শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

কেমন যাবে আজকের দিন: জানুন রাশিফলে

কেমন যাবে আজকের দিন: জানুন রাশিফলে

মেষ: পিতৃকুল বা মাতৃকুল থেকে সম্পদ প্রাপ্তির যোগ। কাজ কারবারে উন্নতি ও গতি বৃদ্ধি। আর্থিক দিক অনুকূল।

বৃষ: গৃহে শুভ কাজের জন্য প্রস্তুতি। যে কোনও ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধি।  মুখমণ্ডল ও মুখগহ্বরের রোগে কষ্ট ভোগ।

মিথুন: পেশাদারি কর্মে সাফল্য, প্রসার। ব্যবসায় গতি বৃদ্ধি। সন্তানের সাফল্যে গর্ব।

কর্কট: ব্যবহারে উষ্ণতা ও অপ্রিয় বাক্যের জন্য ঘরে-বাইরে শত্রু বাড়বে। জলীয় ও ঔষধি দ্রব্যের ব্যবসায়ীদের কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধি।

সিংহ: কর্মস্থলে জটিল কর্মের সুরাহা করে সুনাম অর্জন। বিদ্যাচর্চায় বাধা। রাতে শরীর-স্বাস্থ্যের সমস্যা হতে পারে।

কন্যা: সংকটমোচনের জন্য গুণী ব্যক্তির সান্নিধ্য গ্রহণে বাধা মুক্তি। আইটি  কর্মীদের কর্মোন্নতি। অস্থি সন্ধির সমস্যা বৃদ্ধি।

তুলা: কাজকর্মে উন্নতি ও সুনাম অক্ষুণ্ণ থাকবে। সাহিত্যিক ও শিল্পীদের পক্ষে দিনটি অনুকূল। কর্ম প্রাপ্তির যোগ।

বৃশ্চিক: ব্যবসায়িক কাজকর্মে বাধা। উচ্চশিক্ষায় চমকপ্রদ সাফল্য। আর্থিক উন্নতি। স্বাস্থ্য চিন্তার যোগ।

ধনু: প্রিয়জনের স্বাস্থ্যহানিতে চিন্তা। ভাই-বোনের সঙ্গে মতান্তরে মনঃকষ্ট। উকিল, চিকিৎসকদের শুভ দিন।

মকর: একাধিক সূত্রে অর্থ লাভ ও সঞ্চয়। ব্যবসায় বাধার মধ্যে উন্নতি। উচ্চশিক্ষা ও গবেষণায় বিশেষ শুভ।

কুম্ভ: কোনও  শুভ যোগাযোগে ব্যবসায়িক উন্নতি। বিদেশে ব্যবসা করার আগে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন।

মীন: অর্থভাগ্য শুভ। কাজকেন্দ্রিক বহির্গমনের যোগ। বিদ্যায় উন্নতি। আর্থিক দিক সুরক্ষিত।

রাশিফল