শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

তৃণমূলের ভোকালের কাছে ‘হেরে গেল’ বিজেপি!

তৃণমূলের ভোকালের কাছে ‘হেরে গেল’ বিজেপি!

বিধানসভায় শব্দে জব্দ বিজেপি। তৃণমূলের সামনে 'ফেল' করে গেলেন বিজেপি বিধায়কেরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে কার্যত নাকানিচোবানি খান পদ্ম শিবিরের নেতারা। কোনওক্রমে ২১ মিনিট লড়ে হেরে গিয়ে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়করা।

আসলে, গতকাল বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ অভিযোগ ওঠে। আজ, শুক্রবার শঙ্কর ঘোষ বিলের বিষয়ে বলতে গেলে তৃণমূলের মহিলা বিধায়করা বাধা দেন বলে দাবি। ঘাস ফুল শিবিরের নেত্রীদের বক্তব্য ছিল, শঙ্কর ঘোষের বক্তব্য শুনব না।

এরপর তৃণমূলের সব বিধায়করা এক সুরে বিজেপির বিরুদ্ধে স্লোগান তোলেন। ১৫০-র উপর তৃণমূলের বিধায়কের একযোগে নিজেদের দাবি জানান। ফলে বিজেপির কোনও বিধায়করা বক্তব্য রাখতে গিয়ে হিমশিম খান। শেষে কক্ষ ছাড়েন।

রাশিফল