উত্তরবঙ্গ

প্রাণভয়ে থানায় আশ্রয় ‘কোটিপতি’ মত্স্যজীবীর
 

সংবাদদাতা, ইটাহার: প্রাণের ভয়ে থানায় রাত কাটালেন সদ্য ‘কোটিপতি’ হওয়া এক ব্যক্তি। বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে ইটাহারের ঘুঘুডাঙা গ্রামের সঞ্জয় সরকারের সঙ্গে। অনটনের সংসারের হাল ধরতে মাত্র তিনদিন আগে লটারির টিকিট বিক্রি শুরু করেছিলেন। সেই ব্যবসা যে জীবনের মোড় এমনভাবে ঘুরিয়ে দিয়েছে, বিশ্বাসই করতে পারছেন না তিনি।
বৃদ্ধ বাবা, মা, স্ত্রী ও ৮ মাসের সন্তানকে নিয়ে মাটির দু’কামরার ঘরে দিন কাটাচ্ছিলেন সঞ্জয়। রয়েছে ১০ কাঠা জমি। উচ্চ শিক্ষিত হলেও কোনও কাজে অনীহা নেই সঞ্জয়ের। তিনদিন আগে গ্রামের মোড়ে টেবিল পেতে লটারির টিকিট বিক্রির ব্যবসা শুরু করেন। 
বুধবার পাঁচটি টিকিট বিক্রি করতে পারেননি। অনেক খদ্দেরকে অনুরোধ করলেও কেউ নিতে চাননি। ফলে সেগুলি নিজের কাছেই রেখে দেন সঞ্জয়। বিকেলে ফল বেরোলে দেখা যায় সেই টিকিটে এক কোটি টাকা পুরস্কার পেয়েছেন। তাঁর বাবা শান্তিরাম সরকার বলেন, শেষ বয়সে সুখের মুখ দেখব ভাবিনি। হঠাৎ কোটিপতি হওয়ার পর নিরাপত্তার অভাব বোধ করেন সঞ্জয়। তাই প্রাণ ভয়ে টিকিট নিয়ে হাজির হন ইটাহার থানায়। 
রাত কাটান সেখানেই। বৃহস্পতিবার পুলিসের সহযোগিতায় কোটি টাকা পেতে প্রক্রিয়া শুরু করেন তিনি। সঞ্জয় বলেন, আটমাসের সন্তানের জন্যই আমার ভাগ্য ফিরল। পুলিস জানিয়েছে, ওই ব্যক্তি কোটি টাকা পুরস্কার পেয়ে নিরাপত্তার জন্য আশ্র‍য় চেয়েছিলেন। আমরা সবরকম সাহায্য করেছি। - নিজস্ব চিত্র
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা