাষাগুলিকে দুয়োরানি করে রাখার প্রবণতা যে দিল্লির এখনও আছে, তা আরও একবার প্রমাণিত হয়েছে সিবিএসই-র সিদ্ধান্তে।
বিশদ

‘দুঃস্থ’ আইনজীবীদের সঙ্কটে পড়ার আশঙ্কা
ই-ফাইলিং চালু হলেও কলকাতা হাইকোর্টে ইন্টারনেটে মামলার শুনানি নামমাত্র

 পল্লব চট্টোপাধ্যায়, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে কলকাতা হাইকোর্টে ইন্টারনেট ব্যবহার করে মামলা দায়ের করার প্রচেষ্টা বছর আটেক আগে অঙ্কুরেই ধামাচাপা পড়েছিল সংখ্যাগুরু আইনজীবীদের বিরোধিতায়। অথচ, বর্তমান অবস্থায় ইন্টারনেট ভিত্তিক মামলা দায়ের করা থেকে শুরু করে শুনানির প্রচলন হয়েছে রাজ্যের শীর্ষ আদালতে। বিশদ

নেট পরিষেবা দুর্বল
অনলাইনে ছেড়ে ই-মেল, হোয়াটসঅ্যাপে
পাঠ দিচ্ছে অনেক কলেজ-বিশ্ববিদ্যালয়

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লকডাউনের ফলে স্কুল থেকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান—সকলেরই চিন্তা ছিল, সিলেবাস শেষ হবে কী করে! তাই অনলাইন ক্লাস নেওয়ার প্রস্তুতি নেয় অনেক কলেজ-বিশ্ববিদ্যালয়। শুরু হয় সেই পদ্ধতিতে পাঠদানও।
বিশদ

 মমতার পাশে বাম নেতৃত্ব, সব জেলায় স্মারকলিপি দিয়ে পরিস্থিতি জানবে কংগ্রেস

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকারের সঙ্গে একযোগে কাজ করবে বামেরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে এক প্রতিনিধিদল মঙ্গলবার নবান্নে গিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে। বিশদ

করোনার জেরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া
পিছিয়ে যাওয়ায় চিন্তিত চাকরিপ্রার্থীরা

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাজারো উৎকণ্ঠার জন্ম দিয়েছে কোভিভ-১৯। তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে, শিক্ষকতার চাকরিপ্রার্থীদের উদ্বেগ। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পুরসভা ভোটের পরই নেওয়া হবে টেট। সেই ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন চাকরিপ্রার্থীরা। বিশদ

 বিক্রি হয়নি, ঘরে মজুত বাজি দিয়েই আনন্দ, দাবি ব্যবসায়ী সমিতিগুলির

 রাহুল চক্রবর্তী, কলকাতা: সেল, চকলেট বোমা, তুবড়ি, রংমশালে রবিবারের ন’টা তখন কালীপুজোর রাত! মাঝ চৈত্রে যেন অকাল দীপাবলি। করোনা নিয়ে আতঙ্কের মধ্যেই কয়েক মিনিট বাজি ফাটিয়ে আনন্দ উপভোগের চেষ্টা আম বাঙালি। বিশদ

 বেতন বকেয়া ৫৩টি জুটমিলের কর্মীদের
লকডাউনের ‘হপ্তা’ অমিল

  বিএনএ, বারাকপুর: রাজ্যের ৫৩টি জুটমিলের লক্ষাধিক শ্রমিক লকডাউনের ‘হপ্তা’ পেলেন না। লকডাউনের আগে কাজ করার মজুরি মিলেছে। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই লকডাউনের সময়কালে শ্রমিকদের বেতন দেওয়ার নির্দেশ জারি করেছিল। বিশদ

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, কাঁথি: গাছের ডাল কাটতে গিয়ে তা ছিটকে বুকে এসে লাগায় অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। পটাশপুর থানার রামনগর এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃতের নাম লক্ষ্মণ মাইতি(৩৭)।   ...

 কিয়েভ (ইউক্রেন), ৭ এপ্রিল (এপি): করোনা আতঙ্কের মধ্যে চেরনোবিল পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া নিয়ে ইউক্রেনে আতঙ্ক তৈরি হয়েছে। পরমাণু কেন্দ্র লাগোয়া জঙ্গলে দাবানল লেগে যাওয়ার এই বিপত্তি তৈরি হয়েছে। ...

 সঞ্জয় গঙ্গোপাধ্যায়, কলকাতা: করোনা মোকাবিলার পাশাপাশি ডেঙ্গু দমনেরও প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। করোনার প্রকোপের মধ্যে ডেঙ্গু যাতে নতুন করে মাথাব্যথার কারণ না হয়, সে ব্যাপারে সোমবারই প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ...

  ফতেপুর (উত্তরপ্রদেশ), ৭ এপ্রিল (পিটিআই): দুই কিশোর-কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের ফতেপুরের মালাওয়াইনে। পুলিশ আত্মহত্যা বললেও এই মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। কারণ, কিশোরের পরিবারের দাবি, দু’জনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায় বাড়তি বিনিয়োগ প্রত্যাশিত সাফল্য নাও দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি শ্বাসকষ্ট ও বক্ষপীড়ায় শারীরিক ক্লেশ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৫৭: বাংলার নবাব আলীবর্দী খাঁ মারা যান।
১৭৫৯: ব্রিটিশ বাহিনী ভারতের মাদ্রাজ দখল করে।
১৮৫৭: বারাকপুরে সিপাহি বিদ্রোহের নায়ক মঙ্গল পাণ্ডের ফাঁসি
১৮৯৪: সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯০২: কলকাতায় মূক ও বধির বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯২৯: দিল্লির সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা ছুঁড়ে ধরা পড়লেন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত
১৯৫০: ভারত পাক চুক্তি স্বাক্ষর করলেন লিয়াকত-নেহরু
১৯৫০: বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর মৃত্যু
১৯৭৩: স্পেনের চিত্রশিল্পী পাবলো পিকাসোর মৃত্যু
১৯৭৬: ফুটবলার গোষ্ঠপালের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৫.০৯ টাকা ৭৬.৮১ টাকা
পাউন্ড ৯১.৫৭ টাকা ৯৪.৮৬ টাকা
ইউরো ৮০.৬৮ টাকা ৮৩.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

২৪ চৈত্র ১৪২৬, ৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, (চৈত্র শুক্লপক্ষ) চতুর্দশী ১৬/২৬ দিবা ১২/২। উত্তরফাল্গুনী ৯/৩০ দিবা ৯/১৫। সূ উ ৫/২৭/২৬, অ ৫/৫০/১৬, অমৃতযোগ দিবা ৭/৫৭ গতে ১০/২৫ মধ্যে পুনঃ ১২/৫৩ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২১ গতে ৫/০ মধ্যে। রাত্রি ৬/৩৬ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১৫ মধ্যে পুনঃ ১/৩৫ গতে ৩/৮ মধ্যে। বারবেলা ৭/০ গতে ৮/৩৩ মধ্যে পুনঃ ১/১২ গতে ২/৪৪ মধ্যে। কালরাত্রি ৭/১৭ গতে ৮/৪৪ মধ্যে।
২৪ চৈত্র ১৪২৬, ৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, চতুর্দশী ১৩/৫৮/১৪ দিবা ১১/৪/৯। উত্তরফাল্গুনী ৭/১০/১০ দিবা ৮/২০/৫৫। সূ উ ৫/২৮/৫১, অ ৫/৫০/৫৪। অমৃতযোগ দিবা ৭/৫৪ গতে ১০/২৩ মধ্যে ও ১২/৫৩ গতে ২/৩২ মধ্যে ও ৩/২২ গতে ৫/১ মধ্যে এবং রাত্রি ৬/৩৭ মধ্যে ও ৮/৫৬ গতে ১১/১৫ মধ্যে ও ১/৩৩ গতে ৩/৬ মধ্যে। বারবেলা ৭/১/৩৬ গতে ৮/৩৪/২২ মধ্যে, কালবেলা ১/১২/৩৮ গতে ২/৪৫/২৩ মধ্যে।
১৩ শাবান

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
১৭৫৭: বাংলার নবাব আলীবর্দী খাঁ মারা যান।১৭৫৯: ব্রিটিশ বাহিনী ভারতের ...বিশদ

07:03:20 PM

করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক মুখ্যসচিবের 

09:27:00 PM

করোনা: বিশ্বে সুস্থ হয়ে গিয়েছেন ৩ লক্ষেরও বেশি রোগী
বিশ্বে করোনা যেমন কেড়ে নিচ্ছে বহু প্রাণ, তেমনি সুস্থও হয়ে ...বিশদ

08:59:28 PM

রামপুরহাটে ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন সুরচিয়া জঙ্গলে আগুন, অকুস্থলে দমকলের ২টি ইঞ্জিন

08:04:00 PM

আজ হুগলি, নদীয়া, বীরভূমে ঝড়-বৃষ্টির সম্ভাবনা 

07:56:00 PM

এবার বিনামূল্যেই হবে করোনা পরীক্ষা, জানাল সুপ্রিম কোর্ট
অনুমোদিত সরকারি বা বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষা বিনামূল্যে করা হবে। ...বিশদ

07:22:52 PM