সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল। ... বিশদ
সংস্কৃতির শহর বলে পরিচিত বারাসত। একটা সময়ে নারীশিক্ষায় গতি আনার জন্য এখানে এসেছিলেন স্বয়ং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ প্যারীচরণ সরকার, কালীকৃষ্ণ মিত্রের মতো সমাজ সংস্কারকের কর্মকাণ্ড বারাসতের মাটিতে ঘটেছে। শুধু তাই নয়, বারাসতের প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট হন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই সংস্কৃতির গৌরবকে তুলে ধরতে এগিয়ে এল বারাসত পুরসভা। পুরসভার ঠিক পিছনে ১১ কাঠা সরকারি জমি রয়েছে। জায়গাটি এখন অব্যবহৃত। এখানেই অডিটোরিয়াম করার চিন্তা করেছে পুরসভা। আট হাজার স্কোয়ার ফুটের এক হাজার আসন বিশিষ্ট অডিয়টোরিয়াম তৈরি করতে চায় তারা। থাকবে আর্ট গ্যালারি, ই-বুক লাইব্রেরি সহ বিভিন্ন উপকরণ। পার্কিং জোন থাকবে অডিটোরিয়ামের নীচে।
এনিয়ে পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, পুরসভার একটি অডিটোরিয়াম রয়েছে ঠিকই। কিন্তু তা বারাসতের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য যথেষ্ট নয়। যেভাবে বারাসতে বিভিন্ন অনুষ্ঠান লেগে থাকে, তাতে করে বড় অডিটোরিয়ামের প্রয়োজন আছে। এজন্য আমরা আবেদন জমা দিয়েছি মন্ত্রীকে। উনি আমাদের আশ্বস্ত করেছেন। বিষয়টি জেলাশাসককেও জানানো হয়েছে। আশা করছি মন্ত্রী আমাদের আশাহত করবেন না।