রাজ্য

তারাপীঠ মন্দিরে ‘দেব’, উপচে পড়ল অনুরাগীদের ভিড়

সংবাদদাতা, রামপুরহাট: আজ, শুক্রবার সকালে তারাপীঠ মন্দিরে পুজো দিতে এলেন অভিনেতা দেব। খবর পেয়ে মন্দিরে উপচে পড়ল তাঁর অনুরাগীদের ভিড়। বড়দিনের প্রাক্কালে তাঁর অভিনীত ‘খাদান’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। ছবির প্রচারে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন দেব। এদিন সকালে ছবির সাফল্য কামনায় তারাপীঠে এসে দেবী তারাকে দর্শন করে পুজো দেন অভিনেতা দেব। শুধু তাই নয়, করেন আরতিও।
অন্যদিকে অভিনেতা আসছেন এই খবর চাউর হতেই তাঁর অনুগামীরা দলে দলে মন্দির চত্বরে ভিড় জমাতে শুরু করেন। এদিন হলুদ পাঞ্জাবি এবং কালো রোদচশমা পরে দেব যখন মন্দিরে আসেন তখন চারদিকে শুধুই তাঁর অনুগামীদের ভিড়। দেবকে এক ঝলক দেখার জন্য অনুরাগীদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। এদিন মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়ার পাশাপাশি নিজের হাতে আরতিও করেন দেব। সঙ্গে ছিলেন এই সিনেমায় প্রথমবার দেবের সঙ্গে জুটি বাঁধা ইধিকা পাল এবং টিমের অন্যান্য সদস্যরা। মন্দিরেরর গর্ভগৃহ থেকে বেরিয়ে আসার সময় অভিনেতাকে সাংবাদিকরা প্রশ্ন করেন, মায়ের কাছে কী চাইলেন? উত্তরে দেব বলেন, চাওয়ার তো কোনও শেষ নেই। মায়ের কাছে আর্শীবাদ চাইলাম। আমরা সবাই যেন ভালো থাকি, শান্তিতে থাকি। বাংলাদেশ নিয়ে প্রশ্ন করলে তিনি অবশ্য বিষয়টি এড়িয়ে যান। বলেন, মন্দিরে এই বিষয়ে নিয়ে আলোচনা করতে চাই না। উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘খাদান’ সিনেমাটি। তার আগে তারাপীঠে দেবী তারার কাছে পুজো দিলেন দেব ও ‘খাদান’ টিম।
20d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা