বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

মোদি ফ্লপ, বাংলার ভোটে মুখ্যমন্ত্রী মুখ চায় বিজেপি

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপি নয়, জিতেছিলেন নরেন্দ্র মোদি। জাতীয় স্তরে একটি মুখ সামনে আনতে পেরেছিল সঙ্ঘ পরিবার। জোট রাজনীতিকে পিছনে ঠেলে সামনের সারিতে জায়গা করে নিয়েছিল একচ্ছত্র আধিপত্য। এরপর যেসব অ-বিজেপি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, তার প্রতিটিতেই নরেন্দ্র মোদির সেই জনপ্রিয়তাকে মূলধন করেছে গেরুয়া শিবির। অর্থাৎ, যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় নেই, সেখানে ভোটের আগে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দাঁড় করানো হয়নি। নির্বাচনে জিতলে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করেছে বিজেপি। অলিখিত ‘প্রথা’ আর কী। চব্বিশের লোকসভা ভোটের পর একটা সমীকরণ স্পষ্ট—হাওয়া ঘুরছে। কারণ নির্বাচনে জয়ের কৃতিত্ব নরেন্দ্র মোদি নিয়েছেন, কিন্তু মূল্যবৃদ্ধি, বেকারত্ব কিংবা ধুঁকতে থাকা অর্থনীতির দায় তিনি নেননি। তার প্রভাব পড়েছে একের পর এক বিধানসভা নির্বাচনে। তাই সঙ্ঘের দাওয়াই হিসেবে উল্লেখযোগ্যভাবে হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভোটে স্রেফ মুছে দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদিকে। তিনি এসেছেন শুধুই অতিথি শিল্পী হিসেবে। কয়েকটি সভা করেছেন এবং ফিরে গিয়েছেন। আঞ্চলিক নেতা এবং সমস্যাকে সামনে রেখে জয় হাসিল করেছে বিজেপি। এবং সেইসঙ্গে প্রশ্ন উঠেছে মোদি-ম্যাজিকের অস্তিত্ব নিয়ে। মহারাষ্ট্রে যে ‘মোদিবিহীন’ ফর্মুলা কার্যকর হয়েছে, বাংলার ক্ষেত্রেও কি তেমনই ভাবছে গেরুয়া বাহিনী? বিজেপির শীর্ষ সূত্রে জানা যাচ্ছে, ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভার গুরুত্বপূর্ণ নির্বাচনে মোদিকে সামনে রেখে ময়দানে নামার ‘প্রথা’ ভাঙতে পারে বঙ্গ ব্রিগেড। আর তা হবে বিজেপির শীর্ষ কেন্দ্রীয় পার্টির অনুমোদনক্রমেই। সেক্ষেত্রে বাংলায় মুখ্যমন্ত্রী মুখ খুঁজে বিধানসভা ভোটে যাওয়ার চেষ্টা শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। তারা বুঝে গিয়েছে, শুধু হাওয়া দিয়ে লাভ হবে না। মুখ হিসেবে কাউকে দাঁড় করিয়ে মরিয়া ঝাঁপ দিতে হবে। 
তাহলে কি ভোটের আগেই বাংলায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা হবে? খবর তেমনই। বিজেপি সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে দলের অন্দরে প্রাথমিক আলোচনা হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই ব্যাপারে স্বাভাবিকভাবেই মুখে কুলুপ এঁটেছেন বিজেপির শীর্ষ নেতা-মন্ত্রীরা। তবে রাজ্য বিজেপির অন্যতম সহ-সভাপতি তথা সাংসদ জগন্নাথ সরকার এই জল্পনা একেবারে অস্বীকার করে যাননি। তাঁর কথায়, ‘আলোচনা হলেও তা হয়তো একেবারেই প্রাথমিকস্তরে রয়েছে। মন্তব্য করার সময়ও এখনও আসেনি। বিজেপি একটি আদর্শবাদী সংগঠনভিত্তিক
দল। বাংলায় নির্বাচনে ভালো ফল করতে হলে সংগঠনে ভর করেই লড়তে হবে। যথাসময়ে দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতারাই উপযুক্ত সিদ্ধান্ত নেবেন।’ 
বিজেপির অন্দরে কিন্তু চর্চা চলছে, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘মুখ’ খাড়া করতে হলে মহিলা পদপ্রার্থীই চাই। তবে হ্যাঁ, তাঁকে জনপ্রিয় এবং লড়াকুও হতে হবে। দলীয় চর্চায় এমন দু’জনের নাম এখনও পর্যন্ত খুঁজে পেয়েছে বিজেপি। একজন বিধায়ক, অন্যজন প্রাক্তন সাংসদ। যদিও আগ বাড়িয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে ঘোষণা করে দিলে তা দলের পক্ষে হিতে বিপরীত হবে কি না, সেই প্রশ্নও উঠছে। কারণ শুধুমাত্র টিকিট বিলি নিয়েই বঙ্গ বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বের যে সাম্প্রতিক ইতিহাস রয়েছে, মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করে দিলে তাতে বিস্ফোরণ ঘটার আশঙ্কা রয়েছে দলের অন্দরে। দলীয় মূল্যায়নে উঠে এসেছে, ঝাড়খণ্ডে কোনও আদিবাসী মুখকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে নির্বাচন লড়লে ফল অন্যরকম হতো। ঝাড়খণ্ডের পার্শ্ববর্তী রাজ্যে তাই ‘প্রথা’ ভাঙতেই উৎসাহী নেতৃত্বের একাংশ।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা