Bartaman Patrika
রাজ্য
 

  সিএএ মামলা: দীর্ঘসূত্রিতার আশঙ্কায়
সিপিএম, মাসব্যাপী প্রচারের পথে নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংবিধানকে লঙ্ঘন করে নয়া নাগরিকত্ব আইন তৈরি করা হয়েছে—এই অভিযোগে দায়ের হওয়া মামলার প্রথম শুনানি পর্বের পর সুপ্রিম কোর্টের নির্দেশে খানিকটা আশঙ্কিত সিপিএম। তাদের এই আশঙ্কা মামলা নিয়ে দীর্ঘসূত্রিতা হওয়ার সম্ভাবনাকে ঘিরে। এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে যত বেশি সময় যাবে, ততই সিএএ নিয়ে গেরুয়া শিবির তাদের বিভাজনের এজেন্ডা পূরণের সুবিধা পাবে বলে দলের নেতৃত্বের ধারণা। বিশেষ করে নয়া আইন লাগুর ক্ষেত্রে শীর্ষ আদালত কোনও স্থগিতাদেশ না দেওয়ায় কেন্দ্রের শাসকদল তার পূর্ণ সদ্ব্যবহার করবে বলে সিপিএমের কর্তারা মনে করছেন। তাই এই সময়ে ‘টেম্পো’ ধরে রাখতে সিএএ বিরোধী আন্দোলনকে আরও জোরদার করার কৌশল নিতে চলেছেন তাঁরা। আগামী এক মাস ধরে দলের পাশাপাশি বিভিন্ন গণ সংগঠন ও শাখা সংগঠনকে এনিয়ে লাগাতার প্রচারের নির্দেশ পাঠানো হচ্ছে। বাম ও সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে যৌথ কর্মসূচির ক্ষেত্রও প্রসারিত করার পরিকল্পনা করা হয়েছে। প্রসঙ্গত, সিএএ সংক্রান্ত মামলাগুলির প্রথম শুনানিতে বুধবার সর্বোচ্চ আদালত কোনও স্থগিতাদেশ না দিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য পেশ করতে বলেছে। পাশাপাশি এই মামলা পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রথম দিনের শুনানি পর্বের পর সর্বোচ্চ আদালতে সিএএ মামলার ফয়সালা হতে দীর্ঘ সময় লেগে যাওয়ার আশঙ্কার কথা শোনা গিয়েছে দলের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিমের কথায়। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে তৈরি নয়া নাগরিকত্ব আইন দেশের সংবিধান বিরোধী এবং সেই কারণে তা বাতিল করার নির্দেশ দেওয়া হোক—মূলত এই বক্তব্যকে সামনে রেখেই প্রায় শ’দুয়েক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তির পাশাপাশি কেরল সরকারও মামলা করেছে। মামলাকারীরা সকলেই চেয়েছিল, চূড়ান্ত রায়ের আগে এই আইন বলবৎ করা নিয়ে স্থগিতাদেশ দিক শীর্ষ আদালত। সকলেই তাই এদিন প্রথম শুনানির দিকে তাকিয়ে ছিল। কিন্তু স্থগিতাদেশ এদিন পাওয়া যায়নি। সেইসঙ্গে কেন্দ্রকে তাদের বক্তব্য জানাতে আরও চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তারপর এই মামলা আদৌ সাংবিধানিক বেঞ্চে যাবে কি না, তা ফয়সালা হবে। সাধারণ মানুষও মনে করছে, রামমন্দির মামলার মতো এটিও দীর্ঘসূত্রিতার জালে জড়িয়ে যাবে। মানুষের এমন আশঙ্কা অমূলক নয় বলেই মনে করেন সিপিএমের নেতারা।
বিজেপি এই মামলার দীর্ঘসূত্রিতার সুযোগ নিতে তৎপর হবে বলে মনে করছেন সেলিম। তিনি বলেন, বিজেপি সংসদের উভয়কক্ষে ওই বিল পাশ করানোর পর যতটা সহজে এই আইন লাগু করবে ভেবেছিল, বাস্তবে তা হচ্ছে না, সেটা বুঝেছে। দেশের সব অংশের মানুষ যেভাবে প্রতিদিন এর প্রতিবাদে পথে নামছে, তা তাদের কাছে অকল্পনীয়। বিশেষ করে ছাত্রসমাজ এমন সক্রিয় হয়ে ঐক্য-সংহতির স্বার্থে সংবিধান রক্ষার আন্দোলনে শামিল হবে, তা আমরাও বুঝিনি। তাই আমরাও ঠিক করেছি, আগামীদিনে এই কর্মসূচিকে আরও তীব্র করব। গোটা দেশের সঙ্গে বাংলায় বাড়তি গুরুত্ব দিয়ে আসরে নামা হবে। দল ও বামপন্থীরা তো বটেই, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক যাবতীয় শক্তি ও ব্যক্তির সঙ্গে যৌথভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। অমিত শাহরা যতই চ্যালেঞ্জ দিন না কেন, বাংলায় অন্তত বামপন্থীরা এই ধরনের কালা কানুন চালু করতে দেবে না।
সিএএ-এনআরসি ইস্যুকে সামনে রেখে তারা রাজনৈতিক প্রচারের কাজে এবার তাই আগামী সাতদিন তিনটি বড় অনুষ্ঠান করবে। আজ বৃহস্পতিবার নেতাজির জন্মদিন, আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস এবং ৩০ জানুয়ারি গান্ধী নিধন দিবসে রাজ্যজুড়ে কর্মসূচি গ্রহণ করেছে তারা।

  শঙ্খ ঘোষের শারীরিক অবস্থার উন্নতি

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশিষ্ট কবি শঙ্খ ঘোষের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে তাঁর চিকিৎসক ডাঃ সি আর মাইতি একথা জানিয়েছেন।
হাসপাতাল সূত্রের খবর, বুকে সংক্রমণের সমস্যা ছাড়াও শঙ্খবাবুর পার্কিনসন এবং বয়সজনিত কিছু সমস্যা রয়েছে। বিশদ

পাড়ায় পাড়ায় পাবজি টুর্নামেন্টের হিড়িক, স্কুল পড়ুয়াদের হাতেও উড়ছে দেদার টাকা

 বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: একটা সময় ছিল, যখন পাড়ায় পাড়ায় ক্লাবের আড্ডায় জমে উঠত তাস কিংবা ক্যারামের আসর। কোথাও কোথাও সেসব ঘরোয়া খেলাকে ঘিরে প্রতিযোগিতারও আয়োজন হতো। চলত টুর্নামেন্ট। 
বিশদ

সিএএ: আমি যা বলছি, মিথ্যা প্রমাণ করুন
অমিত শাহকে চ্যালেঞ্জ মমতার

দেবাঞ্জন দাস, দার্জিলিং: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), এনপিআর এবং এনআরসি নিয়ে মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মঙ্গলবার লখনউতে এই অভিযোগ করেছিলেন মোদি মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। এই ইস্যুতে খোলা বিতর্কের আহ্বানও জানিয়েছিলেন তিনি। তার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেখান থেকে ৯৬৫ কিলোমিটার দূরে দার্জিলিং শহরের ‘শহিদ মিনার’ চকবাজার মোটর স্ট্যান্ডের সভা থেকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যয়ী মমতার বার্তা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলছেন। আমি নাকি মিথ্যা কথা বলছি। প্রমাণ করে দেখান, আমি মিথ্যা বলছি! তাহলে সত্যিটা কী? ক্যায়া হ্যায় সচ্‌?
বিশদ

বিশেষ নজর জলপ্রকল্পে
ভোটের আগে কাজ দ্রুত করতে পুরসভার
চেয়ারম্যানদের বৈঠকে ডাকলেন ফিরহাদ

 সঞ্জয় গঙ্গোপাধ্যায়, কলকাতা: পুরভোটকে মাথায় রেখে সব পুরসভার জলপ্রকল্প, নিকাশি প্রকল্প, রাস্তা তৈরির কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিল পুর-নগরোন্নয়ন দপ্তর। মার্চ মাসের মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশদ

  ব্যালট না ইভিএম, পুর নির্বাচন নিয়ে কমিশনের কাছে সিপিএম নেতৃত্ব

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন পুরভোট ব্যালটে না ইভিএমে হবে, সে নিয়ে বিতর্ক উঠে গেল। কারণ, এব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার একমাত্র রাজ্য নির্বাচন কমিশনের বলে দাবি করল সিপিএম। বিগত পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা মাথায় রেখে পুরভোট ব্যালটে হওয়ার বিরুদ্ধে তারা। বিশদ

আনন্দধারা প্রকল্পে রাজ্যে সামাজিক বিপ্লব এসেছে: পঞ্চায়েতমন্ত্রী 

বিএনএ, শিলিগুড়ি: আনন্দধারা প্রকল্পের মাধ্যমে রাজ্যে সামাজিক বিপ্লব তৈরি হয়েছে। বুধবার শিলিগুড়িতে ২৩টি জেলার মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে আয়োজিত জাতীয় স্তরের সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। 
বিশদ

  মাদ্রাসায় বেআইনি নিয়োগ বন্ধ করতে
কড়া রাজ্য, জারি হল বিশেষ নির্দেশিকা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি আর্থিক সাহায্যে চলা বেশ কিছু মাদ্রাসায় বেআইনিভাবে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ বন্ধ করতে কড়া ব্যবস্থা নিল রাজ্য সরকার। বুধবার মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, গত ৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তা পুরোপুরি লঙ্ঘন করে বেশ কিছু মাদ্রাসায় বেআইনি ও জালিয়াতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে। বিশদ

  মাদক কারবারের শিকড় অনেক
গভীরে, ছড়িয়ে পড়েছে জেলাতেও
তদন্তে এমনই তথ্য হাতে আসছে এসটিএফের

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হেরোইন পাচারের জাল ছড়িয়ে পড়েছে সমস্ত জেলাতেই। শক্তপোক্ত নেটওয়ার্ক গড়ে এই কারবার চালানো হচ্ছে। একাধিক ব্যক্তি মাদকের চোরাকারবারে জ঩ড়িত। এখনও পর্যন্ত এই চক্রের ১২ জনের নাম হাতে এসেছে তদন্তকারী অফিসারদের। বিশদ

নামেই বিভ্রাট, বাঘরোল হিংস্র নয়,
বিপন্ন মেছো বিড়াল নিয়ে প্রচার চলবে

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বাঘরোল’ নয় মেছো বিড়ালের নামেই পরিচিতি হোক রাজ্যপ্রাণীর। সেই মর্মেই বিভিন্ন জায়গায় প্রচার চালাবে রাজ্য জীববৈচিত্র্য পর্ষদ। ভাঙড়, নিউটাউন, চাকদহ থেকে কোন্নগর ও সর্বশেষ খড়দহে একের পর বিভিন্ন জায়গায় এই মেছো বিড়ালকে কেন্দ্র করে গত কয়েকমাসে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বিশদ

 পাঠ্যবইয়ের বাড়তি রিক্যুইজিশন খতিয়ে দেখেই অনুমোদন দিতে হবে, ডিআইদের জানালেন কমিশনার

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বুক ডে’, অর্থাৎ ২ জানুয়ারিতেই রাজ্যের সমস্ত সরকারি স্কুলের পড়ুয়াদের পাঠ্যবই পেয়ে যাওয়ার কথা। কিন্তু এখনও বহু সার্কেল থেকে বইয়ের রিক্যুইজিশন এসেই চলেছে। স্কুলশিক্ষা কমিশনার সৌমিত্র মোহনের এক অর্ডারেই এই তথ্য জানা গিয়েছে। বিশদ

সরকারি পেনশন প্রাপকদের একটা অংশকে
বর্ধিত পেনশন, অন্যান্য সুবিধা পেতে
নিতেই হবে পিএজি অফিসের অনুমোদন

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রিন্সিপ্যাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (পিএজি) অফিস থেকে পদ্ধতিগত ব্যাপারে আপত্তি উঠেছে। তাই রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী, পেনশন প্রাপকদের একটা অংশকে বর্ধিত হারে পেনশন পাওয়ার জন্য বিশেষ ফর্ম জমা দিতে হবে। বিশদ

সিএএ : প্রতিবাদে এক হলেও বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের তরজা অব্যাহত

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে সর্বদলীয় প্রস্তাবে তাদের অভিন্ন প্রতিপক্ষ বিজেপি। কিন্তু তাতেও শাসকের সঙ্গে বাম-কংগ্রেসের বিরোধ অব্যাহত। বুধবার বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী যৌথভাবে তৃণমূলকে বিঁধলেও সরকারপক্ষের আনা প্রস্তাবে তাঁরা সায় দেবেন বলে জানিয়ে দিলেন। বিশদ

নাগরিকত্ব বিতর্ক: রাজপথে রং-তুলি হাতে
শিল্পীদের নিয়ে প্রতিবাদে নামছেন মুখ্যমন্ত্রী

 জয়ন্ত চৌধুরী, কলকাতা: ক্যানভাসে প্রতিবাদ। এবার তুলি হাতে রাজপথে ছবি আঁকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন বাংলার একদল বিশিষ্ট চিত্রকর। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে মমতা সহ চল্লিশজন শিল্পীকে দেখা যাবে তুলি হাতে। আগামী ২৮ জানুয়ারি ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে দুপুর থেকে শুরু হবে শিল্পীদের প্রতিবাদী কর্মশালা।
বিশদ

আজ নেতাজি স্মরণে নানা পক্ষ,
ঝাড়খণ্ডে সরকারি ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৪তম জন্মদিবস। এই উপলক্ষে এদিন সরকারি ও বেসরকারি পর্যায়ে গোটা রাজ্য জুড়ে বহু অনুষ্ঠান ও কর্মসূচি রয়েছে। গত কয়েক বছরের মতো এবারেও দার্জিলিংয়ের ম্যালে নেতাজিকে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদ

Pages: 12345

একনজরে
 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইরান-আমেরিকার যুদ্ধ হলে ভারতে তার বিরাট প্রভাব পড়বে। আফগানিস্তান, ইরাকে আমেরিকার যুদ্ধের সময় যতটা হয়নি, তার চেয়ে অনেক বেশি হবে। ইরান ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ দেশ। ইরান থেকে ভারত তেল পায়। ভারতের চা সেখানে রপ্তানি হয়। ...

 বিএনএ, বারাসত: রসিদ দিয়ে ‘গুন্ডা ট্যাক্স’ আদায়ের সংবাদ প্রকাশ্যে আসায় এবার রসিদ ছাড়াই তোলাবাজি শুরু হয়েছে ঘোজাডাঙা সীমান্তে। আগের তুলনায় আরও সতর্কভাবে ও সুচতুরভাবে তোলাবাজি শুরু করা হয়েছে বলে অভিযোগ। ট্রাক চালক ও এলাকাবাসীর অভিযোগ, পুলিসি মদতে এই তোলাবাজি চলায় ...

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

সংবাদদাতা, রায়গঞ্জ: গাঁদা ফুল চাষ করে আয়ের মুখ দেখছেন রায়গঞ্জ ব্লকের বিরঘই গ্রাম পঞ্চায়েত এলাকার চাষিরা। বর্তমানে অন্যান্য খাদ্যশস্য চাষ করার পাশাপাশি এই ফুল চাষেও ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করায় ক্ষতি হতে পারে। নতুন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৯৪- সাহিত্যিক জ্যোতির্ময়ীদেবীর জন্ম
১৮৯৭- মহাবিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম
১৯০৯ - কবি নবীনচন্দ্র সেনের মৃত্যু
১৯২৬- শিবসেনার প্রতিষ্ঠাতা বাল থ্যাকারের জন্ম
১৯৩৪- সাংবাদিক তথা ‘বর্তমান’ এর প্রাণপুরুষ বরুণ সেনগুপ্তর জন্ম
১৯৭৬- গায়ক পল রোবসনের মৃত্যু
১৯৮৪ – নেদারল্যান্ডের ফুটবল খেলোয়াড় আর্ইয়েন রবেনের জন্ম
১৯৮৯ - স্পেনীয় চিত্রকর সালভাদর দালির মৃত্যু
২০০২ - পাকিস্তানের করাচীতে সাংবাদিক ড্যানিয়েল পার্ল অপহৃত হন এবং পরবর্তীকালে নিহত হন।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৫ টাকা ৭২.০৫ টাকা
পাউন্ড ৯১.২১ টাকা ৯৪.৪৯ টাকা
ইউরো ৭৭.৪২ টাকা ৮০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪০,৫৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৯,০৮০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৮ মাঘ ১৪২৬, ২৩ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, চতুর্দশী ৪৯/৪৮ রাত্রি ২/১৮। পূর্বাষা‌ঢ়া ৪৭/২৫ রাত্রি ১/২১। সূ উ ৬/২২/৩১, অ ৫/১৪/৭, অমৃতযোগ রাত্রী ১/৭ গতে ৩/৪৪ মধ্যে। বারবেলা ২/৩১ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪৮ গতে ১/২৭ মধ্যে। 
৮ মাঘ ১৪২৬, ২৩ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, চতুর্দশী ৪৯/১৬/২৩ রাত্রী ২/৮/২৩। পূর্বাষাঢ়া ৪৭/৫৬/৪৫ রাত্রি ১/৩৬/৩২। সূ উ ৬/২৫/৫০, অ ৫/১২/৩২, অমৃতযোগ দিবা ১/৭ গতে ৩/৪২ মধ্যে। কালবেলা ২/৩০/৫২ গতে ৩/৫১/৪২ মধ্যে, কালরাত্রি ১১/৪৯/১১ গতে ১/২৮/২১ মধ্যে। 
২৭ জমাদিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ:বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। বৃষ:প্রতিযোগিতায় সাফল্য আসবে। মিথুন: ব্যবসাস্থান ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৯৪- সাহিত্যিক জ্যোতির্ময়ীদেবীর জন্ম১৮৯৭- মহাবিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম১৯০৯ - ...বিশদ

07:03:20 PM

কলকাতার একটি হোটেল থেকে বাঘের চামড়াসহ গ্রেপ্তার ৩

06:28:27 PM

উত্তরপ্রদেশের সর্দারপুরে যান্ত্রিক গোলযোগের জন্য সড়কে ইমার্জেন্সি ল্যান্ডিং এয়ারক্র্যাফ্টের 

04:08:00 PM

২৭১ পয়েন্ট উঠল সেনসেক্স 

04:05:17 PM

আইলিগে মোহন বাগান ৩-০ গোলে হারাল নেরোকা এফসিকে 

04:04:09 PM