রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

ট্রেনে ভাড়া বাড়াচ্ছে রেল! যাত্রীদের কত টাকা বেশি দিতে হবে, জানুন

 রেলযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ১ জুলাই, ২০২৫ থেকে নতুন ভাড়া কার্যকর করতে চলেছে ভারতীয় রেল। এরফলে বেশ কিছু টিকিটে বেশি ভাড়া গুনতে হবে সাধারণ যাত্রীদের।

ট্রেনে ভাড়া বাড়াচ্ছে রেল! যাত্রীদের কত টাকা বেশি দিতে হবে, জানুন

নয়াদিল্লি: রেলযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ১ জুলাই, ২০২৫ থেকে নতুন ভাড়া কার্যকর করতে চলেছে ভারতীয় রেল। এরফলে বেশ কিছু টিকিটে বেশি ভাড়া গুনতে হবে সাধারণ যাত্রীদের। তবে, স্বস্তির বিষয় হল, এই ভাড়া বৃদ্ধির পরিমাণ খুব বেশি নয়।

রেলওয়ের নতুন ট্যারিফ অনুযায়ী, সেকেন্ড ক্লাসে ৫০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য কোনও ভাড়া বাড়ানো হচ্ছে না। তবে, ৫০০ কিলোমিটারের বেশি সফর করলে প্রতি কিলোমিটারে হাফ পয়সা অতিরিক্ত ভাড়া বাড়বে।

এছাড়াও, মেল/এক্সপ্রেস ট্রেনে (নন-এসি) কোচের যাত্রীদের ১ জুলাই থেকে প্রতি কিলোমিটারে ১ পয়সা বেশি দিতে হবে। একইভাবে, এসি ক্লাসের টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। 

অন্যদিকে, শহরতলির ট্রেনের ভাড়ায় কোনও পরিবর্তন আনা হয়নি। এছাড়াও, মান্থলি টিকিটের দামেও কোনও বৃদ্ধি ঘটছে না। যা স্বস্তি দেবে লক্ষ লক্ষ দৈনিক যাত্রীদেরকে। 

রাশিফল