বিজেপির মন্ত্রীকে বরখাস্ত করার দাবিতে মোদির দ্বারস্থ কর্নেল সোফিয়ার পরিবার
মধ্যপ্রদেশের আদিবাসী বিষয়কমন্ত্রী বিজয় শাহকে অবিলম্বে বরখাস্ত ও তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবি জানাল ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশির পরিবার।

বর্তমান ওয়েবডেস্ক
মে ১৭, ২০২৫
ভোপাল: মধ্যপ্রদেশের আদিবাসী বিষয়কমন্ত্রী বিজয় শাহকে অবিলম্বে বরখাস্ত ও তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবি জানাল ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশির পরিবার। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে আবেদন করা হয়েছে। কর্নেলের পরিবারের
দাবি, দেশের প্রতি সোফিয়ার কর্তব্যকে অপমান করেছেন বিজয়।
অপারেশন সিন্দুরের সাফল্য বর্ণনা করতে গিয়ে সোফিয়াকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে বসেন বিজয়। ত নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় উঠেছে। তাঁর বিরুদ্ধে পুলিসকে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় মধ্যপ্রদেশ হাইকোর্ট। বিজয়কে তীব্র ভর্ৎসনা করে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও। তবে এখনও মধ্যপ্রদেশ সরকারের তরফে বিজয়কে মন্ত্রিসভা থেকে সরানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। সোফিয়ার এক ভাই বান্টি সুলেমান বলেন, ‘সোফিয়া শুধু আমাদের পরিবারের মেয়ে নয়, ও সারা দেশের মেয়ে, সেনাবাহিনীর মেয়ে। সোফিয়া দেশের জন্যই বাঁচে। মন্ত্রী বিজয় শাহ যে মন্তব্য করেছেন, তা ক্ষমার অযোগ্য।’ বান্টি জানান, বিজেপির রাজ্য সভাপতি সহ একাধিক নেতা তাঁদের বাড়িতে এসে আশ্বাস দিয়েছেন, বিজয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সোফিয়ার পরিবার বিজয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও এখনই তাঁকে মন্ত্রিসভা থেকে বাদ দিচ্ছে না মধ্যপ্রদেশের বিজেপি সরকার। বরং এই ইস্যুতে বিজয়ের পাশেই থাকছে। বিজয়কে সরানো হবে কি না, তা নিয়ে সম্প্রতি বৈঠকও করেন মধ্যপ্রদেশের রাজ্য বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, ‘এই বিষয়টি নিয়ে আদালত ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে। আমাদের সরকার সেই নির্দেশ পালন করবে।’ এই ইস্যুতে কংগ্রেসের কোনও মন্তব্য করা উচিত নয় বলেও দাবি করেছেন তিনি। বিজেপি সূত্রে খবর, দলের শীর্ষ নেতৃত্ব আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু হাইকোর্ট বিজয়ের পদত্যাগের কথা বলেনি, তাই এই নিয়ে এখনই তাড়াহুড়ো করার দরকার নেই। বরং বিজয় পদত্যাগ করলে তা কংগ্রেস নিজেদের জয় হিসেবে প্রচার করবে। ফাইল চিত্র
tags
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 25, 2025
অমৃত কথা
-
সেবা
- post_by বর্তমান
- জুন 25, 2025
এখনকার দর
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 24, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 24, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 25, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 25, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 25, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 25, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 25, 2025