রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

ভাটপাড়ায় নেশা মুক্তি কেন্দ্রে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক ২

ভাটপাড়ায় নেশা মুক্তি কেন্দ্রে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক ২

নেশা মুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু। ঘটনায় ভাঙচুর চালালেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় এলাকায় একটি বাড়িতে নেশা মুক্তি কেন্দ্র চালাত দুই যুবক। সেখানে রোগীদের অত্যাচার করা হত বলে পরিজনদের তরফে অভিযোগ উঠেছিল আগেই। এরপর আজ, মঙ্গলবার বিকেলে ওই নেশা মুক্তি কেন্দ্র থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাটি জানাজানি হতেই উত্তেজিত জনতা সেখানে হাজির হয়। ভাঙচুর করা হয় নেশা মুক্তি কেন্দ্রটিতে। খবর পেয়ে অকুস্থলে আসে জগদ্দল থানা ও বাসুদেবপুর থানার পুলিস। ইতিমধ্যেই আটক করা হয়েছে ২ জনকে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম অরণ্য বারুই (২৩)। তাঁর বাড়ি ভাটপাড়া পুরসভায় এলাকাতেই। বর্তমানে ওই নেশা মুক্তি কেন্দ্রের সামনে ক্ষুব্ধ এলাকাবাসীরা রয়েছেন।

রাশিফল