মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

আজকের রাশিফল

আজকের রাশিফল

মেষ:  বিদ্যা শিক্ষা ও পেশাদারি কর্মে উন্নতির যোগ।  আর্থিক উপার্জন মন্দ হবে না। বিদ্যা ও  কর্মে উন্নতি। নতুন যোগাযোগ পেতে পারেন।

বৃষ:  যে কোনও ব্যবসা, বিশেষ করে রসায়নিক  দ্রব্যের ব্যবসায় বিশেষ উন্নতি।  অর্থ ভাগ্য উত্তম। ডাক্তারদের পক্ষে শুভ দিন।

মিথুন: নামী প্রতিষ্ঠানে কর্ম লাভের যোগ। যে কোনও কর্মে উন্নতি ও আয় বৃদ্ধি। গৃহে আত্মীয়-সমাগমে আনন্দ। বাতের বেদনা বাড়বে।

কর্কট: বহু প্রচেষ্টার পর শরিকি  সহমতের ভিত্তিতে সম্পত্তি বিভাজনে সাফল্য। পরকীয়া প্রেম-প্রণয়ে অপদস্থ হতে পারেন।

সিংহ:  সৃজনশীল কাজকর্মে বাধা ও মানসিক উত্তেজনা বৃদ্ধি।  বিদ্যা শিক্ষার ক্ষেত্রটি অপেক্ষাকৃত শুভ। অর্থ ভাগ্য অনুকূল।

কন্যা: নামী প্রতিষ্ঠানে কর্মলাভ ও সেই সূত্রে দূর রাজ্য বা বিদেশ গমন।  সন্তানের জন্য সাংসারিক অশান্তি চরমে পৌঁছতে পারে।

তুলা:  কারিগরি ও বিদ্যা লাভে দিনটি বিশেষ শুভ। সাহিত্যিক, উকিলদের সম্মান প্রাপ্তির যোগ। শরীর-স্বাস্থ্য ভোগাতে পারে। 

বৃশ্চিক:  ঠান্ডা মাথায় বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন, নাহলে ঝামেলায় পড়তে পারেন। অর্থ-কর্ম ও স্বাস্থ্য ভাগ্য অতীব শুভ।

ধনু: সন্তানের রুক্ষ ব্যবহারে মনঃকষ্ট ও হতাশবোধ। পরিচিত কারও দ্বারা সম্পদহানি হতে পারে। প্রেম-প্রণয়ে বাধা।

মকর: কাজকর্মে বাধা আসবে যাবে। চলাফেরা ও যানচালনায় বিশেষ সতর্কতা প্রয়োজন। আর্থিক শক্তি বৃদ্ধি পাবে। ধর্মে মতি।

কুম্ভ: প্রেম-প্রণয়ে মানসিক আঘাত ও মনঃকষ্টের যোগ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বড় সাফল্য ও সেই সূত্রে কর্মলাভ হতে পারে।

মীন: অর্থাগম ভাগ্য অনুকূল। ব্যবসা এবং পেশায় অগ্রগতি। বিদ্যার অনুশীলনে বাধা  ও মনে হতাশা।