শনিবার, 14 জুন 2025
Logo
  • শনিবার, ১৪ জুন ২০২৫

ট্রাম্পকে জবাব, মার্কিন পণ্যে অতিরিক্ত কর দিল্লির

 ভারতীয় পণ্যের উপর বাড়তি ২৬ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বাণিজ্য চুক্তি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেছে দুই দেশ। 

ট্রাম্পকে জবাব, মার্কিন পণ্যে অতিরিক্ত কর দিল্লির

নয়াদিল্লি: ভারতীয় পণ্যের উপর বাড়তি ২৬ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বাণিজ্য চুক্তি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেছে দুই দেশ। সেই আলোচনা এখন শেষ পর্যায়ে বলেই খবর। তবে বাণিজ্য চুক্তি কার্যকর না হওয়া পর্যন্ত মার্কিন পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর চিন্তাভাবনা করছে ভারত। বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লুটিও) এই নিয়ে নথি জমা দিয়েছে নয়াদিল্লি। বিষয়টি সামনে এনেছে দুই সংবাদসংস্থা, ব্লুমবার্গ এবং রয়টার্স। গত ১২ মে জমা দেওয়া নথিতে বলা হয়েছে, নির্বাচিত কয়েকটি মার্কিন পণ্যের উপর বর্ধিত হারে শুল্ক চাপানো হতে পারে। তবে কোন ধরনের পণ্য এই তালিকায় পড়ছে, তা উল্লেখ করা হয়নি। 
গত মার্চে শুধুমাত্র ভারতীয় ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আকরিক ইস্পাত উৎপাদন করে ভারত। মার্কিন সিদ্ধান্তে ভারত বিপাকে পড়বে বলে ডব্লুটিও-তে জানিয়েছে দিল্লি। আরও জানানো হয়েছে, ৭৬০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। মার্কিন পাল্টা শুল্ক ঘোষণার পরে ভারত জানিয়েছিল ‘টিট ফর ট্যাট’ নীতি নেবে না নয়াদিল্লি। রয়টার্সের রিপোর্ট, সেই অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ভারত।