দক্ষিণবঙ্গ

জিয়াগঞ্জের ভট্টপাড়া ঘোষপাড়া জাগরণী সঙ্ঘ কালীপুজোর থিম গুজরাতের শ্রীহরি মন্দির

সংবাদদাতা, লালবাগ: দেড় শতাধিক বছরের প্রাচীন জিয়াগঞ্জের ভট্টপাড়া ঘোষপাড়া জাগরণী সঙ্ঘের কালীপুজো। এই পুজো এলাকার ঘোষালবাড়ির হাত ধরে শুরু হয়েছিল। তবে গত চার দশকের বেশি সময় ধরে জাগরণী সঙ্ঘের পরিচালনায় এই পুজো হয়ে আসছে। এবছরের মণ্ডপ গড়া হচ্ছে গুজরাতের পোরবন্দরের শ্রীহরি মন্দিরের আদলে। উদ্যোক্তাদের দাবি, ক্লাব পুজোর দায়িত্ব নেওয়ার পর থেকে জৌলুস ও জাঁকজমক দুইই বেড়েছে। পুজোর খ্যাতি প্রতিবেশী জেলাতেও ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাচীন রীতি মেনে ২০১০ সাল পর্যন্ত সাবেকি পুজো হয়েছে। ২০১১ সাল থেকে থিমের পুজো শুরু হয়। প্রথম বছর থেকেই মণ্ডপ, প্রতিমার শিল্পভাবনায় জাগরণী সঙ্ঘ জিয়াগঞ্জের পাশাপাশি জেলাবাসীকে চমক দিয়ে আসছে। গত বছর থিম ছিল ওড়িশার ধবলগিরি বৌদ্ধমন্দির। এবার ৬৫ ফুট উচ্চতার শ্রীহরি মন্দির গড়ে উঠেছে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মণ্ডপে থাকছে ৯ ফুট উচ্চতার লক্ষ্মীনারায়ণের বিগ্রহ। তার দু’পাশে থাকবে হনুমানজি ও সিদ্ধিদাতা গণেশ। মূল মন্দিরে থাকছে ১৬ ফুটের কালী। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক প্রযুক্তির আলোকসজ্জা থাকছে। মণ্ডপের দু’পাশে প্রায় এক কিলোমিটার রাস্তাকে আলোয় সাজিয়ে তোলা হয়েছে। ৩০ অক্টোবর, বুধবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন করবেন সারগাছি রামকৃষ্ণ মিশনের স্বামী রামভদ্রানন্দ মহারাজ এবং জেলাশাসক রাজর্ষি মিত্র। উদ্বোধন অনুষ্ঠান শেষে স্থানীয় দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে। পুজো উপলক্ষ্যে ১-৩ নভেম্বর তিনদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৪ নভেম্বর বহিরাগত শিল্পী সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠান হবে। ৬ নভেম্বর বীরভূমের বাউল শিল্পীদের অনুষ্ঠান রয়েছে। ৬ নভেম্বর সন্ধ্যায় শোভাযাত্রা সহকারে স্থানীয় ভট্টপাড়া বটতলা ঘাটে ভাগীরথীতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। ক্লাবের সভাপতি নৌসাদ হোসেন বলেন, কালীপুজোয় জাগরণী সঙ্ঘের থিম গত কয়েক বছর ধরে জেলাবাসীর চর্চার বিষয় হয়ে উঠেছে। কাজেই প্রতিবছর দর্শনার্থীদের নতুন শিল্পভাবনা বা থিম উপহার দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হয়। উদ্বোধনের সন্ধ্যা থেকে মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামতে শুরু করে। এবছরও শ্রীহরি মন্দির দেখতে কয়েক লক্ষ দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছি। ক্লাবের সম্পাদক অসিত সাহা বলেন, কালীপুজোর মধ্য দিয়ে গত কয়েক দশক ধরে জাগরণী সঙ্ঘ হিন্দু-মুসলিম সম্প্রীতির ধারাকে বজায় রেখে চলেছে। -নিজস্ব চিত্র
10h 10m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জ্ঞাতি শত্রুর চক্রান্তে অর্থক্ষতি ও পারিবারিক অশান্তির আশঙ্কা প্রবল। ব্যবসায়িক তথা কর্মের ক্ষেত্রটি তুলনামূলক শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.০৭ টাকা১১০.৮৫ টাকা
ইউরো৮৯.০৭ টাকা৯২.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা