বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

দাম বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের

বৃহস্পতিবার রাতে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক জায়গায় আক্রমণ চালিয়েছে ইজরায়েল। পাল্টা জবাব দিয়েছে ইরানও। আর এই সংঘাতের জেরে দর বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের।

দাম বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের

নয়াদিল্লি: বৃহস্পতিবার রাতে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক জায়গায় আক্রমণ চালিয়েছে ইজরায়েল। পাল্টা জবাব দিয়েছে ইরানও। আর এই সংঘাতের জেরে দর বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের। বিশ্বের জ্বালানি তেল সরবরাহকারী দেশগুলির তালিকায় প্রথম সারিতে রয়েছে ইরান। ভারতও প্রচুর পরিমাণে জ্বালানি তেল ইরান থেকে আমদানি করে। এদিন ইজরায়েলের হামলার পরই অপরিশোধিত তেলের দাম বেড়ে যায় প্রায় ১৩ শতাংশ। যদিও পরে এই দাম কিছুটা নামে। শুক্রবার সকালে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি সাড়ে চার ডলার বেড়ে যায়। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম হয় ৭৩.৯৩ ডলার। পরে বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৭৮.৫০ ডলারে গিয়ে দাঁড়ায়। যা ২৭ জানুয়ারির পর সর্বোচ্চ। অন্যদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের প্রতি ব্যারেলের দাম বেড়ে হয়েছে প্রায় ৭১ ডলার। ইজরায়েল-ইরান সংঘাত বৃদ্ধি পেলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২ ডলার বৃদ্ধি পেলে পেট্রল, ডিজেলে লিটারপিছু ১ টাকা ক্ষতি হয় ভারতীয় তেল সংস্থাগুলির। সেক্ষেত্রে খুচরো বাজারেও পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, এদিনই ভারতীয় তেল সংস্থাগুলির শেয়ারের দরে পতন ঘটেছে। 

রাশিফল