উত্তরবঙ্গ

বড়দিন ও নতুন বছরের আগে সাজছে আদিনা ইকো পার্ক

সংবাদদাতা, পুরাতন মালদহ: সামনেই বড়঩দিন,ইংরেজি নতুন বছর। শীতের রোদ গায়ে মেখে মানুষ ভিড় জমাবেন পার্কে, পিকনিক স্পটে। সে কথা মাথায় রেখে মালদহ জেলার গাজোল ব্লকের পর্যটনকেন্দ্র আদিনা ইকোপার্ক ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে ব্লক প্রশাসন। বড়দিন ও নয়া সালকে স্বাগত জানাতে পুরোপার্ক আলোকসজ্জায় মুড়ে ফেলা হবে। 
১০ ফুটের বুদ্ধমূর্তি সহ সেলফি জোন হচ্ছে। পুরো পার্কে সৌন্দর্যায়নের কাজ চলছে। ইকোপার্কের গেস্ট হাউসের মাঠের ফাঁকা জায়গায় ফাস্ট ফুডের স্টল হচ্ছে। সেখানে চাউমিন, এগরোল, মোগলাই সহ বিভিন্ন মুখরোচক খাবার থাকবে। আগামী দিনে সেখানে শিশুদের জন্য আরও বেশ কিছু খেলার সামগ্রী রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। বড়দিন ও নয়া সালে আদিনা ঘুরতে এসে পর্যটকদের নতুন স্বাদ দিতে এই উদ্যোগ। গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন, বড়দিন উপলক্ষ্যে ইকোপার্ক সাজবে। খেলার কিছু জিনিস কেনা হবে। 
জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৪৫ বিঘা জমির উপর গাজোলের আদিনায় ইকোপার্ক করা হয়েছে। চলতিবছরে পুজোর আগে এই পার্ককে নবরূপ দেওয়া হয়েছে। শিশুদের পার্ক, সেলফি জোন, বোটিং, ব্যাটারিচালিত গাড়ি রয়েছে। একাধিক গাছ দিয়ে সৌন্দর্যায়ন, পুকুরে বোটিং করা হয়েছে। সেজন্য ২০২৪ সালে আদিনা ইকোপার্কে বছরের প্রথম দিনে ১ লক্ষ টাকার বেশি টিকিট বিক্রি হয়েছিল। যা রেকর্ড। পুজো এবং ঈদেও ভালো টিকিট বিক্রি হয়। গাজোল ব্লকের এক আধিকারিক বলেন, ১ জানুয়ারিতে পার্কে ভিড় বেশি হয়। সেজন্য বাড়তি কর্মী থাকবে।  ইকোপার্কের খাদ্যছায়া ক্যান্টিনেও নানা খাবার থাকবে। বড়দিনে কেকও রাখা হবে। 
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা