দক্ষিণবঙ্গ

সরকারি উদ্যোগে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু মুর্শিদাবাদে

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আলু কিনতে গিয়ে হিমশিম অবস্থা আমজনতার। ভালো আলু কিনতে কেজি পিছু প্রায় ৪০ টাকা খরচ হচ্ছে। একটু দাগ থাকা সামান্য ছোট আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলায় সরকারি উদ্যোগে বৃহস্পতিবার থেকে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। সাধারণ মানুষ সেখান থেকেই আলু কিনছেন। জেলায় মোট ১০টি জায়গায় ন্যায্যমূল্যে আলু বিক্রি হচ্ছে। প্রতিটি জায়গায় আলু কিনতে ভিড় হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বহরমপুর, কান্দি, জঙ্গিপুর ও লালবাগ মহকুমার ১০টি জায়গায় ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি হয়েছে। ডোমকল মহকুমাতেও কয়েকদিনের মধ্যেই ন্যায্যমূল্যে আলু বিক্রি শুরু হবে। 
বহরমপুর, রঘুনানগঞ্জ ও লালগোলার তিনটি সুফল বাংলার বিপণি ছাড়াও ওমরপুর, জিয়াগঞ্জ, লালবাগ, ভগবানগোলা, নওদার কর্মতীর্থ ও কান্দিতে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি হয়েছে। প্রতিটি সেলিং কাউন্টারে ৫০ বস্তা করে আলু রাখা হয়। অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) দীননারায়ণ ঘোষ বলেন, মানুষ যাতে ন্যায্যদামে আলু কিনতে পারে, সেই জন্য আমরা ১০টি জায়গা থেকে বিক্রি করছি। জেলার তিনটি সুফল বাংলার পাশাপাশি সাতটি পৃথক জায়গায় বৃহস্পতিবার থেকে আমরা আলু বিক্রি শুরু করেছি। সাধারণ মানুষের মধ্যে ভালো সাড়া পড়েছে। জ্যোতি আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। প্রতিটি জায়গায় ৫০ বস্তা করে আলু রাখা হয়েছে। মানুষের চাহিদা অনুসারে স্টক বাড়ানো হবে। 
মুর্শিদাবাদ জেলা রেগুলেটরি মার্কেট কমিটির সম্পাদক দীপক বিশ্বাস বলেন, প্রথম দিন আলু বিক্রিতে ভালো সাড়া মিলেছে। বহরমপুরে ব্যারাক স্কয়ার ময়দানের পাশে আমাদের আউটলেটে ২৫০ কেজি আলু আনা হয়েছিল। দুপুরের মধ্যেই ২৩৫ কেজি আলু বিক্রি হয়ে গিয়েছে। জেলার মোট ১০ জায়গায় ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি হওয়ায় সাধারণ মানুষের সুবিধা হয়েছে। ডোমকল ও জলঙ্গিতে আমরা এখনও শুরু করতে পারিনি। আগামী দিনে এই জয়গাগুলিতেও আলু বিক্রি হবে। 
ক্রেতা নিতু সাহা বলেন, মঙ্গলবার বাজার থেকে ৩৫ টাকা কেজি দরে আলু কিনেছি। সরকারি উদ্যোগে ১০ টাকা কমে আলু পাওয়া যাচ্ছে। খবর পেয়ে আমি দু’কেজি আলু কিনলাম। আবার শনিবার আসব কিনতে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। 
তবে প্রথম দিন সরকারি উদ্যোগে ন্যায্য দামে আলু বিক্রির খবর অনেকেই জানতে পারেনি। গতবার বাজার এলাকায় টোটো করে ন্যায্যমূল্যের আলু বিক্রি করা হয়েছিল। প্রচুর মানুষ সেই ভ্রাম্যমাণ গাড়ি থেকে আলু কিনেছিলেন। তবে এ বছর নির্দিষ্ট মার্কেট রেগুলেটরি কমিটির অফিস, কৃষি বিপণন দপ্তর এবং সুফল বাংলার কাউন্টারে আলু বিক্রি হচ্ছে। কোথাও কোথাও কর্মতীর্থেও আলু বিক্রির বন্দোবস্ত করেছে জেলা প্রশাসন। প্রথম দিনে ভালো সাড়া পড়ায় আরও কয়েকটি কাউন্টার বাড়ানোর কথা চিন্তাভাবনা করছেন প্রশাসনের আধিকারিকরা। নতুন আলু বাজারে পর্যাপ্ত পরিমাণে না আসা পর্যন্ত এই ব্যবস্থা চালু থাক, চাইছেন ক্রেতারা। 
কান্দির বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, প্রথম দিন ২৫ টাকা দামে যে সাইজের আলু বিক্রি হয়েছে, তা বাজারে কিনতে গেলে কিছুতেই ৩৫ টাকা দামে পাওয়া যাবে না। কেজি পিছু ১০ টাকা তো সাশ্রয় হচ্ছে। এটা কম কী! 
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা