দেশ

ভোটারদের নাম বাদ, বিজেপি-কমিশনকে তোপ কেজরির

নয়াদিল্লি: মাস কয়েক পরেই দিল্লির মসনদ দখলের লড়াই। রাজধানীর আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এরইমাঝে শুক্রবার বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এদিন এক সাংবাদিক বৈঠক করে তিনি জানান, চক্রান্ত করে হাজার হাজার প্রকৃত ভোটারের নাম কাটছে গেরুয়া শিবির। এরমধ্যে আপ সমর্থকদের সংখ্যাই বেশি। এক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। 
এদিন কেজরিওয়াল দাবি করেন, শাহদারা, জনকপুরী, লক্ষ্মীনগর, আরকে পুরমের মতো বেশ কিছু বিধানসভাকে টার্গেট করেছে বিজেপি।  সেখানে কয়েক হাজার প্রকৃত ভোটারের নাম বাদ দিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে বিজেপি। তাদের যুক্তি দিয়েছে, ওই ভোটারদের মধ্যে অনেকে বাসস্থান বদলেছেন, অনেকে মারা গিয়েছেন। গত একমাসে শুধুমাত্র শাহদারা বিধানসভায় ১১ হাজার ১৮টি নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছে বিজেপি। কিন্তু আপের তরফে মাত্র ৫০০টি নাম খতিয়ে দেখতেই উঠে এসেছে ভিন্ন তথ্য। সেখানে দেখা গিয়েছে, ওই ভোটারদের মধ্যে ৩৭২ জন নিজেদের এলাকাতেই বসবাস করছেন। এই তথ্য তুলে ধরে আপের দাবি, এভাবেই ভুয়ো কারণ দেখিয়ে ভোটারদের নাম বাদ দেওয়া শুরু করেছে বিজেপি। আর বেছে বেছে আপ সমর্থকদেরই নাম কাটা হচ্ছে। জনকপুরীতে সংখ্যাটা ৬ হাজার ২০০ জন, আরকে পুরমে ৪ হাজার ৫০০। কেজরিওয়ালের বক্তব্য, ‘শাহদারা বিধানসভা কেন্দ্রে প্রায় ১ লক্ষ ৮২ হাজার ভোটার। এর মধ্যে ১১ হাজারের বেশি নাম বাদ দেওয়া মানে প্রায় ৬ শতাংশ ভোটার কমে যাওয়া। কেন্দ্রের ক্ষমতাসীন দল যদি এভাবেই আপকে হারানোর ষড়যন্ত্র করে, তাহলে আর নির্বাচন করার কী দরকার?’ নির্বাচন কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন কেজরিওয়াল। তাঁর বক্তব্য, নিয়ম অনুযায়ী কমিশনকে এ সংক্রান্ত সমস্ত তথ্য ওয়েবসাইটে দিতে হয়। কিন্তু শাহদারায় মাত্র ৪৮৭টি নাম বাদের তথ্যই প্রকাশ করেছে কমিশন।
19d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা