দক্ষিণবঙ্গ

আজও তালপাতার পুঁথি পড়ে ছিন্নমস্তার পুজো হয় তেহট্টে, মেলা চলবে একমাস

সংবাদদাতা, তেহট্ট: শনিবার থেকে তেহট্টে শুরু হল একমাস ধরে ছিন্নমস্তার মেলা। রবিবার রাতে উঠোন ষষ্টির দিন ছিন্নমস্তাদেবীকে ভিটেয় তোলা হয়। তারপরে একমাস ধরে পূজো হয়। এই একমাস এলাকায় বিশাল মেলা বসে। এই দেবীর পুজো নিয়ে এলাকার মানুষের কাছে বিভিন্ন অলৌকিক কথা শোনা যায়। শুক্রবার রাতে এই পুজোর শুভ সুচনা করেন বিধায়ক তাপস সাহা। উপস্থিত ছিলেন তেহট্ট-১ বিডিও সঞ্জীব সেন, তেহট্ট থানার আইসি অভিজিৎ বিশ্বাস সহ অন্যান্যরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই পুজো আগে হতো বাংলাদেশের দরিয়াপুরে। সেখানে মা কালী রূপে দেবীর পুজো হতো। একদিন রাতে মা কালীর মাথা কেউ কেটে দেয়। পরের দিন সকালে ওই মন্দিরের পুরোহিত মন্দিরে গিয়ে দেখেন যে দেবীর মাথা নেই। তিনি তাই দেখে কী করবেন ভেবে পাচ্ছিলেন না। সেই রাতে মা কালী তাঁকে স্বপ্নাদেশে বলেন, আমাকে ছিন্নমস্তা রূপে পুজো করতে হবে। পুজো পদ্ধতি নিয়েও মা আদেশ দেন। উত্তরপ্রদেশের কাশী থেকে তালপাতার পুঁথি নিয়ে এসে সেই পুঁথি অনুসারে পুজো করতে হবে। এরপরেই কাশী থেকে সেই তালপাতার পুঁথি নিয়ে এসে সেই নিয়মে পুজো শুরু হয়। এখনও সেভাবেই পুজো হয়। দেশভাগের সময়  দরিয়াপুর থেকে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ তেহট্টের গরিবপুরে চলে আসেন। তাঁরা এদেশে আসার সময় সেখানকার ছিন্নমস্তা মন্দিরের মাটি  ও তালপাতার পুঁথি নিয়ে আসেন। সেই মাটি দিয়ে বর্তমান মন্দির প্রতিষ্ঠা হয়। সেই থেকে এখান একই নিয়মে পূজিত হন ছিন্নমস্তা। সারা বছর এই মন্দির দেখাশোনা করেন এলাকার বৃদ্ধা শুভঙ্গবালা  ঘোষ। এই মেলা কমিটির সম্পাদক নৃপেন্দ্রকৃষ্ণ ঘোষ বলেন, এখানে পুজো দেশভাগের পর থেকে হচ্ছে। আগে বাংলাদেশের দরিয়াপুরে এই পুজো হত। এই পুজোতে এখানে মেলা বসে। একমাস ধরে এই মেলা চলবে। এই পুজোতে অনেক মানুষ আসেন। পাঁঠা বলি হয় শনি মঙ্গলবার। পুজো দেখতে অনেক মানুষ আসেন বলে মেল প্রাঙ্গণে সিসি টিভি ক্যামেরা লাগানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার ব্যবস্থা থাকে। • নিজস্ব চিত্র
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা