উত্তরবঙ্গ

গাছের পাতা দিয়ে গানের সুর তোলেন সান্তলাবাড়ির জেমস

সংবাদদাতা, আলিপুরদুয়ার: গাছের পাতায় অনায়াসেই হিন্দি, নেপালি ও ডুকপা গানের সুর তোলেন জেমস ডুকপা। জেমস ডুকপার মুখ দিয়ে গাছের পাতার বাজনা শুনে মোহিত হয়ে যান দেশ-বিদেশের পর্যটকরা। ওঁর এমন প্রতিভা ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রান্তে। পর্যটকদের আবদারেই গাছের পাতার বাজনা শোনান তিনি। 
কিন্তু কে এই জেমস? জেমস ডুকপা বক্সা পাহাড়ের ডুকপা জনজাতি সম্প্রদায়ের মুখ। বক্সা পাহাড়ের তাসিগাঁওতে জন্ম। এখন পরিবার নিয়ে সান্তলাবাড়িতে থাকেন। তিনি বনদপ্তরের রেজিস্ট্রেশনভুক্ত ইকো ট্যুরিজম গাইড। কিন্তু তাঁর নেশা গাছের পাতা দিয়ে সুর তোলা। তাঁর বাবা জোগো ডুকপা যেকোনও গাছের পাতা দিয়ে যেকোনও গানের সুর তুলতে পারতেন। ৫১ বছরের জেমস মাত্র ১১ বছর বয়সেই বাবার কাছ থেকে গাছের পাতা দিয়ে বাজনা শিখেছেন। এখন বাবা নেই। কিন্তু ছেলে জেমসের এই প্রতিভা সোশ্যাল মিডিয়ার দৌলতে বহুদূর পর্যন্ত ছড়িয়েছে। 
ট্যুরিস্ট গাইড জেমস ডুকপা বলেন, আক্ষেপ একটাই। বাংলা ভাষা বলতে পারি। কিন্তু গাছের পাতা দিয়ে হিন্দি, নেপালি ও মাতৃভাষার গান বাজাতে পারলেও আজও বাংলা গান বাজাতে পারি না। এই দুঃখ আমাকে তাড়া করছে। চেষ্টা করছি বাংলা গানের সুর তোলার। 
স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে সংসার জেমসের। সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। সামান্য ইকো ট্যুরিজমের কাজ করে সংসার চলে না। তবুও পর্যটকদের খুশি রাখতে গাছের পাতার বাজনা শোনাতেই হয় জেমসকে। জেমসের কথায়, পর্যটকদের অনুরোধ ফেলতে পারি না। তাই গাছের পাতার বাজনা শোনাতেই হয়। সেটাই এখন নেশা হয়ে গিয়েছে।
পাতা দিয়ে গানের সুর তুলছেন জেমস। - নিজস্ব চিত্র।
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা