দক্ষিণবঙ্গ

তেহট্টে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে রাস্তার কাজে বাধা

সংবাদদাতা, তেহট্ট: শনিবার তেহট্ট থানার নওদাপাড়ায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে রাস্তা তৈরি বন্ধ করে দেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও বাসিন্দারা। প্রায় একঘণ্টা কাজ বন্ধ থাকার পর ঠিকাদার সঠিক সামগ্রী এনে কাজ শুরু করে।
তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির টাকায় হাসপাতালে যাওয়ার বাইপাস রাস্তা তৈরির কাজ শুক্রবার থেকে শুরু হয়েছে। প্রায় ১২০মিটার রাস্তাটি ঝামা ও আধলা ইট দিয়ে তৈরির পর পিচ হওয়ার  কথা। অভিযোগ, এদিন সকালে স্থানীয়রা লক্ষ্য করেন, ওই ঠিকাদার ঝামা ইটের বদলে আমা ইট ব্যবহার করছেন। এলাকার পঞ্চায়েত সদস্য আবদুল গফফর মল্লিক খবর পেয়ে সেখানে যান। নিম্নমানের ইট দিয়ে রাস্তা হতে দেখে তিনি ওই কাজ বন্ধ করে দেন। স্থানীয়রা ঠিকাদারকে বলেন, যতক্ষণ ভালো মানের ইট না আনা হচ্ছে, ততক্ষণ কাজ বন্ধ রাখা হবে। প্রায় একঘণ্টা পর ঠিকাদার সেই ইট এনে কাজ শুরু করেন। পঞ্চায়েত সদস্য বলেন, নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরি হচ্ছিল। সেই কারণে আমি বাধা দিই। পরে ঠিকাদার সঠিক মানের ইট দেওয়ায় ফের কাজ শুরু হয়। তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকোমল বিশ্বাস বলেন, ওই রাস্তার জন্য সাড়ে তিন লক্ষ টাকা অনুমোদিত হয়েছে। এদিন কাজ বন্ধের খবর পেয়ে আমি ওখানে যাই। ঠিকমতো কাজ করার নির্দেশ দিই। ঠিকাদার সঠিক সামগ্রী এনে আবার কাজ শুরু করেছেন।
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা