বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

আবাস: ঘর চেয়ে মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেলে আবেদন সাড়ে তেরোশো পরিবার

সংবাদদাতা, দেওয়ানহাট: আবাসের ঘর পেতে কোচবিহার জেলা থেকে মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেলের মাধ্যমে আবেদন করেছে সাড়ে তেরোশো পরিবার। তালিকায় নাম তুলতে চেয়ে গ্রিভেন্স সেলে ফোন করে সরাসরি আবেদন জানিয়েছে তারা। ওই আবেদনগুলি রাজ্য থেকে জেলায় পাঠিয়ে সেগুলির সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল জেলা প্রশাসনকে। সেই আবেদনগুলি সমীক্ষার কাজও শেষ পর্যায়ে। 
সিতাই বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন শেষ হওয়ার পর কোচবিহার জেলায় আবাস যোজনা জন্য সমীক্ষার কাজ শুরু হয়। জেলায় মোট ৩ লক্ষ ৯১ হাজার ৪৭৫টি পরিবারের সমীক্ষা হবে। তাদের নাম আবাস যোজনায় তিনটি ভাগে তালিকায় রয়েছে। প্রথম তালিকা রয়েছে ২০২২ সালে অনুমোদিত হওয়া পরিবারগুলির নাম। সেখানে ১ লক্ষ ৩৪ হাজার ৬০৫টি পরিবার আছে। দ্বিতীয় তালিকায় আবাসের স্থায়ী ওয়েটিং লিস্টের ২ লক্ষ ৫৪ হাজার ৯৫৩ পরিবার রয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেলের মাধ্যমে আরও সাড়ে তেরোশো নাম তালিকায় তোলার আবেদন জমা পড়েছিল। এই আবেদনগুলি নিয়ে সমীক্ষার কাজ চলছে জেলায়। 
৫ ডিসেম্বর সময়সীমা বেঁধে দিয়ে সমীক্ষার কাজে গোটা জেলায় ১১১৪টি টিমকে কাজে লাগিয়েছিল জেলা প্রশাসন। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে ৯০ শতাংশ কাজ শেষ করা গেলেও এখনও বাকি ১০ শতাংশ। জেলা প্রশাসনের কর্তাদের কথায়, বাকি ওই সমীক্ষার কাজে আরও দু’দিন লাগবে। তবে আবাসের এই সমীক্ষার পর জেলায় প্রায় ৫০ হাজার নাম তালিকা থেকে বাতিল হতে চলেছে বলে জেলা প্রশাসন সূত্রের খবর। কেনোনা আবাসের তালিকায় নাম থাকা উপভক্তাদের অনেক পরিবার পাকা বাড়ি বানিয়ে ফেলেছেন। আবার অনেকেই নিজেদের নাম প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছেন। ফলে তাঁদের নাম বাদ পড়তে চলেছে তালিকা থেকে। 
কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত বলেন, সমীক্ষার কাজ শুরু হওয়ার আগেই আবাসের ঘর পেতে জেলা থেকে মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেলের মাধ্যমে আবেদন করেছিলেন প্রায় সাড়ে তেরোশো জন। তাঁদেরও বাড়িতে সরেজমিনে সমীক্ষা করছেন সরকারি প্রতিনিধিরা। সমীক্ষার জন্য ৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে সেই সময়ের মধ্যে কাজ শেষ করা যায়নি। কিছু ক্ষেত্রে পোর্টালে সমস্যা হয়েছিল। আবার কিছুক্ষেত্রে বাসিন্দারা বাড়িতে না থাকায় একাধিকবার সমীক্ষক দলকে যেতে হচ্ছে। ৯০ শতাংশ সমীক্ষা হয়ে গিয়েছে। আশা করছি, বাকি কাজ এক-দুই দিনের মধ্যে আমরা গুটিয়ে আনতে পারব।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারওর চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততার যোগ। কর্মক্ষেত্রে কাজের চাপ কাটিয়ে উঠতে সমর্থ হবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা