Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

বীরভূম জেলা প্রশাসন
কোয়ারেন্টাইন সেন্টারে জেলার বাসিন্দাদের
অবসাদ কাটাতে এবার দেখানো হবে সিনেমা 

রামকুমার আচার্য, সিউড়ি, বিএনএ: কোয়ারেন্টাইন সেন্টারে থাকা লোকজনের মানসিক অবসাদ কাটাতে সিনেমা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বীরভূম জেলা প্রশাসন। প্রজেক্টারের মাধ্যমে সেইসব সেন্টারে সিনেমা দেখানো হবে। জেলায় যেসব বাসিন্দা নন হোম কোয়ারেন্টাইনে আছেন, তাঁদের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এব্যাপারে জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, যেসব মানুষ কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন তাঁদের মানসিক অবসাদ কাটাতে ও পাশে দাঁড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইন্ডোর গেমের ব্যবস্থা যেমন করা হয়েছে, তেমনি সিনেমা দেখানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। জেলার প্রত্যেকটি ব্লককে এব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বীরভূমে নন হোম কোয়রেন্টাইনে ৪১৫জন বাসিন্দা রয়েছেন। তাঁদের বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। সাধারণত যেসব মানুষের বাড়ি ভিন জেলায় অথবা যাঁরা আটকে পড়েছেন তাঁদের সেইসব সেন্টারে নন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে তাঁরা রয়ে গিয়েছেন। জেলায় এরকম ১৬টি কোয়ারেন্টাইন সেন্টার খুলেছে জেলা প্রশাসন। জেলার প্রায় প্রত্যেকটি ব্লকেই এরকম কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। তাঁরা যাতে দীর্ঘদিন ধরে সেখান থেকে বের না হন সেইজন্য প্রশাসন একাধিক পদক্ষেপ নিচ্ছে। গত সোমবারই সেইসব বাসিন্দাকে তাস, লুডো দিয়েছে প্রশাসন। তাছাড়া শিশুদের জন্য টেডিবিয়ারও পাঠিয়েছে ব্লক প্রশাসন। স্বাভাবিকভাবেই সেইসব সামগ্রী পেয়ে খুশি কোয়ারেন্টাইন সেন্টারে থাকা বাসিন্দারা।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার ওই কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে টিভি লাগানোর ব্যবস্থাও করেছে প্রশাসন। সারাদিন টিভির পর্দায় চোখ রেখে যেমন তাঁদের সময় কাটবে, তেমনি প্রজেক্টারের মাধ্যমে সিনেমা দেখানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলা অথবা হিন্দি সিনেমা দেখানো হবে বাসিন্দাদের। কোয়ারেন্টাইন সেন্টারে থাকা বাসিন্দাদের বাড়ির পরিবেশ তৈরি করে দিতেই এই ভাবনা বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

প্রশাসনের এক কর্তা বলেন, কিছু কোয়ারেন্টাইন সেন্টারে শুধু পুরুষরা রয়েছেন। কোথাও আবার মহিলা, শিশুও রয়েছে। তাঁদের প্রত্যেকের কথা ভেবেই ভিন্ন স্বাদের সিনেমা দেখানো হবে।
জেলাশাসক বলেন, কার্যালয়ের নিজস্ব প্রজেক্টার রয়েছে। সেই প্রজেক্টারের মাধ্যমেই সিনেমা দেখানো হবে। মহম্মদবাজারের বিডিও আশিস মণ্ডল বলেন, আমরা কিছুদিনের মধ্যেই কোয়ারেন্টাইন সেন্টারে থাকা বাসিন্দাদের সিনেমা দেখানোর ব্যবস্থা করছি। ইলামবাজারের বিডিও বলেন, এখানে একটি সেন্টারে যুবকরা রয়েছেন। এদিনই তাঁদের সিনেমা দেখানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাছাড়া কোয়ারেন্টাইন সেন্টারে টিভি দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বীরভূমে নন হোম কোয়ারেন্টাইনের পাশাপাশি হোম কেয়ারেন্টাইনে প্রায় ৬০০০ বাসিন্দা রয়েছেন। তাঁরা বাড়িতে থাকলেও অঙ্গনওয়াড়ি কর্মী ও সিভিক ভলান্টিয়ারের মাধ্যমে শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে। তবে, জেলায় এখনও পর্যন্ত করোনা পজিটিভ কারও মধ্যে পাওয়া যায়নি।
জেলাশাসক বলেন, কোয়ারেন্টাইন সেন্টারে থাকা বাসিন্দাদের প্রতিনিয়ত কাউন্সেলিং করা হচ্ছে। চিকিৎসকরা সেইসব ব্যাপারে খতিয়ে দেখছেন। কিন্তু, মনোরঞ্জনের জন্য তাঁদের নানা ধরনের খেলা বা বিনোদনের ব্যবস্থাও রাখা হচ্ছে।  

বৈশাখে বিয়ের পিঁড়িতে আদৌ বসা
যাবে তো, দুশ্চিন্তায় হবু বর ও কনেরা 

বিএনএ, বহরমপুর: ফাল্গুনেই পাকা দেখা হয়ে গিয়েছিল। বৈশাখের মাঝামাঝি তারিখে ছাদনাতলায় যাওয়ার দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। কতজন বরযাত্রী যাবে, কনেযাত্রীই বা কতজন হবে, মেনু কী হবে তা নিয়েই হিসেব নিকেষ কষছিলেন জিয়াগঞ্জের এক হবু বর। 
বিশদ

ছোটদের নিয়ে বাড়ির বাইরে নয়,
এখন বাড়তি সময় দিতে হবে  

ডাঃ প্রীতম সাহা, (শিশুরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল) এখন করোনা ভাইরাসের আক্রমণে সবাই তটস্থ। লকডাউনের ফলে সকলেই কিছুটা সমস্যায় পড়েছেন ঠিকই, কিন্তু মনে রাখতে হবে করোনার হাত থেকে বাঁচতে এ ছাড়া আমাদের আর কোনও উপায় নেই। তাই বাড়িতে থাকতেই হবে। 
বিশদ

কন্যাশ্রী ও মেধাবৃত্তির ১ লক্ষ টাকা
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান দুই বোনের 

বিএনএ, মেদিনীপুর: কন্যাশ্রী আর মেধাবৃত্তির পাওয়া ১ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন দুই বোন। সোমবার সন্ধ্যায় মেদিনীপুর প্রশাসনিক ভবনে অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) প্রণব বিশ্বাসের হাতে দুই কন্যার বাবা গৌরহরি বেরা ওই চেক তুলে দিয়েছেন।  
বিশদ

শুভেন্দুর উদ্যোগে একাধিক ট্রাকে
খাদ্যসামগ্রী এল মুর্শিদাবাদ জেলায় 

বিএনএ, বহরমপুর: দুর্দিনে মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের পাশে দাঁড়ালেন তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তাঁর উদ্যোগে একাধিক ট্রাকে জেলায় খাদ্যসামগ্রী এসে পৌঁছয়।  
বিশদ

পিংলায় খাদ্যসামগ্রী বিলি মন্ত্রীর
 

সংবাদদাতা, খড়্গপুর: নিজের বিধানসভা এলাকা পিংলার গোবর্ধনপুর ও ক্ষীরাই এলাকায় মঙ্গলবার দুপুরে মন্ত্রী সৌমেন মহাপাত্র দুঃস্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। চাল, ডাল, আলু, সাবান প্রভৃতি দেওয়া হয়। 
বিশদ

পূর্ব বর্ধমান
লকডাউন নিয়ে কড়া পুলিস
প্রতিদিন ধৃত শতাধিক মানুষ 

বিএনএ, বর্ধমান: করোনা ভাইরাসের সংক্রমণ রুখতেই গোটা রাজ্য তথা সারা দেশেই এখন লকডাউন চলছে। এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমান জেলা পুলিস যেমন গরিব ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে ত্রাণের ব্যবস্থা করছে, তেমনই লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিচ্ছে।  
বিশদ

সিউড়ির কাপড় পট্টিতে বিধ্বংসী
আগুন, ভস্মীভূত বহু দোকান 

বিএনএ, সিউড়ি: মঙ্গলবার দুপুরে সিউড়ির কোর্টবাজার সংলগ্ন কাপড় পট্টিতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বহু দোকান। দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দোকানে থাকা বহু সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। বীরভূমের পুলিস-প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে যান।  
বিশদ

মিষ্টিমুখ করালেন স্বাস্থ্যকর্মীরা
কামারপুকুর কলেজে  ত্রাণ শিবিরে আটকে
থাকা ৫০ শ্রমিকের নেই করোনা উপসর্গ 

বিএনএ, আরামবাগ: কামারপুকুর কলেজে ত্রাণ শিবিরে ন’দিন ধরে আটকে থাকা মুর্শিদাবাদের প্রায় ৫০ জন শ্রমিকের শরীরে করোনা ভাইরাসের কোনও উপসর্গ পাওয়া যায়নি। ওইসকল শ্রমিক প্রত্যেকেই সুস্থ রয়েছেন। ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্বাস্থ্যকর্মীরা।  
বিশদ

শিকেয় লকডাউন
রামপুরহাটে রাস্তায় বেরিয়ে অজুহাতের
পাহাড় জনতার, চটলেন এসডিও, জরিমানা 

সংবাদদাতা, রামপুরহাট: শিকেয় উঠেছে লকডাউন। কেউ সঙ্গে নিয়ে বেরিয়েছেন আট বছরের পুরনো প্রেসক্রিপশন। কেউ আবার বলছেন আত্মীয় হাসপাতালে ভর্তি। অনেকে আবার বলছেন, মুখে মাস্ক, হাতে গ্লাভস আছে। 
বিশদ

করোনা মোকাবিলায় পশ্চিম মেদিনীপুরে
স্বাস্থ্যকর্মীদের জন্য আরও ১ লক্ষ মাস্ক কেনার সিদ্ধান্ত 

বিএনএ, মেদিনীপুর: করোনা মোকাবিলায় পশ্চিম মেদিনীপুর জেলায় স্বাস্থ্যকর্মীদের জন্য আরও এক লক্ষ মাস্ক কেনার সিদ্ধান্ত নিল জেলা স্বাস্থ্যদপ্তর। এর আগেও দফায় দফায় কয়েক হাজার মাস্ক কিনে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের তা দেওয়া হয়েছে। কিন্তু, ব্লক হাসপাতালগুলির সব স্তরের কর্মীর কাছে এখনও মাস্ক পৌঁছানো সম্ভব হয়নি।  
বিশদ

গ্রামের রাস্তায় করোনো ভাইরাসের ছবি এঁকে
প্রশাসনিক নির্দেশ পালনের বার্তা মুরারইয়ের যুবকের 

সংবাদদাতা, রামপুরহাট: করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে ২১দিনের লকডাউনের অধিকাংশ দিন অতিবাহিত হয়েছে। তারপরও সাধারণ মানুষের হুঁশ ফিরছে না। বিশেষ করে গ্রমের মানুষেরা স্বাভাবিক জীবনযাপন করছেন।  
বিশদ

লকডাউনে ডেবরায় ফুলচাষে বিপর্যয়,
চাষিরা ফুল তুলে ফেলে দিচ্ছেন মাঠেই 

সংবাদদাতা, খড়্গপুর: লকডাউনের কারণে উৎপাদিত ফুল বাজারজাত করতে না পারায় ডেবরায় ক্ষতির মুখে পড়েছেন কয়েক হাজার ফুলচাষি। কীভাবে চাষের জন্য নেওয়া লোন শোধ হবে, সেই চিন্তায় তাঁদের মাথায় হাত পড়েছে। গাছ বাঁচাতে এখন ফুল তুলে ফেলে দিতে হচ্ছে তাঁদের।  
বিশদ

স্বামী ছত্তিশগড়ে, পাঁশকুড়ায় ‘করোনা’র জন্ম দিলেন স্ত্রী 

বিএনএ, তমলুক: লকডাউনে ছত্তিশগড়ের রায়পুরে আটকে পড়েছেন স্বামী। পাঁশকুড়ার প্রতাপপুরের বারেঙ্গাতলার বধূ সর্মিনা বিবি পুলিসের সহযোগিতায় নার্সিংহোমে পৌঁছে মঙ্গলবার কন্যাসন্তান প্রসব করলেন। সদ্যোজাতের নাম রাখা হল করোনা খাতুন।  
বিশদ

বর্ধমান জেলা প্রেস ক্লাবও বয়স্কদের পাশে দাঁড়িয়েছে
লকডাউন: কাটোয়ায় বয়স্কদের জন্য ওষুধ ও
প্রয়োজনীয় সামগ্রীর ‘হোম ডেলিভারি’ দিচ্ছে পুলিস 

সংবাদদাতা, কাটোয়া: লকডাউন চলাকালীন হোম ডেলিভারির ধাঁচে বয়স্ক ও প্রতিবন্ধী নাগরিকদের বাড়ি বাড়ি ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল কাটোয়া থানার পুলিস। এরজন্য তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। বাড়িতে বসেই পুলিসের দেওয়া ওই নম্বরগুলিতে ফোন করলেই পুলিস কর্মীরা ওই পরিষেবা দেবেন।  
বিশদ

Pages: 12345

একনজরে
 রিও ডি জেনেইরো, ৭ এপ্রিল: বিশ্ব ফুটবলে এক দশকের বেশি সময় ধরে দাপট দেখিয়ে চলেছেন লায়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে অনেকের মতে, এই দুই ...

 কিয়েভ (ইউক্রেন), ৭ এপ্রিল (এপি): করোনা আতঙ্কের মধ্যে চেরনোবিল পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া নিয়ে ইউক্রেনে আতঙ্ক তৈরি হয়েছে। পরমাণু কেন্দ্র লাগোয়া জঙ্গলে দাবানল লেগে যাওয়ার এই বিপত্তি তৈরি হয়েছে। ...

 সঞ্জয় গঙ্গোপাধ্যায়, কলকাতা: করোনা মোকাবিলার পাশাপাশি ডেঙ্গু দমনেরও প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। করোনার প্রকোপের মধ্যে ডেঙ্গু যাতে নতুন করে মাথাব্যথার কারণ না হয়, সে ব্যাপারে সোমবারই প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ...

  ফতেপুর (উত্তরপ্রদেশ), ৭ এপ্রিল (পিটিআই): দুই কিশোর-কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের ফতেপুরের মালাওয়াইনে। পুলিশ আত্মহত্যা বললেও এই মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। কারণ, কিশোরের পরিবারের দাবি, দু’জনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায় বাড়তি বিনিয়োগ প্রত্যাশিত সাফল্য নাও দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি শ্বাসকষ্ট ও বক্ষপীড়ায় শারীরিক ক্লেশ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৫৭: বাংলার নবাব আলীবর্দী খাঁ মারা যান।
১৭৫৯: ব্রিটিশ বাহিনী ভারতের মাদ্রাজ দখল করে।
১৮৫৭: বারাকপুরে সিপাহি বিদ্রোহের নায়ক মঙ্গল পাণ্ডের ফাঁসি
১৮৯৪: সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯০২: কলকাতায় মূক ও বধির বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯২৯: দিল্লির সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা ছুঁড়ে ধরা পড়লেন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত
১৯৫০: ভারত পাক চুক্তি স্বাক্ষর করলেন লিয়াকত-নেহরু
১৯৫০: বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর মৃত্যু
১৯৭৩: স্পেনের চিত্রশিল্পী পাবলো পিকাসোর মৃত্যু
১৯৭৬: ফুটবলার গোষ্ঠপালের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৫.০৯ টাকা ৭৬.৮১ টাকা
পাউন্ড ৯১.৫৭ টাকা ৯৪.৮৬ টাকা
ইউরো ৮০.৬৮ টাকা ৮৩.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

২৪ চৈত্র ১৪২৬, ৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, (চৈত্র শুক্লপক্ষ) চতুর্দশী ১৬/২৬ দিবা ১২/২। উত্তরফাল্গুনী ৯/৩০ দিবা ৯/১৫। সূ উ ৫/২৭/২৬, অ ৫/৫০/১৬, অমৃতযোগ দিবা ৭/৫৭ গতে ১০/২৫ মধ্যে পুনঃ ১২/৫৩ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২১ গতে ৫/০ মধ্যে। রাত্রি ৬/৩৬ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১৫ মধ্যে পুনঃ ১/৩৫ গতে ৩/৮ মধ্যে। বারবেলা ৭/০ গতে ৮/৩৩ মধ্যে পুনঃ ১/১২ গতে ২/৪৪ মধ্যে। কালরাত্রি ৭/১৭ গতে ৮/৪৪ মধ্যে।
২৪ চৈত্র ১৪২৬, ৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, চতুর্দশী ১৩/৫৮/১৪ দিবা ১১/৪/৯। উত্তরফাল্গুনী ৭/১০/১০ দিবা ৮/২০/৫৫। সূ উ ৫/২৮/৫১, অ ৫/৫০/৫৪। অমৃতযোগ দিবা ৭/৫৪ গতে ১০/২৩ মধ্যে ও ১২/৫৩ গতে ২/৩২ মধ্যে ও ৩/২২ গতে ৫/১ মধ্যে এবং রাত্রি ৬/৩৭ মধ্যে ও ৮/৫৬ গতে ১১/১৫ মধ্যে ও ১/৩৩ গতে ৩/৬ মধ্যে। বারবেলা ৭/১/৩৬ গতে ৮/৩৪/২২ মধ্যে, কালবেলা ১/১২/৩৮ গতে ২/৪৫/২৩ মধ্যে।
১৩ শাবান

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
১৭৫৭: বাংলার নবাব আলীবর্দী খাঁ মারা যান।১৭৫৯: ব্রিটিশ বাহিনী ভারতের ...বিশদ

07:03:20 PM

করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক মুখ্যসচিবের 

09:27:00 PM

করোনা: বিশ্বে সুস্থ হয়ে গিয়েছেন ৩ লক্ষেরও বেশি রোগী
বিশ্বে করোনা যেমন কেড়ে নিচ্ছে বহু প্রাণ, তেমনি সুস্থও হয়ে ...বিশদ

08:59:28 PM

রামপুরহাটে ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন সুরচিয়া জঙ্গলে আগুন, অকুস্থলে দমকলের ২টি ইঞ্জিন

08:04:00 PM

আজ হুগলি, নদীয়া, বীরভূমে ঝড়-বৃষ্টির সম্ভাবনা 

07:56:00 PM

এবার বিনামূল্যেই হবে করোনা পরীক্ষা, জানাল সুপ্রিম কোর্ট
অনুমোদিত সরকারি বা বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষা বিনামূল্যে করা হবে। ...বিশদ

07:22:52 PM