কর্মক্ষেত্রে অশান্তির সম্ভাবনা। মাতৃস্থানীয় কার শরীর-স্বাস্থ্যের অবনতি। প্রেমে সফলতা। বাহন ক্রয়-বিক্রয়ের যোগ। সন্তানের বিদ্যাশিক্ষায় উন্নতি।প্রতিকার: ... বিশদ
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুর্নীতি নিয়ে বিঁধতে গিয়ে শারদ যাদব আগাগোড়া বোফর্স কেলেঙ্কারির কথা বলে গেলেন। গোটা মাঠ হতবাক। মঞ্চে বসা কংগ্রেস সহ অন্যান্য দলের নেতা মায় মমতা পর্যন্ত অস্বস্তিতে পরস্পরের মুখ চাওয়া চাওয়ি করেন। ভাষণ শেষ করে পোডিয়াম থেকে নামতে যাবেন, এমন সময় এগিয়ে এলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ ব্রায়েন। ওটা বোফর্স নয়, হবে রাফাল। শুনেই সম্বিত ফিরে পান বর্ষীয়ান যাদব নেতা। ফের বললেন, বোফর্স আমি ভুলে বলেছি, আমি বলতে চেয়েছি ‘রাফেল’। একবার নয়, বার কয়েক ‘রাফেল রাফেল’ বলে ভুলের প্রায়শ্চিত্ত করলেন শারদ যাদব। উল্লেখ্য, প্রবল কংগ্রেস বিরোধিতায় একদা বোফর্স নিয়ে সরব হওয়া শারদ যাদবের এখন মোদি মোকাবিলায় অস্ত্র হয়েছে ফরাসি যুদ্ধ বিমান রাফাল। যা কেনা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।