রাজ্য

ঘাড়ের কাছে মায়ের ভুল কামড়, মৃত্যু তিন র‌য়্যাল বেঙ্গল শাবকের

সংবাদদাতা, শিলিগুড়ি: অভাবনীয় ঘটনা! মায়ের ভুল কামড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের তিন শাবকের মৃত্যু হল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। বিতর্ক এড়াতে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। বিষয়টি  প্রকাশ্যে আসতেই পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও এখানে  মায়ের ভুলে রয়্যাল বেঙ্গল শাবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ২০২৩ সালের আগস্টে সাদা বাঘ কিকার চাপায় জখম হয়ে তারই দুই সদ্যোজাত শাবকের মৃত্যু হয়েছিল। সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে রিকা নামে এক রয়্যাল বেঙ্গল টাইগার তিনটি শাবকের জন্ম দেয়। শাবকের জন্মের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হয়ে পড়ে পার্ক কর্তৃপক্ষ। কিন্তু নাইট শেল্টারে দু’দিনের মাথায় নিজের শাবকদেরকে রিকা ঘাড়ে কামড় দিয়ে ধরে অন্যত্র সরাতে যাওয়ার সময় সেগুলি গুরুতর জখম হয়। তিনটি শাবকেরই শ্বাসনালী ফুটো হয়ে যায়। দু’টি শাবক আগে মারা গেলেও একটি শাবককে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে কর্তৃপক্ষ। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। 
রাজ্য জু-অথরিটির সচিব সৌরভ চৌধুরী বলেন, রিকা এই নিয়ে দ্বিতীয় বার তিনটি শাবকের জন্ম দেয়। রিকার নিজের একটু শারীরিক সমস্যাও রয়েছে।  শাবকদের সরাতে গিয়েই অসাবধানতায় কামড় বসে গিয়ে শ্বাসনালী ফুটো এবং ঘাড়ে গভীর ক্ষত তৈরি হয়। তাতেই তিন শাবকের মৃত্যু হয়েছে। সাফারি পার্কের অধিকর্তা বিজয় কুমার বলেন, রিকার ভুলেই এই ঘটনা ঘটেছে।
ব্যাঘ্র প্রজননে ইতিমধ্যেই নজির গড়েছে বেঙ্গল সাফারি পার্ক। গত এপ্রিলেই সেখানে পাঁচটি শাবকের জন্ম দিয়েছে শিলা ও বিভান নামে রয়্যাল বেঙ্গল দম্পতি। বেঙ্গল সাফারি পার্ক থেকে প্রাণী বিনিময় কর্মসূচিতে এখনও পর্যন্ত দু’টি রয়্যাল বেঙ্গল টাইগারকে হায়দরাবাদে, দু’টি কলকাতার আলিপুরে, দু’টি ত্রিপুরার সিপাহিজলায় ও দু’টি কলকাতার নিউটাউনের হরিণালয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। বর্তমানে বেঙ্গল সাফারিতে সবমিলিয়ে ন’টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। এর মাঝে আচমকা রিকার ভুলে  তিন শাবকের মৃত্যুতে পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
18d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা