শুক্রবার, 18 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

বিধানসভায় তুমুল হট্টগোল!

বিধানসভায় তুমুল হট্টগোল!

তুমুল হট্টগোল বিধানসভায়। গতকাল বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ অভিযোগ ওঠে। আজ, শুক্রবার শঙ্কর ঘোষ বিলের বিষয়ে বলতে গেলে তৃণমূলের মহিলা বিধায়করা বাধা দেন বলে দাবি। ঘাস ফুল শিবিরের নেত্রীদের বক্তব্য, শঙ্কর ঘোষের বক্তব্য শুনব না।

তৃণমূলের সব বিধায়করা এক সুরে বিজেপির বিরুদ্ধে স্লোগান তোলেন। ১৫০-র উপর তৃণমূলের বিধায়কের একযোগে নিজেদের দাবি জানান। ফলে বিজেপির কোনও বিধায়করা বক্তব্য রাখতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

রাশিফল