উত্তরবঙ্গ

মেখলিগঞ্জ ব্লকের বহু শিক্ষা প্রতিষ্ঠানে নেই ডাইনিং হল, সমস্যায় ছাত্রছাত্রীরা

সংবাদদাতা, মেখলিগঞ্জ: শীত জাঁকিয়ে পড়েছে। চলছে শিক্ষাবর্ষের সর্বশেষ মূল্যায়ন। পরীক্ষার জন্য স্কুলগুলিতে উপস্থিতি এখন প্রায় ১০০ শতাংশ। এই পরিস্থিতিতে পড়ুয়াদের খোলা আকাশের নীচে বসেই মিড ডে মিল খেতে হচ্ছে। কারণ, কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের বহু শিক্ষা প্রতিষ্ঠানে ডাইনিং হল নেই। এনিয়ে পড়ুয়া এবং অভিভাবক মহলে ক্ষোভ ছড়িয়েছে। 
শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, মেখলিগঞ্জ ব্লকের মধ্যে ১২৬টি প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি স্কুল রয়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা সবমিলিয়ে ১৪ হাজার। ডাইনিং হলের অভাবে বহু স্কুলের খোলা বারান্দা কিংবা স্কুল মাঠে বসেই খুদে পড়ুয়াদের মিড ডে মিল খেতে হয়। প্রাকৃতিক দুর্যোগের দিনগুলিতে মিড ডে মিল নিয়ে মহা বিড়ম্বনায় পড়তে হয় স্কুলগুলিকে। স্কুলের তরফে বারবার ব্লক প্রশাসন ও শিক্ষাদপ্তরে জানিয়েও কোনও লাভ হচ্ছে না বলে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ। 
মেখলিগঞ্জ ব্লকের বারুণী হরিবাসর চতুর্থ প্ল্যান প্রাথমিক বিদ্যালয় কিংবা ধুলিয়া উছলপুকুরি পঞ্চম প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের মতো অনেক স্কুলেই ডাইনিং হলের ব্যবস্থা নেই। কোথাও বা অনেক আগে ডাইনিং হল নির্মাণ করা হয়েছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে তা নষ্ট হয়ে গিয়েছে। নতুন করে সেখানে আর ডাইনিং হল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে মিড ডে মিল পরিচালনার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। কোথাও কোথাও অভিভাবকদের রোষের মুখে পড়তে হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের। অভিভাবকদের বক্তব্য, শিক্ষাবর্ষ প্রায় শেষ। শীত পড়েছে জাঁকিয়ে। এই ঠান্ডায় খোলা জায়গায় বসে মিড ডে মিল খেতে ছোট ছোট পড়ুয়াদের বেশ অসুবিধা হয়। সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
ধুলিয়া উছলপুকুরি পঞ্চম প্ল্যান প্রাথমিক স্কুলের টিআইসি চিত্রমোহন বর্মন বলেন, স্কুলে পরীক্ষা চলছে। উপস্থিতি ১০০ শতাংশের কাছাকাছি। কিন্তু কোনও ডাইনিং হল নেই। রোজ বারান্দায় কিংবা খোলা মাঠে মিড ডে মিল খেতে দিতে হয় ছাত্রছাত্রীদের। ডাইনিং হল নির্মাণের জন্য ব্লক প্রশাসন এবং শিক্ষাদপ্তরে জানিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত কোনও উদ্যোগ চোখে পড়েনি। 
এব্যাপারে প্রাথমিক বিদ্যালয় সমূহের মেখলিগঞ্জ মণ্ডলের অবর বিদ্যালয় পরিদর্শক পরিতোষ ওরাওঁ বলেন, মিড ডে মিলের পরিকাঠামো গড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে। মেখলিগঞ্জের বিডিও অরিন্দম মণ্ডল বলেন, স্কুলের পরিকাঠামোগত সমস্যাগুলি মেটানোর চেষ্টা করা হচ্ছে।  নিজস্ব চিত্র
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা