শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

আজকের রাশিফল

আজকের রাশিফল

মেষ: কর্মে দিনটি শুভ। কর্মসূত্রে বিদেশ গমনের সুযোগ। শরীর-স্বাস্থ্যের যত্ন নিন মনে অস্থিরতা।

বৃষ: কর্মে উন্নতির  সঙ্গে পদোন্নতি ও বদলির যোগ। অর্থ ক্ষেত্র মজবুত থাকবে। শরীর-স্বাস্থ্যে ক্রমোন্নতি।

মিথুন: সন্তানের জন্য মানসিক চিন্তা । উচ্চশিক্ষা ও গবেষণায় শুভ। অর্থকরী দিকটি উঠানামা করবে।

কর্কট: কর্মকেন্দ্রিক জটিলতা কাটিয়ে সাফল্যের সম্ভাবনা অর্থ উপার্জন ভালো হবে। অভব্য আচরণের জন্য সন্মানহানি।

সিংহ: একাধিক সূত্রে অর্থ প্রাপ্তি ও সঞ্চয় । কর্মকেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। চাপা মানসিক অস্থিরতা থাকবে।

কন্যা: পৈত্রিক বা শ্বশুরবাড়ি থেকে অর্থ প্রাপ্তির যোগ। মানসিক অস্থিরতা বাড়বে । কর্ম ও স্বাস্থ্য বিষয়ে সতর্ক হন।

তুলা: বহু প্রচেষ্টায় প্রতিষ্ঠানিক জটিল কর্মে সাফল্য। শরীর-স্বাস্থ্যের অবনতি হতে পারে । মনে উদ্বেগ। 

বৃশ্চিক: পেশাদারি শিক্ষা, উপমহলের সঙ্গে যোগাযোগ ও ব্যবসায় দিনটি শুভ । রক্তপাত যোগ আছে।  অর্থাগম হবে।

ধনু: জটিল কর্মের অনায়েস সমাধানে উচ্চ মহলের কাছে সুনাম বৃদ্ধি । রাগ কমান । বাক্যে সংযত হন।

মকর: অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ । ব্যবসা ও পেশায় গতিহীনতা। মানসিক উদ্বেগ ও উত্তেজনা বাড়বে।

কুম্ভ: পৈতৃক বা শ্বশুরকূল থেকে অর্থ প্রাপ্তির যোগ। ব্যবসা ও পেশায় কম বেশি শুভ। শরীর-স্বাস্থ্য ভোগাতে পারে।

মীন: দীর্ঘমেয়াদী সঞ্চয় থেকে অর্থ প্রাপ্তি ও তা পুনঃসঞ্চয়। যাদের পুরনো কোনও রোগ আছে তারা বিশেষ সতর্ক হন।

রাশিফল