রাজ্য

আগামী সপ্তাহে হিমালয়ে পশ্চিমি ঝঞ্ঝা, শীতের পথে ফের কাঁটা?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগর থেকে আসা পুবালি বাতাস নিষ্ক্রিয় হতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। চলতি শীতের মরশুমে শুক্রবারই প্রথম কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৭ ডিগ্রি সেলসিয়াসের নীচে (১৬.৭) চলে আসে। কলকাতা ও সংলগ্ন এলাকায় অনুভূত হয়েছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কাল, রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশাপাশে থাকতে পারে। জেলাগুলিতে এমনিতেই শীতের মাত্রা বেশি আছে। সেখানে তাপমাত্রা আরও কমবে।
আগামী সোমবার থেকে দু’তিনদিনের জন্য ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। তখন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে  অন্তত ১৭-১৮ ডিগ্রি হয়ে যেতে পারে। পশ্চিম হিমালয় এলাকায় একটি পশ্চিমি ঝঞ্ঝা আসতে চলেছে। তার পরোক্ষ প্রভাবে গোটা রাজ্যেই তাপমাত্রা কিছুটা বাড়বে। রাজ্যের পশ্চিমাঞ্চল সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কোথাও কোথাও আগামী সপ্তাহের শুরুতে হাল্কা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও সিকিমের উঁচু অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হলে বঙ্গোপসাগর থেকে পুবালি বাতাস কিছুটা হলেও ঢুকে পড়ে বায়ুমণ্ডলে। তার ফলে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়বে। ঝঞ্ঝা সরে গেলে ফের উত্তুরে হাওয়া সক্রিয় হবে এবং পারদ নামতে শুরু করবে।
আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, শনিবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। এদিন সকালে কলকাতায় হাল্কা কুয়াশা ছিল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
19d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা