সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক, কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
দক্ষিণ কলকাতার একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক বলেন, অন্যান্য ক্লাসের মতো প্রাক প্রাথমিকের কোনও বাচ্চার অভিভাবক চাল ও আলু নিতে এলে, আমরা ফিরিয়ে দেব না। তাই প্রাক প্রাথমিকের জন্য আলাদা প্যাকেট করা হয়েছে। প্রথম দিন সেই বিভাগ দিয়েই বণ্টন শুরু করা হবে। উত্তর কলকাতার একটি সরকার পোষিত প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের কথায়, স্কুলে এক শ্রেণীর বাচ্চা চাল ও আলু পাবে, আর আরেক শ্রেণী পাবে না, তা ঠিক নয়। আমরা নিজেদের মতো করে ব্যবস্থা করে প্রাক প্রাথমিকের শিশুদের অভিভাবকদেরও চাল-আলু দেব। এ ব্যাপারে অবশ্য এখনই কোনও মন্তব্য করতে রাজি নয় শিক্ষাদপ্তর। এদিকে, কলকাতার কিছু অংশে আজ, শুক্রবার খাদ্যসামগ্রী বণ্টন শুরু করা যাবে না। কারণ সেখানে এখনও চাল এসে পৌঁছয়নি। যেমন ট্যাংরা অঞ্চলের কয়েকটি স্কুল জানিয়েছে, তাদের কাছে চাল আসতে আরও কয়েকদিন সময় লাগবে। তারপরই বণ্টন শুরু করা যাবে।