শুক্রবার, 18 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

আজকের রাশিফল: কেমন যাবে আপনার দিন?

আজকের রাশিফল: কেমন যাবে আপনার দিন?

মেষ: পেশাদারি উচ্চশিক্ষায় অপ্রত্যাশিত বাধায় দিশাহারা হতে পারেন। গুরুজনের সঙ্গে মতান্তরে মানসিক কষ্ট। 


বৃষ:  দুপুর থেকে শরীর-স্বাস্থ্যগত সমস্যায় কষ্ট ভোগ।  ব্যবসা ও পেশায় উন্নতি। রাজনীতিকদের শুভ দিন। 

মিথুন: প্রায় সম্পূর্ণ কাজে অপ্রত্যাশিত বাধায় মনে হতাশা। বিদ্যা, অর্থ ও দাম্পত্য ক্ষেত্র অপেক্ষাকৃত শুভ।

কর্কট: উচ্চস্থান থেকে পতনে দেহে আঘাত ও রক্তপাতের সম্ভাবনা। ব্যবসা ভালো চলবে। চিকিৎসক ও সাহিত্যিকদের শুভ দিন।

সিংহ: ব্যবসায় দ্রুত অগ্রগতি, কেনাবেচা ও লাভ বৃদ্ধি। তুচ্ছ কারণে উপরওয়ালার সঙ্গে মতান্তরে আশঙ্কা। বিদ্যায় বাধা।

কন্যা: পেশাদারি উচ্চশিক্ষা লাভে সাফল্য ও সেই সূত্রে কর্মলাভের সম্ভাবনা। আইটি কর্মীদের দুপুরের পর কর্মে বাধার যোগ।

তুলা: সাংগঠনিক প্রচেষ্টায় কষ্টার্জিত সাফল্য। ব্যবসায় উন্নতি। শারীরিক দিকটির খেয়াল রাখুন।

বৃশ্চিক: একাধিক সূত্রে অর্থাগম। ধর্ম কর্মে মনে শান্তি। আঘাতযোগ আছে।

ধনু: স্বাস্থ্য সমস্যায় বিচলিত হতে পারেন। পুরানো অর্থনৈতিক মামলায় বিজয়। সন্তানের ব্যবহারে মনঃকষ্ট। 


মকর: কাজকর্মে দুপুরের পর বাধার আশঙ্কা। মানসিক অস্থিরতা ও শত্রু বাড়বে। আর্থিক দিক অনুকূল।

কুম্ভ: পেশাদারি শিক্ষায় উল্লেখযোগ্য সাফল্যের সুবাদে কর্মলাভের যোগ। ব্যবসায় উন্নতি। দাম্পত্যে অশান্তি।

মীন: আকস্মিক উদরপীড়ায় কষ্ট ভোগ। ব্যবসা ও পেশা কম বেশি শুভ। মানসিক উত্তেজনায় লাগাম দিন।

রাশিফল