রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

আজকের রাশিফল

আজকের রাশিফল

মেষ: ডাক্তার, উকিল প্রমুখ পেশাদারগণের কর্মোন্নতি ও উপার্জন বৃদ্ধি। গৃহ পরিবেশ কমবেশি শুভ। মনে হতাশা আসতে দেবেন না।

 
বৃষ: সপরিবারে তীর্থ ভ্রমণ ও দেবদর্শনে মানসিক তৃপ্তি ও প্রফুল্লতা। আর্থিক প্রগতি বজায় থাকবে। দাম্পত্য সুখের হবে।

মিথুন: একাধিক সূত্রে অর্থপ্রাপ্তির যোগ আছে। কিছুটা সঞ্চয় হবে। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি। শরীরের যত্ন নিন।

কর্কট: মাতুলের থেকে সম্পত্তি বা অর্থ লাভ হতে পারে। বিজ্ঞানীদের পক্ষে শুভ দিন। চলাফেরায় সাবধান হন।

সিংহ: কারও কাছ থেকে মূল্যবান উপহার পেতে পারেন। কর্মের জটিলতা দুপুর থেকে কাটবে। মানসিক উত্তেজনায় লাগাম দিন।

কন্যা: রাগ বৃদ্ধি ও গৃহ পরিবেশে অশান্তির জন্য মানসিক চাপ ভোগ। পেশাদারদের কর্ম উন্নতি ও আয় বৃদ্ধি।

তুলা: বিদেশে থাকা সন্তানের জন্য চিন্তা বাড়বে। দাম্পত্য ক্ষেত্রে অশান্তির যোগ। দেহে আঘাতের আশঙ্কা।

বৃশ্চিক: ঘরে-বাইরের অশান্তি এড়িয়ে চলুন। কাজকর্মের নতুন বরাত আসতে পারে। পুরনো রোগবৃদ্ধিতে কষ্ট ভোগ।

ধনু: উচ্চ প্রশাসনিক মহলের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি ও কর্মোন্নতি। জটিল কর্মের দায়িত্ব গ্রহণে আজ বিরত হন। মনে অস্থিরতা।

 
মকর: কারিগরি শিক্ষা ও উচ্চতর শিক্ষায় সাফল্য ও সেই সূত্রে কর্ম লাভ। অনভিপ্রেতভাবে ঝুট ঝামেলায় ফেঁসে যেতে পারেন।

কুম্ভ: কাজকর্মে উন্নতির যোগ। ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে। প্রতিরক্ষা, গোয়েন্দা কর্মী ও অধ্যাপকদের পক্ষে অনুকূল সময়।

মীন: কাজকর্ম এগবে। গৃহে কোনও শুভ অনুষ্ঠানের তোড়জোড়। ভ্রমণ ও দেবদর্শনের যোগ। 

রাশিফল