উত্তরবঙ্গ

কমলার ডালি নিয়ে অতিথি বরণে আজ কলকাতায় হাজির হচ্ছেন পাহাড়িয়ারা

ব্রতীন দাস, জলপাইগুড়ি: রবীন্দ্রনাথ ঠাকুর তখন শয্যাশায়ী। সেখবর জানতে পেরে কবির স্নেহভাজন মৈত্রেয়ীদেবীর মাধ্যমে মংপুর বাসিন্দারা মধু আর দুই ঝুড়ি কমলালেবু পাঠিয়েছিলেন। ওই কমলা পেয়ে রোগশয্যাতেও হাসি ফুটেছিল কবিগুরুর মুখে। দার্জিলিংয়ের সেই কমলার ডালি নিয়েই আজ, শুক্রবার কলকাতায় অতিথি বরণে থাকছেন ‘পাহাড়িয়া’রা। 
ফুটবলের পাশাপাশি বেড়ানো নিয়েও কলকাতার মানুষের উৎসাহের অন্ত নেই। আর তাই পাহাড়ের অচেনা পর্যটনের প্রসারে কমলালেবুকে ঢাল করেই সম্পর্কের সেতুবন্ধন করতে চাইছেন সেখানকার বাসিন্দারা। এই লক্ষ্যে ৬-৮ ডিসেম্বর সল্টলেকে আয়োজন করা হয়েছে হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভাল। লক্ষ্য, পাহাড়ের গ্রামীণ পর্যটনের সঙ্গে শহর কলকাতার যোগসূত্র স্থাপন। 
কমলা উৎসবের প্রাঙ্গণে শহর কলকাতার ভ্রমণপিপাসুরা পেয়ে যাবেন অজানা অচেনা জায়গায় বেড়ানোর স্বাদ। কীভাবে যেতে হবে? কোথায় থাকবেন? কী খাবেন? দেখার কী আছে? মিলবে সেসবের সুলুক সন্ধান। তবে শুধু দার্জিলিং, কালিম্পং বা কার্শিয়াং নয়, এই উৎসবে নিজের সম্ভার নিয়ে হাজির থাকছেন সিকিম, মেঘালয়, অরুণাচলপ্রদেশ, হিমাচলপ্রদেশের গ্রামীণ পর্যটনের সঙ্গে যুক্তরা। যোগ দিচ্ছেন নেপাল ও ভুটানের পর্যটন ব্যবসায়ীরাও। উৎসব চলাকালীন প্রতিদিন অন্তত পাহাড়ের ১৫টি সংস্কৃতি তুলে ধরা হবে। হোমস্টে থেকে পাহাড়ি লঙ্কা ডোলোর আচার, শাকসব্জি, মধু, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ওয়াটার ট্যুরিজম সবই থাকছে। 
‘দ্য অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম’-এর আহ্বায়ক রাজ বসু বলেন, মূলত গ্রামীণ পর্যটনের প্রসারের লক্ষ্যেই এই উৎসব। আমরা চাইছি, একজন পর্যটন যখন কোথাও বেড়াতে যাচ্ছেন, তখন শুধু সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাই নয়, ওই এলাকার নিজস্ব খাবারদাবার, কৃষ্টি সংস্কৃতি, সেখানকার বাসিন্দাদের দিনযাপন সবকিছুর সঙ্গেই একাত্মবোধ করুন। সেকারণে কমলার পাশাপাশি প্রতিটি এলাকার নিজস্ব খাবারদাবার থেকে হস্তশিল্প সবকিছুই তুলে ধরা হচ্ছে এই উৎসবে। সবমিলিয়ে হিমালয়ান অরেঞ্জ ফেস্টিভালে প্রায় ১৪ হাজার সামগ্রী থাকছে। 
পাহাড়ে পর্যটনের প্রসারে একাধিক প্রকল্প হাতে নিয়েছে রাজ্য। গত কয়েক বছরে তৈরি হয়েছে প্রচুর হোম স্টে। সেইসব হোমস্টে’তে যাতে কলকাতার পর্যটকরা আরও বেশি করে আসেন, সেকথা মাথায় রেখেই সম্পর্কের সেতুবন্ধনে জোর দেওয়া হয়েছে সল্টলেকে অনুষ্ঠিত হতে চলা ওই কমলা উৎসবে। আর তাই খাওয়াদাওয়া, কেনাকাটার মাঝেই পাহাড়ের বাসিন্দাদের সঙ্গে থাকছে জমজমাট আড্ডার আসর। 
উদ্যোক্তা সংগঠনের যুগ্ম আহ্বায়ক গীতালি লাহিড়ী বলেন, বাঙালির পায়ের তলায় সর্ষে। একটু ফুরসত পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন। আমরা চাইছি, শহর কলকাতা থেকে যাঁরা পাহাড়ের অফবিট ডেস্টিনেশনে বেড়াতে যাবেন, তাঁরা যেসব হোমস্টে’তে থাকবেন, তাঁদের সঙ্গেই আগেই আলাপ জমিয়ে নিতে। পরিচয় সেরে নিতে পাহাড়ের খাবারদাবারের সঙ্গে। উদ্যোক্তাদের তরফে মহাশ্বেতা রায় বলেন, পর্যটনের পাশাপাশি পাহাড়ের বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করাও হিমালয়ান অরেঞ্জ ফেস্টিভালের অন্যতম লক্ষ্য। 
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা