উত্তরবঙ্গ

যুবতীকে কাকিমা সম্বোধন, শিলিগুড়ি আদালত চত্বরে চুলোচুলি চার মহিলার

সংবাদদাতা, শিলিগুড়ি: কাকিমা ডাকে  আপত্তি।  তা নিয়ে  প্রতিবাদ করতেই একদল মহিলার চুলোচুলি শুরু হয়ে হয়ে যায়।  শনিবার এই ঘটনায় শিলিগুড়ি আদালত চত্বর উত্তাল হয়ে ওঠে। এদিন আদালত চত্বরে কয়েকজন মহিলা দাঁড়িয়ে ছিলেন বিচারাধীন বন্দি আত্মীয়দের সঙ্গে দেখা করার অপেক্ষায়। সেসময় বছর পঁচিশের এক মহিলাকে অন্য এক মহিলা কাকিমা বলে সম্বোধন করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবতী। কাকিমা ডাক মেনে নিতে পারেননি তিনি ও তাঁর সঙ্গে থাকা এক আত্মীয়া। ক্ষিপ্ত হয়ে দু’জনেই প্রতিবাদ করেন। অপরিচিত ওই মহিলার কাছে জানতে চান কেন তাঁকে কাকিমা বলে ডাকা হল। এতেই দু’পক্ষের মধ্যে বচসা লেগে যায়। যা  হাতাহাতি ও চুলোচুলিতে গড়ায়। শিলিগুড়ি আদারত চত্বরে  একদল মহিলা একে অপরকে মাটিতে ফেলে মারধর করতে থাকে।  যা নিয়ে আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অবশেষে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্যদের ও আদালত চত্বরে মোতায়েন পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। উভয় পক্ষের চার মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। কেন এমনটা ঘটল জানাতে গিয়ে যুবতী বলেন, অপরিচিত এক মহিলা আমাকে কাকিমা বলে ডাকে। আমার থেকে বয়সে বড় হয়েও কেন কাকিমা বলে ডাকলেন তা জিজ্ঞেস করতেই সে সঙ্গীদের নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। মারধর শুরু করে।  ওই আক্রমণ থেকে বাঁচতে আমরাও পাল্টা আক্রমণ করি।
শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক ধারা বলেন, এদিনের ঘটনা আমাদের চোখের সামনেই হয়েছে। আদালত চত্বরে পুলিস ও আমাদের সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় আর একবার বোঝা গেল আদালত চত্বরে পর্যাপ্ত পুলিস মোতায়েনের দরকার রয়েছে। সম্প্রতি জেলা জজের সঙ্গে এক বৈঠকে পুলিসের তরফে শিলিগুড়ি আদালত চত্বরে পর্যাপ্ত পুলিস কর্মী মোতায়েনের আশ্বাস দেওয়া হয়েছিল। আজও সেই প্রতিশ্রুতি পালন করেনি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের উচ্চপদস্থ এক আধিকারিক বলেন,  শিলিগুড়ি আদালত চত্বরে পর্যাপ্ত পুলিস কর্মী মোতায়েন রয়েছে। এর বাইরে যদি কোনও সময় প্রয়োজন হয়, জানালে আমরা বাড়তি পুলিস কর্মী মোতায়েন করব।
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা