বুধবার, 25 জুন 2025
Logo
  • বুধবার, ২৫ জুন ২০২৫

তিস্তার জল বাড়ছে, জলমগ্ন ৬০টি পরিবার

তিস্তার জল বাড়ছে, জলমগ্ন ৬০টি পরিবার

তিস্তার জল বাড়ছে। যার জেরে ক্রান্তির চ্যাংমারি পঞ্চায়েতের ৬০টি পরিবার জলমগ্ন। প্রতি বছর বর্ষায় তাঁদের ঘরছাড়া হতে হয় বলে অভিযোগ। এবার বর্ষা আসার আগেই বাড়িতে নদীর জল বা়ড়িতে ঢুকে পড়েছে। ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় বলেন, "আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। আর জল বাড়লে ওই পরিবারগুলোকে বাঁধে কিংবা আশ্রয় শিবিরে পাঠানো হবে।"