শুক্রবার, 18 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

আজকের রাশিফল

আজকের রাশিফল

মেষ: পেশায় চমকপ্রদ সাফল্য। উকিল, চিকিৎসক প্রমুখের কর্মে উন্নতির যোগ। শরীর-স্বাস্থ্য দেখে চলুন। 

বৃষ: বিদ্যালাভ ও কারিগরিবিদদের পক্ষে দিনটি অনুকূল। অর্থপ্রাপ্তির যোগ আছে। স্বাস্থ্যের খেয়াল রেখে চলুন।

মিথুন: ধর্ম কর্মে মন ও সদগ্রন্থ পাঠে মানসিক শান্তি। কাজকর্মে উন্নতি। বিদ্যালাভে দিনটি অনুকূল।

কর্কট: ঘরে-বাইরের সমস্যায় মনে উদ্বিগ্ন। ব্যবসা ও পেশায় বিলম্বিত উন্নতি। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।

সিংহ: কর্মক্ষেত্রে কাজে মনোযোগের অভাব ও বাধা। বিদ্যাশিক্ষায় সঠিক চর্চার অভাবে শুভ ফলের হানি। ধর্মে মতি।

কন্যা: সন্তানের রুক্ষ আচরণে রাগ বৃদ্ধি ও গৃহে অশান্তি। কাজকর্ম ভালো হবে। আর্থিক ও যোগাযোগ রক্ষার ক্ষেত্রে সাফল্য।

তুলা: কর্মে অগ্রগতি। নতুন কর্মপ্রাপ্তির যোগ। আর্থিক প্রগতি বজায় রাখতে অপ্রয়োজনীয় খরচে লাগাম দিন।

বৃশ্চিক: যে কোনও ব্যবসা ও পেশায় দ্রুত উন্নতি ও আয় বৃদ্ধি। পারিবারিক দিকটি অপেক্ষাকৃত শুভ। ঈশ্বর ভক্তিবৃদ্ধি ও শুভ দৈবফল প্রাপ্তির যোগ।

ধনু: ঘরে-বাইরে শত্রু নাশে মানসিক প্রফুল্লতা। যে কোনও কাজকর্মে উন্নতি। আর্থিক উন্নতি হবে। লেখাপড়ায় শুভ।

মকর: সামনে থেকে নেতৃত্বদান ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যবসায়িক ও কর্মে উন্নতি। উচ্চপদস্থ কর্মীদের প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি।

কুম্ভ: কর্ম ভাগ্য শুভ। কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্য। মানসিক অস্থিরতা থাকবে। আঘাতযোগ আছে।

মীন: কাজকর্মে উন্নতি। বিদ্যায় সাফল্য। রাজনীতিক ও বিচারকদের  সুনাম। চলাফেরায় সতর্ক হন। আর্থিক উন্নতি হবে।

রাশিফল