শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

সিকিম ও কালিম্পংয়ের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কে ধস

সিকিম ও কালিম্পংয়ের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কে ধস

ধসে বিপর্যস্ত সিকিম ও কালিম্পংয়ের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। ভারী বৃষ্টির জেরে মঙ্গলবার জাতীয় সড়কের পাঁচটি জায়গায় ধস নেমেছে। সংশ্লিষ্ট এলাকাগুলি সেতি ঝোরা, সেলফি দারা, বিরিক দারা, লিখুবীর, মেল্লি, ভালু খোলা ইত্যাদি। ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পরিস্থিতির মোকাবিলায় নেমেছে পুলিস ও প্রশাসন। আর্থ মুভার দিয়ে রাস্তা থেকে ধস সরানো হচ্ছে। ঘটনাস্থলে পুলিস মোতায়েন করা হয়েছে।

রাশিফল